আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের ১০ দলের মেগা নিলাম। ফেব্রুয়ারির ১২ এবং ১৩ তারিখে বেঙ্গালুরুতে বসছে নিলামের আসর। মেগা নিলামে ভাগ্য নির্ধারণ হবে ৫৯০ জন দেশি-বিদেশি ক্রিকেটারের। নিলামের আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ৩০ জন ক্রিকেটারদের সরাসরি রিটেনশন বা ড্রাফটের মাধ্যমে ধরে রেখেছে।
আট পুরোনো ফ্র্যাঞ্চাইজির কাছে যেমন সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ ছিল, তেমন দুই নতুন ফ্র্যাঞ্চাইজির সামনে তিনজন তারকাকে ড্রাফটের মাধ্যমে রিটেনশন করতে পারার অপশন ছিল।
নিলামে আপাতত এই ছয় নিয়ম মানা হবে। জেনে নিন একে একে-
১) নিলামের শুরুতে ১০ ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিতে হবে মার্কি ক্রিকেটারদের। মার্কি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডিকক, মহম্মদ শামি, শিখর ধাওয়ান, ফাফ ডুপ্লেসিস, কাগিসো রাবাদা, শ্রেয়স আইয়ার, ডেভিড ওয়ার্নারদের মত তারকারা।
আরও পড়ুন: ১২ বছর IPL নিলামে-এ চালু সাইলেন্ট টাইব্রেকার নিয়ম! কোনও ফ্র্যাঞ্চাইজি ব্যবহার করেনি আজ পর্যন্ত
২) মার্কি ক্রিকেটারদের বাছাই শেষ হলে ফ্র্যাঞ্চাইজিরা জাতীয় দলে খেলা ক্যাপড ক্রিকেটারদের বাছতে পারবেন। এই রাউন্ডে স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং বোলারদের নাম তোলা হবে একে একে। তারপরে আসবে যথাক্রমে অলরাউন্ডার, উইকেটকিপার ব্যাটসম্যান এবং ফাস্ট বোলার এবং স্পিন বোলারদের পালা।
৩) ক্যাপড সেটের পরে জাতীয় দলের হয়ে না খেলা আনক্যাপড ক্রিকেটারদের হাতুড়ির তলায় ফেলা হবে। ঘটনাচক্রে, আইপিএল ম্যানেজমেন্টের তরফে পুরো নিলাম পর্ব মার্কি রাউন্ড সমেত ৬২টি সেটে ভাগ করা হয়েছে। ক্যাপড এবং আনক্যাপড প্লেয়ারদের নিলামের টেবিলে তোলা হবে কয়েক রাউন্ড অন্তর অন্তর।
৪) কারা ক্যাপড, কারা আনক্যাপড তা নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বর্তমান স্ট্যাটাসের ওপর। নথিভুক্ত করার সময়ে সেই প্লেয়ারের স্ট্যাটাস ধার্য হবে না। যেমন দীপক হুডা নিজের নাম নথিভুক্ত করেছিলেন আনক্যাপড হিসাবে। কারণ সেই সময় তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। তবে নিলামের সময়ে দীপক হুডা কিন্তু ক্যাপড। কারণ ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
আরও পড়ুন: শনিবারই IPL-এ ১০ দলের সুপারহিট নিলাম! কখন, কোন চ্যানেলে দেখা যাবে, জানুন
৫) নিলামের প্ৰথম দিনে ১৬১ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। দ্বিতীয় দিন একসঙ্গে ৪২৯ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে।
৬) প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে স্কোয়াডে ২৫ জন ক্রিকেটারদের স্লট পূরণ করতে হবে বরাদ্দ ৯০ কোটি পার্সের মধ্যে।
সবমিলিয়ে, ২২৯ জন ক্যাপড, ৩৫৪ জন আনক্যাপড প্লেয়ার সহ সহযোগী দেশের ৭ ক্রিকেটার নিলামে উঠবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন