IPL auction Highlights: নিলামের প্ৰথম দিনেই লাইমলাইট কেড়ে নিয়েছেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান। কেকেআর ১২.২৫ কোটি টাকায় শ্রেয়সকে কিনে নিয়েছে। অন্যদিকে, ঈশান কিষানকে সই করাতে রেকর্ড অর্থ খরচ করল মুম্বই। প্যাট কামিন্সকেও দাম কমিয়ে নিলামে কিনেছে কেকেআর। অন্যদিকে, গত আইপিএলের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল যে নিলামে দাম পাবেন, তা নিশ্চিতই ছিল। তাঁকে কিনেছে আরসিবি ১০.৭৫ কোটি টাকায়।
নিলামের প্ৰথম দিনে চমক দিল পেসাররা। নিলামের প্ৰথম দিনে চারজন ফাস্ট বোলার ১০ কোটির বেশি অর্থ পেল। গতবারের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল আরসিবিতে গেলেন ১০.৭৫ কোটি টাকায়। এরপরে সিএসকে নিজেদের ইতিহাসে সবথেকে বেশি খরচের নজির রেখে দীপক চাহারকে কেনে ১৪ কোটিতে। প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর যথাক্রমে ১০ এবং ১০.৭৫ কোটি পেয়ে গেলেন রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসে।
অবিক্রিত রয়ে গিয়েছেন স্টিভ স্মিথ, সুরেশ রায়না, সাকিব আল হাসান, ডেভিড মিলারদের মত তারকারা।
যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালসে বিক্রি হলেন ৬.৫০ কোটিতে। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। জাতীয় দলের অন্য স্পিনার রাহুল চাহারকে ৫.২৫ কোটি টাকা খরচ করে কিনে নিল পাঞ্জাব কিংস। কেকেআর থেকে রিলিজ হওয়া কুলদীপ যাদবকে ২ কোটি টাকায় নিল দিল্লি। নিলামে অবিক্রিত থাকলেন অমিত মিশ্র, আফগানিস্তানের মুজিব উর জাদরান, ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।
মুম্বই এবং আরসিবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে অস্ট্রেলিয়ান তারকা জস হ্যাজেলউড ৭.৭৫ কোটিতে যোগ দিচ্ছেন আরসিবিতে। ইংল্যান্ডের তারকা স্পিডস্টার মার্ক উড ৭.৫ কোটিতে গেলেন লখনৌয়ে। ভুবনেশ্বর কুমার পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদে এলেন ৪.২ কোটি টাকায়। সিএসকে ছেড়ে শার্দূল ঠাকুরের নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস। তারকার দর উঠল ১০.৭৫ কোটি টাকা।
২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন লকি ফার্গুসন। আরসিবি এবং গুজরাট লায়ন্সের মধ্যে বেশ ফাইট হওয়ার পরে টাইটান্স শিবির কিউয়ি অলরাউন্ডারকে কেনে ১০ কোটি টাকায়।
বেস প্রাইস ছিল মাত্র ১ কোটি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা তারকা রাজস্থান রয়্যালসে নাম লেখালেন ১০ কোটি টাকায়। এদিকে, উমেশ যাদব ২ কোটি টাকার বেস প্রাইস রেখেছিলেন। তিনি অবিক্রিত থাকলেন। সানরাইজার্স হায়দরাবাদ ৪ কোটিতে কিনল টি নটরাজনকে।
মাত্র ২০ কোটি টাকা বেঁচে রয়েছে কেকেআরের হাতে। তা সত্ত্বেও নিকোলাস পুরানের জন্য ১০.৫ কোটি পর্যন্ত দর হাঁকল কেকেআর। শেষ পর্যন্ত অবশ্য সানরাইজার্স হায়দরাবাদ কেকেআরকে টেক্কা দিয়ে ১০.৭৫ কোটিতে কিনল ক্যারিবীয় তারকাকে।
নিলামে এবার আর দল পেলেন না বাংলার ঋদ্ধিমান সাহা। একইভাবে ইংল্যান্ডের ব্যাটসম্যান স্যাম বিলিংসকে প্ৰথম রাউন্ডে কিনতে উৎসাহ দেখাল না কেউ।
নতুন ঠিকানা পেয়ে গেলেন দীনেশ কার্তিক। চার বছর কেকেআরে খেলার পরে কার্তিক এবার গেলেন আরসিবিতে। সিএসকেও কার্তিককে চেয়েছিল। তবে ৫.২৫-এর বেশি হাঁকেনি। শেষমেশ ৫.৫০ কোটিতে কার্তিক খেলবেন কোহলির সঙ্গে।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে ৬.৭৫ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। তবে অস্ট্রেলীয় উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড আবার নিলামে অবিক্রিত থাকলেন।
মুম্বই থেকে রিলিজ পাওয়ার পরে ক্রুনাল পান্ডিয়ার নতুন ঠিকানা হতে চলেছে লখনৌ সুপারজায়ান্টস। ৮.২৫ কোটি টাকায় তাঁকে কিনে নিল নয়া ফ্র্যাঞ্চাইজি। ৮.৭৫ কোটিতে ওয়াশিংটন সুন্দর এবার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১০.৭৫ কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবেন আরসিবিতে।
হায়দরাবাদ ছেড়ে জনি বেয়ারস্টো এবার খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে। তিনি বিক্রি হলেন ৬.৭৫ কোটিতে। এদিকে, উথাপ্পার পরে নিজেদের প্লেয়ার আম্বাতি রায়ডুকেও ফেরাল সিএসকে। রায়ডুর দর উঠল ৬.৭৫ কোটি
১৫ কোটিতে ঈশান কিষানকে ফেরাল মুম্বই। শ্রেয়স আইয়ার নন, দিনের সবথেকে বড় চমক হয়ে থাকলেন ঈশান কিষান। তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে রিলিজ করেও মুম্বই কিনল অবিশ্বাস্য দামে।
পাঞ্জাব এবং মুম্বইয়ের মধ্যে জোর লড়াই। তার পর যোগ দেয় গুজরাটও। হাড্ডাহাড্ডি দর হাঁকাহাঁকির পর রেকর্ড ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় ভারতীয়র দলের এমার্জিং স্টার ঈশান কিষাণকে রেখে দিল মুম্বই ইন্ডিয়ান্স। শ্রেয়াসকে টপকে গেলেন ভারতীয় ক্রিকেটার।
দীপক হুডাকে পেতে ঝাঁপিয়েছিল সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ হাসি হাসে লখনৌ সুপার জায়ান্টস। কিংস ইলেভেনে একসঙ্গে খেলা কেএল রাহুলের নেতৃত্বেই খেলবেন তিনি। তিনি বিক্রি হলেন ৫.৭৫ কোটি টাকায়।
ফের শুরু হয়েছে নিলাম প্রক্রিয়া। সঞ্চালক হিউ এডমিডেস এখন কিছুটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর বদলে সঞ্চালনার দায়িত্বে এলেন চারু শর্মা।
আইপিএলের মেগা নিলামের প্ৰথম দিনেই বেনজির বিপত্তি। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন নিলামের সঞ্চালক হিউ এডমিডেস। টানা চার বছর আইপিএলের নিলাম সামলাচ্ছেন হিউ এডমিডিস। সেই সময়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে নিলামের মঞ্চে তীব্র লড়াই চলছিল। হঠাৎ করেন জ্ঞান হারান সঞ্চালক।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আনসোল্ড থাকলেন।
নিজেদের গোলাপি টুপির মালিক হর্ষল প্যাটেলকে ১০.৭৫ কোটিতে কিনল আরসিবি। তারকা সিমারকে পাওয়ার লড়াইয়ে ছিল সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদ-ও। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার ৮.৭৫ কোটিতে যোগ দিলেন লখনৌ সুপারজায়ান্টসে।
নিজেদের ক্রিকেটারকেই ঘরে ফেরাল কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রীতিমত যুদ্ধ করে নীতিশ রানাকে ৮ কোটিতে কিনে নিল নাইট রাইডার্সরা। ঘটনাচক্রে, কেকেআরের আগে মুম্বইয়ের হয়েও অতীতে খেলেছেন রানা। শেষের দিকে রানাকে পেতে ইচ্ছুক ছিল লখনৌও।
৪.৪ কোটি টাকায় নিজের পুরোনো সংসার সিএসকেতে প্রত্যাবর্তন করলেন ব্র্যাভো। দিল্লিও ক্যারিবীয় তারকাকে পাওয়ার লড়াইয়ে ছিল।
আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান সুরেশ রায়না নিলামে অবিক্রিত থাকলেন। কেউ কিনল না তাঁকে। একইভাবে স্টিভ স্মিথও দল।পেলেন না। এদিকে দেবদূত পাড়িক্কল ৭.৭৫ কোটিতে রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন।
মাত্র ২ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যানকে কিনে নিল গুজরাট টাইটান্স। রবিন উথাপ্পা আবার নিজের বেস প্রাইস ২ কোটিতে যোগ দিলেন সিএসকেতে। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের ভালমত দাম উঠল। রাজস্থান রয়্যালস ৮.২৫ কোটিতে কিনল ক্যারিবিয়ান তারকাকে। এদিকে, ডেভিড মিলার দল পেলেন না।
ডেভিড ওয়ার্নারকে দিল্লি কিনে নিল ৬.২৫ কোটিতে। দিল্লিতে নেতা হতে পারবেন না। তবে ওয়ার্নারকে পেয়ে বেশ খুশি দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক ৬.৭৫ কোটিতে লখনৌ সুপারজায়ান্টস দলে যোগ দিলেন। মুম্বই অদ্ভুতভাবে নিজেদের তারকাকে পাওয়ার কোনও চেষ্টাই করল না।
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানকে ফের একবার নিজেদের ক্যাম্পে নিতে চেয়েছিল সিএসকে। ওপেনিং বিড-ও জমা দেয় তারা। তবে ৩ কোটির ওপর দাম উঠতেই সিএসকে হাল ছেড়ে দেয়। দিল্লিও পরে লড়াইয়ে নামে। তবে ক্যাপিটালস ৫ কোটির ওপর দর দিতে চায়নি। শেষমেশ আরসিবি-ই প্রোটিয়াজ সুপারস্টারকে কিনে নেয়।
৮ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে কিনে নিল রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের সঙ্গে রাজস্থানের তীব্র নিলাম যুদ্ধ শুরু হয়েছিল, তবে শেষ হাসি হাসে রয়্যালসরা। আরসিবিও বোল্টকে পাওয়ার লড়াইয়ে ছিল। তবে ৫ কোটির ওপর দর উঠতেই রণে ভঙ্গ দেয় তারা।
𝐁𝐎𝐔𝐋𝐓 and beautiful ⚡️#BoultIsARoyal | #RoyalsFamily | #TATAIPLAuction pic.twitter.com/unk4xzXBFq
— Rajasthan Royals (@rajasthanroyals) February 12, 2022
৬.২৫ কোটিতে ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে তুলে নিল গুজরাট টাইটান্স।
নিলামে পিছিয়ে নেই রয়্যাল চ্যালেঞ্জার্সও। ৭ কোটিতে ডুপ্লেসিকে কিনে নিল ব্যাঙ্গালোর।
পাঞ্জাব কিংসের পার্স অনেক বড়। তা পুরোপুরি সদ্ব্যবহার করছে তারা। রাবাদাকে কেনার জন্য পাঞ্জাব কিংস ৯.২৫ কোটি টাকা খরচ করে বসল।
ডেভিড ওয়ার্নারকে ৬.২৫ কোটি দিয়ে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়াস আইয়ারকে তুলে নিল কেকেআর। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। রেকর্ড দামে তাঁকে নিল কলকাতা।