Advertisment

বিশ্বকাপজয়ী কোচকে হেড স্যার করল গোয়েঙ্কার লখনৌ! IPL-এ বড়সড় চমক

অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করল সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার বড়সড় ঘোষণা করল নয়া এই আইপিএল দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জিম্বাবোয়ের প্রাক্তন তারকা অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করল সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে প্ৰথমবার আত্মপ্রকাশ করতে চলেছে লখনৌ দল। যদিও ফ্র্যাঞ্চাইজির নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

Advertisment

গত দু বছর ধরে ফ্লাওয়ার পাঞ্জাব কিংস দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন। জানা যাচ্ছে, পাঞ্জাব কিংসের তারকা কেএল রাহুলও নাম লেখাতে পারেন লখনৌ দলে।

আরও পড়ুন: দাদার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও সন্দেহই নেই! কোহলিকে সপাটে আক্রমণ এবার জিন্দালের

হেড কোচ হিসেবে সরকারিভাবে নাম ঘোষণার পরে ফ্লাওয়ার জানিয়েছেন, "সুযোগ পেয়ে কৃতজ্ঞ। নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ১৯৯৩-এ ক্রিকেটার হিসাবে ভারতে আসার পর থেকে এদেশে খেলা, কোচিং করানো, ঘুরতে পছন্দ করি।"

"লখনৌ ফ্র্যাঞ্চাইজির হয়ে উল্লেখযোগ্য কাজ করতে চাই। নতুন বছরে উত্তরপ্রদেশে গিয়ে ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করব।"

ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, "ক্রিকেটার এবং কোচ হিসেবে কোচ ফ্লাওয়ার বিশ্বক্রিকেটে বড়সড় ছাপ রেখে গিয়েছেন। ওঁর পেশাদারিত্বকে আমরা সম্মান জানাই। আশা করি উনি আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখে দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।"

জিম্বাবোয়ের তারকা ক্রিকেটারের কোচ হিসেবে প্রোফাইল বেশ ঝলমলে। ২০১০-এ ইংল্যান্ডের টি২০ দলের বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন তিনি। এছাড়াও তাঁর কোচিংয়ে ইংরেজরা টেস্টের একনম্বর স্থানে পৌঁছেছিল। আইপিএলে কোচিং করানোর পাশাপাশি ফ্লাওয়ার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের মালিকানাধীন সেন্ট লুসিয়া কিংসেরও কোচ।

৭০৯০ কোটি টাকা দিয়ে আইপিএলে দল কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা। তারপরে শুক্রবার বড়সড় ঘোষণা করা হল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI IPL
Advertisment