Advertisment

IPL 2022 Auction Updates in Bengali: প্ৰথম দিনেই চমক ঈশান, চাহার, শ্রেয়স! কোটি কোটি উড়ল নিলামে

IPL 2022 Mega Auction highlights Updates: নিলামের প্ৰথম দিনে চারজন ফাস্ট বোলার ১০ কোটির বেশি অর্থ পেল। গতবারের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল আরসিবিতে গেলেন ১০.৭৫ কোটি টাকায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

১৫ কোটিতে ঈশান মুম্বইয়ে

IPL auction Highlights: নিলামের প্ৰথম দিনেই লাইমলাইট কেড়ে নিয়েছেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান। কেকেআর ১২.২৫ কোটি টাকায় শ্রেয়সকে কিনে নিয়েছে। অন্যদিকে, ঈশান কিষানকে সই করাতে রেকর্ড অর্থ খরচ করল মুম্বই। প্যাট কামিন্সকেও দাম কমিয়ে নিলামে কিনেছে কেকেআর। অন্যদিকে, গত আইপিএলের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল যে নিলামে দাম পাবেন, তা নিশ্চিতই ছিল। তাঁকে কিনেছে আরসিবি ১০.৭৫ কোটি টাকায়।

Advertisment

নিলামের প্ৰথম দিনে চমক দিল পেসাররা। নিলামের প্ৰথম দিনে চারজন ফাস্ট বোলার ১০ কোটির বেশি অর্থ পেল। গতবারের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল আরসিবিতে গেলেন ১০.৭৫ কোটি টাকায়। এরপরে সিএসকে নিজেদের ইতিহাসে সবথেকে বেশি খরচের নজির রেখে দীপক চাহারকে কেনে ১৪ কোটিতে। প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর যথাক্রমে ১০ এবং ১০.৭৫ কোটি পেয়ে গেলেন রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসে।

অবিক্রিত রয়ে গিয়েছেন স্টিভ স্মিথ, সুরেশ রায়না, সাকিব আল হাসান, ডেভিড মিলারদের মত তারকারা।

  • Feb 12, 2022 19:41 IST
    রাজস্থান রয়্যালসে চাহাল

    যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালসে বিক্রি হলেন ৬.৫০ কোটিতে। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। জাতীয় দলের অন্য স্পিনার রাহুল চাহারকে ৫.২৫ কোটি টাকা খরচ করে কিনে নিল পাঞ্জাব কিংস। কেকেআর থেকে রিলিজ হওয়া কুলদীপ যাদবকে ২ কোটি টাকায় নিল দিল্লি। নিলামে অবিক্রিত থাকলেন অমিত মিশ্র, আফগানিস্তানের মুজিব উর জাদরান, ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।



  • Feb 12, 2022 19:41 IST
    হ্যাজেলউড আরসিবিতে

    মুম্বই এবং আরসিবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে অস্ট্রেলিয়ান তারকা জস হ্যাজেলউড ৭.৭৫ কোটিতে যোগ দিচ্ছেন আরসিবিতে। ইংল্যান্ডের তারকা স্পিডস্টার মার্ক উড ৭.৫ কোটিতে গেলেন লখনৌয়ে। ভুবনেশ্বর কুমার পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদে এলেন ৪.২ কোটি টাকায়। সিএসকে ছেড়ে শার্দূল ঠাকুরের নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস। তারকার দর উঠল ১০.৭৫ কোটি টাকা।



  • Feb 12, 2022 19:06 IST
    কেকেআরে খেলা লকি ফার্গুসন এবার গুজরাটে

    ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন লকি ফার্গুসন। আরসিবি এবং গুজরাট লায়ন্সের মধ্যে বেশ ফাইট হওয়ার পরে টাইটান্স শিবির কিউয়ি অলরাউন্ডারকে কেনে ১০ কোটি টাকায়।



  • Feb 12, 2022 19:05 IST
    মিলিয়নেয়ার প্রসিদ্ধ কৃষ্ণ

    বেস প্রাইস ছিল মাত্র ১ কোটি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা তারকা রাজস্থান রয়্যালসে নাম লেখালেন ১০ কোটি টাকায়। এদিকে, উমেশ যাদব ২ কোটি টাকার বেস প্রাইস রেখেছিলেন। তিনি অবিক্রিত থাকলেন। সানরাইজার্স হায়দরাবাদ ৪ কোটিতে কিনল টি নটরাজনকে।



  • Feb 12, 2022 18:02 IST
    নিকোলাস পুরান হায়দরাবাদে

    মাত্র ২০ কোটি টাকা বেঁচে রয়েছে কেকেআরের হাতে। তা সত্ত্বেও নিকোলাস পুরানের জন্য ১০.৫ কোটি পর্যন্ত দর হাঁকল কেকেআর। শেষ পর্যন্ত অবশ্য সানরাইজার্স হায়দরাবাদ কেকেআরকে টেক্কা দিয়ে ১০.৭৫ কোটিতে কিনল ক্যারিবীয় তারকাকে।



  • Feb 12, 2022 18:01 IST
    অবিক্রিত ঋদ্ধিমান সাহা

    নিলামে এবার আর দল পেলেন না বাংলার ঋদ্ধিমান সাহা। একইভাবে ইংল্যান্ডের ব্যাটসম্যান স্যাম বিলিংসকে প্ৰথম রাউন্ডে কিনতে উৎসাহ দেখাল না কেউ।



  • Feb 12, 2022 18:00 IST
    আরসিবিতে কার্তিক

    নতুন ঠিকানা পেয়ে গেলেন দীনেশ কার্তিক। চার বছর কেকেআরে খেলার পরে কার্তিক এবার গেলেন আরসিবিতে। সিএসকেও কার্তিককে চেয়েছিল। তবে ৫.২৫-এর বেশি হাঁকেনি। শেষমেশ ৫.৫০ কোটিতে কার্তিক খেলবেন কোহলির সঙ্গে।



  • Feb 12, 2022 18:00 IST
    আরসিবিতে কার্তিক

    নতুন ঠিকানা পেয়ে গেলেন দীনেশ কার্তিক। চার বছর কেকেআরে খেলার পরে কার্তিক এবার গেলেন আরসিবিতে। সিএসকেও কার্তিককে চেয়েছিল। তবে ৫.২৫-এর বেশি হাঁকেনি। শেষমেশ ৫.৫০ কোটিতে কার্তিক খেলবেন কোহলির সঙ্গে।



  • Feb 12, 2022 17:22 IST
    মিচেল মার্শকে কিনল দিল্লি

    অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে ৬.৭৫ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। তবে অস্ট্রেলীয় উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড আবার নিলামে অবিক্রিত থাকলেন।



  • Feb 12, 2022 17:21 IST
    ক্রুনাল পান্ডিয়া লখনৌয়ে

    মুম্বই থেকে রিলিজ পাওয়ার পরে ক্রুনাল পান্ডিয়ার নতুন ঠিকানা হতে চলেছে লখনৌ সুপারজায়ান্টস। ৮.২৫ কোটি টাকায় তাঁকে কিনে নিল নয়া ফ্র্যাঞ্চাইজি। ৮.৭৫ কোটিতে ওয়াশিংটন সুন্দর এবার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১০.৭৫ কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবেন আরসিবিতে।



  • Feb 12, 2022 17:21 IST
    বেয়ারস্টো গেলেন পাঞ্জাবে

    হায়দরাবাদ ছেড়ে জনি বেয়ারস্টো এবার খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে। তিনি বিক্রি হলেন ৬.৭৫ কোটিতে। এদিকে, উথাপ্পার পরে নিজেদের প্লেয়ার আম্বাতি রায়ডুকেও ফেরাল সিএসকে। রায়ডুর দর উঠল ৬.৭৫ কোটি



  • Feb 12, 2022 16:46 IST
    ১৫ কোটিতে ঈশান কিষানকে ফেরাল মুম্বই

    ১৫ কোটিতে ঈশান কিষানকে ফেরাল মুম্বই। শ্রেয়স আইয়ার নন, দিনের সবথেকে বড় চমক হয়ে থাকলেন ঈশান কিষান। তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে রিলিজ করেও মুম্বই কিনল অবিশ্বাস্য দামে।



  • Feb 12, 2022 16:46 IST
    রেকর্ড ১৫.২৫ কোটি টাকায় ঈশান মুম্বইতে

    পাঞ্জাব এবং মুম্বইয়ের মধ্যে জোর লড়াই। তার পর যোগ দেয় গুজরাটও। হাড্ডাহাড্ডি দর হাঁকাহাঁকির পর রেকর্ড ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় ভারতীয়র দলের এমার্জিং স্টার ঈশান কিষাণকে রেখে দিল মুম্বই ইন্ডিয়ান্স। শ্রেয়াসকে টপকে গেলেন ভারতীয় ক্রিকেটার।



  • Feb 12, 2022 16:17 IST
    দীপক হুডার ঠিকানা লখনৌ

    দীপক হুডাকে পেতে ঝাঁপিয়েছিল সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ হাসি হাসে লখনৌ সুপার জায়ান্টস। কিংস ইলেভেনে একসঙ্গে খেলা কেএল রাহুলের নেতৃত্বেই খেলবেন তিনি। তিনি বিক্রি হলেন ৫.৭৫ কোটি টাকায়।



  • Feb 12, 2022 15:41 IST
    নয়া সঞ্চালক চারু শর্মা

    ফের শুরু হয়েছে নিলাম প্রক্রিয়া। সঞ্চালক হিউ এডমিডেস এখন কিছুটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর বদলে সঞ্চালনার দায়িত্বে এলেন চারু শর্মা।



  • Feb 12, 2022 15:40 IST
    জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন নিলামের সঞ্চালক হিউ এডমিডেস

    আইপিএলের মেগা নিলামের প্ৰথম দিনেই বেনজির বিপত্তি। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন নিলামের সঞ্চালক হিউ এডমিডেস। টানা চার বছর আইপিএলের নিলাম সামলাচ্ছেন হিউ এডমিডিস। সেই সময়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে নিলামের মঞ্চে তীব্র লড়াই চলছিল। হঠাৎ করেন জ্ঞান হারান সঞ্চালক।



  • Feb 12, 2022 14:44 IST
    অবিক্রিত সাকিব

    বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আনসোল্ড থাকলেন।



  • Feb 12, 2022 14:43 IST
    হর্ষল প্যাটেল আরসিবিতে

    নিজেদের গোলাপি টুপির মালিক হর্ষল প্যাটেলকে ১০.৭৫ কোটিতে কিনল আরসিবি। তারকা সিমারকে পাওয়ার লড়াইয়ে ছিল সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদ-ও। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার ৮.৭৫ কোটিতে যোগ দিলেন লখনৌ সুপারজায়ান্টসে।



  • Feb 12, 2022 14:05 IST
    নীতিশ রানার জন্য ৮ কোটি কেকেআরের

    নিজেদের ক্রিকেটারকেই ঘরে ফেরাল কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রীতিমত যুদ্ধ করে নীতিশ রানাকে ৮ কোটিতে কিনে নিল নাইট রাইডার্সরা। ঘটনাচক্রে, কেকেআরের আগে মুম্বইয়ের হয়েও অতীতে খেলেছেন রানা। শেষের দিকে রানাকে পেতে ইচ্ছুক ছিল লখনৌও।



  • Feb 12, 2022 14:04 IST
    সিএসকে-তে ফিরলেন ব্র্যাভো

    ৪.৪ কোটি টাকায় নিজের পুরোনো সংসার সিএসকেতে প্রত্যাবর্তন করলেন ব্র্যাভো। দিল্লিও ক্যারিবীয় তারকাকে পাওয়ার লড়াইয়ে ছিল।



  • Feb 12, 2022 13:46 IST
    আনসোল্ড স্মিথ, রায়না

    আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান সুরেশ রায়না নিলামে অবিক্রিত থাকলেন। কেউ কিনল না তাঁকে। একইভাবে স্টিভ স্মিথও দল।পেলেন না। এদিকে দেবদূত পাড়িক্কল ৭.৭৫ কোটিতে রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন।



  • Feb 12, 2022 13:46 IST
    জেসন রয় গুজরাট টাইটান্সে

    মাত্র ২ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যানকে কিনে নিল গুজরাট টাইটান্স। রবিন উথাপ্পা আবার নিজের বেস প্রাইস ২ কোটিতে যোগ দিলেন সিএসকেতে। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের ভালমত দাম উঠল। রাজস্থান রয়্যালস ৮.২৫ কোটিতে কিনল ক্যারিবিয়ান তারকাকে। এদিকে, ডেভিড মিলার দল পেলেন না।



  • Feb 12, 2022 13:42 IST
    প্যাট কামিন্স কেকেআরেই

    নিলামে নিজেদের তারকাকেই ৭.২৫ কোটিতে কিনে নিল কেকেআর। এসেজ জয়ী অধিনায়ক নিলামের টেবিলে উঠতেই বিড দেওয়া শুরু করে কেকেআর। গুজরাট টাইটান্স লড়াইয়ে যোগ দেয়। শেষমেশ কামিন্স কেকেআরে যোগ দিলেন ৭.২৫ কোটিতে।



  • Feb 12, 2022 13:41 IST
    ওয়ার্নার দিল্লিতে পন্টিংয়ের কোচিংয়ে

    ডেভিড ওয়ার্নারকে দিল্লি কিনে নিল ৬.২৫ কোটিতে। দিল্লিতে নেতা হতে পারবেন না। তবে ওয়ার্নারকে পেয়ে বেশ খুশি দিল্লি ফ্র্যাঞ্চাইজি।



  • Feb 12, 2022 13:41 IST
    ডিকক লখনৌয়ে

    দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক ৬.৭৫ কোটিতে লখনৌ সুপারজায়ান্টস দলে যোগ দিলেন। মুম্বই অদ্ভুতভাবে নিজেদের তারকাকে পাওয়ার কোনও চেষ্টাই করল না।



  • Feb 12, 2022 13:36 IST
    ডুপ্লেসিস এবার আরসিবিয়ন

    দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানকে ফের একবার নিজেদের ক্যাম্পে নিতে চেয়েছিল সিএসকে। ওপেনিং বিড-ও জমা দেয় তারা। তবে ৩ কোটির ওপর দাম উঠতেই সিএসকে হাল ছেড়ে দেয়। দিল্লিও পরে লড়াইয়ে নামে। তবে ক্যাপিটালস ৫ কোটির ওপর দর দিতে চায়নি। শেষমেশ আরসিবি-ই প্রোটিয়াজ সুপারস্টারকে কিনে নেয়।



  • Feb 12, 2022 13:34 IST
    ট্রেন্ট বোল্ট রাজস্থান রয়্যালসে

    ৮ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে কিনে নিল রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের সঙ্গে রাজস্থানের তীব্র নিলাম যুদ্ধ শুরু হয়েছিল, তবে শেষ হাসি হাসে রয়্যালসরা। আরসিবিও বোল্টকে পাওয়ার লড়াইয়ে ছিল। তবে ৫ কোটির ওপর দর উঠতেই রণে ভঙ্গ দেয় তারা।



  • Feb 12, 2022 13:33 IST
    শামি গুজরাট টাইটান্সে

    ৬.২৫ কোটিতে ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে তুলে নিল গুজরাট টাইটান্স।



  • Feb 12, 2022 13:32 IST
    ডুপ্লেসিকে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স

    নিলামে পিছিয়ে নেই রয়্যাল চ্যালেঞ্জার্সও। ৭ কোটিতে ডুপ্লেসিকে কিনে নিল ব্যাঙ্গালোর।



  • Feb 12, 2022 13:30 IST
    কাগিসো রাবাদা পাঞ্জাব কিংসে

    পাঞ্জাব কিংসের পার্স অনেক বড়। তা পুরোপুরি সদ্ব্যবহার করছে তারা। রাবাদাকে কেনার জন্য পাঞ্জাব কিংস ৯.২৫ কোটি টাকা খরচ করে বসল।



  • Feb 12, 2022 13:30 IST
    ৬.২৫ কোটিতে ওয়ার্নারকে তুলল দিল্লি

    ডেভিড ওয়ার্নারকে ৬.২৫ কোটি দিয়ে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।



  • Feb 12, 2022 12:54 IST
    শ্রেয়াস আইয়ারকে রেকর্ড দামে তুলল কেকেআর

    ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়াস আইয়ারকে তুলে নিল কেকেআর। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। রেকর্ড দামে তাঁকে নিল কলকাতা।



  • Feb 12, 2022 12:38 IST
    প্যাট কামিন্স কেকেআরেই

    নিলামে নিজেদের তারকাকেই ৭.২৫ কোটিতে কিনে নিল কেকেআর। এসেজ জয়ী অধিনায়ক নিলামের টেবিলে উঠতেই বিড দেওয়া শুরু করে কেকেআর। গুজরাট টাইটান্স লড়াইয়ে যোগ দেয়। শেষমেশ কামিন্স কেকেআরে যোগ দিলেন ৭.২৫ কোটিতে।



  • Feb 12, 2022 12:31 IST
    অশ্বিনকে তুলল রাজস্থান রয়্যালস

    নিলামের দ্বিতীয় প্লেয়ার হিসাবে রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান রয়্যালসে বিক্রি হলেন ৫ কোটিতে। বর্ষীয়ান স্পিনারের জন্য ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি-রাজস্থানের মধ্যে তীব্র নিলাম যুদ্ধ চলার পরে অশ্বিনকে তুলল রাজস্থান রয়্যালস।



  • Feb 12, 2022 12:30 IST
    পাঞ্জাব কিংসে ধাওয়ান

    রাজস্থান রয়্যালস শিখর ধাওয়ানের জন্য বিড শুরু করল। সঙ্গে যোগ দিল দিল্লি ক্যাপিটালসও। রাজস্থান এবং দিল্লি ধাওয়ানের জন্য দর ৫ কোটি পার করিয়ে দিল। শেষমেশ ধাওয়ানের পাওয়ার দৌড়ে নাম লেখাল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস তারকা ওপেনারকে কিনল ৮.২৫ কোটিতে।



  • Feb 12, 2022 11:34 IST
    কিছুক্ষণ পরই শুরু হবে মেগা নিলাম

    নিলামের মঞ্চ প্রস্তুত, আর কিছুক্ষণ পরই শুরু হবে মেগা নিলাম।



  • Feb 12, 2022 11:34 IST
    কিছুক্ষণ পরই শুরু হবে মেগা নিলাম

    নিলামের মঞ্চ প্রস্তুত, আর কিছুক্ষণ পরই শুরু হবে মেগা নিলাম।



  • Feb 12, 2022 11:18 IST
    আইপিএলের বর্তমান স্কোয়াড

    আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি- হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, রশিদ খান

    কেকেআর- আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার

    সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক

    আরসিবি- বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ

    রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সোয়াল

    পাঞ্জাব কিংস- অর্শদীপ সিং, মায়াঙ্ক আগারওয়াল

    মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, কায়রন পোলার্ড এবং সূর্যকুমার যাদব

    লখনৌ সুপার জায়ান্টস- কেএল রাহুল, মার্কাস স্টোইনিস এবং রবি বিষ্ণোই

    দিল্লি ক্যাপিটালস- ঋষভ পন্থ, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, আনরিখ নর্জে



  • Feb 12, 2022 11:04 IST
    টিম আহমেদাবাদ

    টিম আহমেদাবাদ: হাতে রয়েছে ৫২ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি



  • Feb 12, 2022 11:04 IST
    সানরাইজার্স হায়দরাবাদ

    সানরাইজার্স হায়দরাবাদ: হাতে রয়েছে ৬৮ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি



  • Feb 12, 2022 11:03 IST
    আরসিবি

    আরসিবি: হাতে রয়েছে ৫৭ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি



  • Feb 12, 2022 11:02 IST
    রাজস্থান রয়্যালস

    রাজস্থান রয়্যালস: হাতে রয়েছে ৬২ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি



  • Feb 12, 2022 11:02 IST
    পাঞ্জাব কিংস

    পাঞ্জাব কিংস: হাতে রয়েছে ৭২ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২৩টি



  • Feb 12, 2022 11:02 IST
    লখনউ সুপার জায়ান্টস

    লখনউ সুপার জায়ান্টস: হাতে রয়েছে ৫৯ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২২টি



  • Feb 12, 2022 11:01 IST
    মুম্বই ইন্ডিয়ান্স

    মুম্বই ইন্ডিয়ান্স: হাতে রয়েছে ৪৮ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২১টি



  • Feb 12, 2022 11:01 IST
    কেকেআর

    কেকেআর: হাতে রয়েছে ৪৮ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২১টি



  • Feb 12, 2022 11:00 IST
    দিল্লি ক্যাপিটালস

    দিল্লি ক্যাপিটালস: হাতে রয়েছে ৪৭.৫ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২১টি



  • Feb 12, 2022 11:00 IST
    চেন্নাই সুপারকিংস

    চেন্নাই সুপারকিংস: হাতে রয়েছে ৪৮ কোটি, ফাঁকা প্লেয়ারদের স্লট ২১টি



  • Feb 12, 2022 10:23 IST
    সর্বাধিক ২ জন বিদেশি ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ

    বর্তমানের আট দলকে দুজন করে বিদেশি ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও নয়া দুই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে অপশন ছিল তিনজনদের ড্রাফটিংয়ের মধ্যে মাত্র একজন বিদেশিকে বাছাই করার। এই মুহূর্তে একমাত্র কেকেআর স্কোয়াডে রয়েছে সর্বোচ্চ দুই বিদেশি। পাঞ্জাব কিংস আবার একজন বিদেশিকেও স্কোয়াডে রাখেনি।



  • Feb 12, 2022 10:21 IST
    সর্বাধিক ২ কোটি টাকা বেস প্রাইস

    ক্রিকেটাররা নিলামে সর্বাধিক ২ কোটি টাকা নিজেদের বেস প্রাইস বাছতে পারেন। জাতীয় দলের হয়ে একটাও ম্যাচ না খেলা ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস হতে পারে ৪০ লক্ষ। নিলামের নূন্যতম বেস প্রাইস ২০ লক্ষ টাকা।



IPL Kings XI Punjab KKR Sunrisers Hyderabad Rajasthan Royals RCB BCCI CSK Mumbai Indians
Advertisment