Advertisment

শনিবারই IPL-এ ১০ দলের সুপারহিট নিলাম! কখন, কোন চ্যানেলে দেখা যাবে, জানুন

ফেব্রুয়ারির ১২ এবং ১৩ তারিখে বসছে আইপিএলের মেগা নিলাম। বেঙ্গালুরুতে। তার আগে উত্তেজনা তুঙ্গে সমস্ত শিবিরে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গুজরাট লায়ন্স এবং লখনৌ সুপারজায়ান্টস দুই নতুন দলের অন্তর্ভুক্তি ঘটেছে আইপিএলে। টুর্নামেন্টের ইতিহাসে প্ৰথমবারের মত ১০ দলের মেগা নিলাম সংঘটিত হতে চলেছে। নিলামে নাম লিখিয়েছেন ৫৯০ জন দেশি এবং বিদেশি ক্রিকেটার। এদের মধ্যে ক্যাপড ক্রিকেটার ২২৮ জন। আনক্যাপড রয়েছেন ৩৫৫ জন। সহযোগী দেশের সাতজন ক্রিকেটারও নিলামে অংশ নেবেন। নতুন করে দল গুছিয়ে নেওয়ার সুযোগ থাকছে সমস্ত ফ্র্যাঞ্চাইজির কাছে।

Advertisment

গত বছর ডিসেম্বরেই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির রিটেনশন জানিয়ে দেওয়া হয়েছিল। আরসিবিতে রিটেন করা হয়েছে নেতৃত্ব ছেড়ে দেওয়া বিরাট কোহলিকে। একইভাবে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাকেও রিটেনশনের তালিকায় রেখেছেন যথাক্রমে সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন: পয়া ইডেনের নামেই মেয়ের নাম! চার ছক্কায় বিশ্বকাপ জয়কে উদযাপন KKR-এ খেলা তারকার

তবে একাধিক নামি তারকাকে এবার রিলিজ করে দেওয়া হয়েছে। মরশুমের মাঝপথেই নেতৃত্ব এবং দলের জায়গা হারানো সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারকে। রিলিজ করা হয়েছে রশিদ খান, জনি বেয়ারস্টোকেও। এছাড়া প্যাট কামিন্স, কাগিসো রাবাদার মত তারকারাও নিলামের টেবিলে উঠবেন। তবে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সদের যেমন দেখা যাবে না আইপিএলে। তেমন থাকছেন না বেন স্টোকসও।

লখনৌ এবং গুজরাট ফ্র্যাঞ্চাইজি আসন্ন নিলামের আগে অধিনায়ক করেছে যথাক্রমে কেএল রাহুল, হার্দিক পান্ডিয়াকে। এছাড়াও লখনৌ নিয়েছে মার্কাস স্টোয়িনিস, রবি বিশ্নোইকে। গুজরাট নিয়েছে রশিদ খান এবং কেকেআর থেকে রিলিজ করে দেওয়া শুভমান গিলকে।

দেখে নেওয়া যাক আইপিএল নিলামের খুঁটিনাটি-

IPL 2022 Mega Auction কবে?

IPL 2022 Mega Auction হবে দু-দিন ধরে, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি।

IPL 2022 Mega Auction কোথায় হবে?

IPL 2022 Mega Auction এর আসর বসছে বেঙ্গালুরুতে।

কখন থেকে শুরু হবে IPL 2022 Mega Auction?

আইপিএল মেগা নিলাম শুরু হবে সকাল ১১টা থেকে।

কোন চ্যানেলে IPL 2022 Mega Auction সম্প্রচারিত হবে?

IPL 2022 Mega Auction সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney + Hotstar ওয়েব প্ল্যাটফর্মেও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL BCCI
Advertisment