Advertisment

ভাই অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সে! আনন্দে আত্মহারা দিদি সারা, দিলেন বিশেষ বার্তা

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া অন্য কোনো দল বিড করেনি শচীন-পুত্রের জন্য। অর্জুন আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল শচীন পুত্রকে নিতে পারে মুম্বই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শচীন পুত্র অর্জুনকে নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকাতে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার পরেই খুশির স্রোত তেন্ডুলকর পরিবারে। শুভেচ্ছার বন্যায় ভাসছেন জুনিয়র তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের মত তারকা খচিত ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অপারেশন ডিরেক্টর জাহির খান, কোচ মাহেলা জয়াবর্ধনে, কর্তা আকাশ আম্বানি প্রত্যেকেই অর্জুনকে স্বাগত জানিয়ে মুখ খুলেছেন।

Advertisment

ভাইয়ের সাফল্যে আনন্দে আত্মহারা সারা তেন্ডুলকর। ভাইয়ের আইপিএলে অভিষেক কার্যত নিশ্চিত হয়ে যাওয়ার পরেই সারা ইনস্টাগ্রাম একাউন্টে অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "কৃতিত্ব কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। এটা একান্তই তোমার!"

আরো পড়ুন: নিজেকে প্রমাণ করতে হবে আইপিএলে! নিলামের পরেই অর্জুনকে ‘কড়া বার্তা’ জাহিরের

publive-image

ব্যাট এবং বল দুটোই বাঁ হাত করেন অর্জুন। বাঁ হাতি ভারতীয় পেসার বরাবর জাতীয় ক্রিকেটে গুরুত্ব পেয়ে থাকেন। সেই অঙ্কেই অর্জুনের মুম্বই ইন্ডিয়ান্স দলে অন্তর্ভুক্তি। আইপিএলে খেললে বিরল নজির স্থাপন করবেন অর্জুন। এর আগে শচীন তেন্ডুলকর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছিলেন। অর্জুন এই জার্সিতে আইপিএলে নামলে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। এর আগে আইপিএলে একই ফ্রাঞ্চাইজির হয়ে পিতা-পুত্র খেলেননি। সেই হিসাবেই নতুন কীর্তি গড়বেন অর্জুন।

আরো পড়ুন: বিরল ক্রিকেটার বলেই সুযোগ! অর্জুনকে মুম্বইতে নেওয়ার কারণ জানালেন আম্বানি-পুত্র

অর্জুন আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল শচীন পুত্রকে নিতে পারে মুম্বই। কারণ বেশ কয়েক বছর ধরেই মুম্বইয়ের নেট বোলার হিসাবে রয়েছে অর্জুন। গত আইপিএলে সংযুক্ত আরব আমিরশাহিতেও গিয়েছিলেন মুম্বই স্কোয়াডের সঙ্গে। একদম শেষ নাম হিসাবে অর্জুনকে নিলামে তোলা হয়। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া অন্য কোনো দল বিডও করেনি শচীন-পুত্রের জন্য।

কিছুদিন আগেই মুম্বইয়ের জার্সিতে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে জায়গা করে নিয়েছিলেন। তবে সেভাবে দাগ কাটতে পারেননি। দু ম্যাচে শিকার মাত্র ২। বিজয় হাজারে ট্রফির দল নির্বাচনের আগেও অর্জুন প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। সেই কারণেই ৫০ ওভারের জাতীয় এই টুর্নামেন্টে মুম্বইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sachin Tendulkar Mumbai Indians
Advertisment