Advertisment

ipl auction 2022 highlights updates in bengali: নিলাম শেষ করলেন হিউ এডমিডিস

IPL 2022 Mega Auction highlights Updates: এই প্ৰথমবার টুর্নামেন্টের ইতিহাসে অবিক্রিত থেকে বিদায় নেবেন রায়না। এই নিয়ে কেরিয়ারের দ্বিতীয় বার গোটা মরশুমে দেখতে পাওয়া যাবে না তাঁকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2022 Auction

আইপিএল-এর মেগা নিলামের মঞ্চ প্রস্তুত। ছবি- IPL

IPL Auction Live: প্ৰথম দিনে নজর কেড়ে নিয়েছিলেন ঈশান কিষান। দ্বিতীয় দিনের নিলামে বিশাল অর্থে আইপিএলে নজির গড়লেন লিয়াম লিভিংস্টোন। অবিক্রিতদের তালিকায় রয়ে গেলেন পূজারা-রায়নারা। কেকেআর শেষদিকে পরপর কিনল হেলস, বিলিংস এবং সাউদিকে। অর্জুন তেন্ডুলকরকে পুনরায় সই করলো মুম্বই ইন্ডিয়ান্স।

  • Feb 13, 2022 20:19 IST
    শেষ মুহূর্তে ঝাঁপাল কেকেআর

    অবিক্রিত তারকাদের মধ্যে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হেলস এবং স্যাম বিলিংসকে নিল কেকেআর। লুঙ্গি এনগিদির ঠিকানা দিল্লি ক্যাপিটালস, করণ শর্মা আরসিবিতে, কুলদীপ সেন রাজস্থান রয়্যালসে। ক্রিস জর্ডন ৩.৬০ কোটিতে নাম লেখালেন সিএসকেতে। ম্যাথু ওয়েড, ডেভিড মিলার এবং ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটান্স দলে গেলেন। নিশাম অবিক্রিতই।



  • Feb 13, 2022 20:00 IST
    রায়না নেই আইপিএলে

    নিলামের শেষ রাউন্ডে যে তারকাদের নিলাম করা হবে, তাতে নাম নেই রায়নার। অর্থাৎ প্ৰথম রাউন্ডে অবিক্রিতদের মধ্যে ফাইনাল রাউন্ডের বাছাইয়ে তাঁকে নিতে উৎসাহী নয় কোনও তারকা। কেরিয়ার খতম রায়নার।



  • Feb 13, 2022 19:11 IST
    কেকেআরে ইন্দ্রজিৎ

    বাবা ইন্দ্রজিৎকে, অশোক শর্মা এবং প্ৰথম সিংকে সই করালো কেকেআর। বাংলার ঋত্বিক চট্টোপাধ্যায় গেলেন পাঞ্জাবে। অনিশ্বর গৌতম আরসিবিতে, অংশ প্যাটেল এবং বলজিৎ ধান্দা পাঞ্জাবে, মহম্মদ আর্শাদ খান মুম্বইয়ে, সৌরভ দুবে হায়দরাবাদে।



  • Feb 13, 2022 19:09 IST
    আনসোল্ড

    অতীত শেঠ, ডেভিড ওয়াইজ, সৌরভ কুমার, শামস মুলানি, ধ্রুব প্যাটেল, বেনি হাওয়েল, হেডেন কের, কেনার লিউস, সুশান্ত মিশ্র



  • Feb 13, 2022 17:57 IST
    মেরেডিথ মুম্বইয়ে

    ১ কোটি টাকায় রিলি মেরেডিথকে কিনে নিল মুম্বই। শ্যন এবট সানরাইজার্স হায়দরাবাদে খেলবেন ২.৪ কোটি টাকায়। ওয়েস্ট ইন্ডিজ তারকা আলজারি জোসেফ নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স জার্সিতে খেলবেন ২.৪ কোটিতে।



  • Feb 13, 2022 17:33 IST
    টিম ডেভিড মুম্বইয়ে

    অজি বংশোদ্ভূত সিঙ্গাপুরের হার্ড হিটার টিম ডেভিড নিলামে ৮.২৫ কোটি দাম পেলেন। তাঁর সঙ্গেই টাইমাল মিলসকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। মিলনে সিএসকেতে গেলেন। তিনি সিএসকেতে যোগ দিচ্ছেন মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েদের সঙ্গে।



  • Feb 13, 2022 17:31 IST
    কেকেআরে রসিক

    রসিক সালাম দারকে ২০ লক্ষে কিনল নাইটরা। বৈভব অরোরা ২ কোটির বিনিময়ে যোগ দিলেন পাঞ্জাব কিংসে। সিএসকে আবার প্রশান্ত সোলাঙ্কির জন্য খরচ করল ১.২ কোটি টাকা।



  • Feb 13, 2022 17:30 IST
    আনসোল্ড

    সাই সুদর্শন, অথর্ব তাইডে, রমনদীপ সিং, প্রশান্ত চোপড়া, ধ্রুব জুড়েল, আরিয়ান জুয়েল, মায়াঙ্ক যাদব, টেজস বরোকা, পঙ্কজ জয়সোয়াল, মহসিন খান, যুবরাজ চুদাসমা



  • Feb 13, 2022 16:51 IST
    ৮ কোটিতে জোফ্রে আর্চার মুম্বইয়ে

    মুম্বইয়ের পেস বিভাগ ফের একবার সাড়া ফেলতে চলেছে। বুমরার সতীর্থ হিসাবে দেখা যাবে ইংরেজ স্পিডগান জোফ্রে আর্চারকে। নিলামের দ্বিতীয় দিনে বড়সড় চমক দিল মুম্বই। যদিও জোফ্রে আর্চারকে গোটা টুর্নামেন্টে পাওয়া নিয়ে সংশয় রয়েছে



  • Feb 13, 2022 15:54 IST
    রাজ বাওয়া পাঞ্জাবে

    যুব বিশ্বকাপ জয়ী দলের অলরাউন্ডার রাজ বাওয়া পাঞ্জাব কিংসে বিক্রি হলেন ২.২০ কোটিতে। ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচকে তুলে নিয়ে বড়সড় চমক দিল পাঞ্জাব। মহারাষ্ট্রের অলরাউন্ডার রাজবর্ধন হাঙরেকর ১.৫০ কোটিতে এলেন সিএসকে পরিবারে। সঞ্জয় যাদবকে মুম্বই কিনলেও অবিক্রিত থাকলেন যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ভিকি অষ্টয়াল।



  • Feb 13, 2022 15:51 IST
    কেকেআরে অনুকূল

    সুপার সাব হিসাবে ক্রিকেট মহলে পরিচিতি রয়েছে অনুকূল রায়ের। তিনি ২০ লক্ষ টাকায় এলেন নাইটদের শিবিরে। রাজস্থানের অলরাউন্ডার মহিপাল লোমরোরকে আরসিবি সই করালো ৯৫ লাখে। তিলক ভার্মার ঠিকানা হল মুম্বই ইন্ডিয়ান্স।



  • Feb 13, 2022 15:49 IST
    যশ ধুল দিল্লিতে

    যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধুল দিল্লি ক্যাপিটালসে নাম লেখালেন মাত্র ৫০ লক্ষয়। সেই সঙ্গে রিপল প্যাটেল ক্যাপিটালসে এলেন ২০ লক্ষ টাকায়। হায়দরাবাদকে টেক্কা দিয়ে দিল্লি তুলে নিল অলরাউন্ডার ললিত যাদবকেও। ৬৫ লাখে।



  • Feb 13, 2022 14:22 IST
    মায়াঙ্ক মুম্বইয়ে

    পাঞ্জাবের লেগস্পিনার মায়াঙ্ক মারকাণ্ডেকে মাত্র ৬৫ লাখ খরচ করে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। জয়দেব উনাদকাটও কম দাম পেলেন মুম্বই ইন্ডিয়ান্সে, মাত্র ১.৩০ কোটি। বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ গেলেন লখনৌ সুপার জায়ান্টসে। রিঙ্কু সিং ফিরে এলেন কেকেআরে।



  • Feb 13, 2022 14:18 IST
    ইশান্ত, এনগিডি, কটরেল আনসোল্ড

    ইশান্ত শর্মা তো বটেই কোনও দল উৎসাহ দেখাল না দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, ক্যারিবিয়ান সেলডন কটরেলকে কেনার জন্য। শ্রীলঙ্কার স্পিডস্টার দুষ্মন্ত চামিরাকে ২ কোটিতে কিনল লখনৌ। অবিশ্বাস্যভাবে নাথান কুইলটার নাইলও অবিক্রিত থাকলেন।



  • Feb 13, 2022 14:17 IST
    ইশান্ত, এনগিডি, কটরেল আনসোল্ড

    ইশান্ত শর্মা তো বটেই কোনও দল উৎসাহ দেখাল না দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, ক্যারিবিয়ান সেলডন কটরেলকে কেনার জন্য। শ্রীলঙ্কার স্পিডস্টার দুষ্মন্ত চামিরাকে ২ কোটিতে কিনল লখনৌ। অবিশ্বাস্যভাবে নাথান কুইলটার নাইলও অবিক্রিত থাকলেন।



  • Feb 13, 2022 14:15 IST
    শিবম দুবে ৩.৪০ কোটিতে সিএসকিয়ান

    মুম্বইয়ের তারকা অলরাউন্ডারকে ৩.৪০ কোটি খরচ করে কিনল ধোনির সিএসকে। গত মরশুমে ৯.২৫ কোটি দর ওঠা কৃষ্ণাপ্পা গৌতমের দাম এবার বেশি উঠল না। মাত্র ৯০ লাখে তাঁকে কিনল লখনৌ। সানরাইজার্স হায়দরাবাদে খেলা বাঁ হাতি সিমার খলিল আহমেদকে ৫.২৫ কোটি খরচ করে কিনল দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে চেতন সাকারিয়াকেও নিয়ে নিল ক্যাপিটালস ৪.২০ কোটিতে।



  • Feb 13, 2022 14:10 IST
    জ্যানসেন-বুমরা রিইউনিয়ন হল না

    ৪.২ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে খেলা জ্যানসেন চলে গেলেন সানরাইজার্স হায়দরাবাদে। মুম্বই নিজেদের তারকাকে ধরে রাখতে সেভাবে সচেষ্ট হল না। এদিকে, পাঞ্জাব কিংস ৬ কোটি খরচ করে কিনল অডিয়ন স্মিথকে।



  • Feb 13, 2022 13:12 IST
    ডমিনিক ড্রেকস গুজরাটের

    ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি সিম বোলার ডমিনিক ড্রেকস যোগ দিচ্ছেন গুজরাটে। ১.১০ কোটিতে ক্যারিবীয় তারকার এন্ট্রি হল আইপিএলে। ড্রেকসের সঙ্গে জাতীয় দলের অফস্পিনার জয়ন্ত যাদব এবং বিজয় শঙ্করকে নিল গুজরাট যথাক্রমে ১.৭ এবং ১.৪ কোটিতে। এদিকে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম এবং ইংল্যান্ডের ডেথ ওভার স্পেশালিস্ট ক্রিস জর্ডন নিলামে অবিক্রিত থাকলেন।



  • Feb 13, 2022 12:59 IST
    লিভিংস্টোনের দাম ১১.৫০ কোটি!

    তীব্র লড়াইয়ের পর ইংল্যান্ডের হার্ড হিটার লিয়াম লিভিংস্টোনের দাম উঠে গেল ১১.৫০ কোটিতে। প্ৰথমে লড়াই শুরু করে পাঞ্জাব এবং কলকাতা। ৭ কোটির ওপর দাম উঠতেই লড়াইয়ে যোগ দেয় গুজরাট টাইটান্স। কেকেআর সরে এলেও পাঞ্জাব এবং গুজরাট কেউই লিভিংস্টোনকে হারাতে চাইছিল না। ১০ কোটির ওপরে লিভিংস্টোনের দাম উঠতেই ঝাঁপিয়ে পড়ে হায়দরাবাদও। তবে শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস ১১.৫০ কোটিতে নিয়ে নেয় লিভিংস্টোনকে।



  • Feb 13, 2022 12:35 IST
    মনদীপ সিং দিল্লিতে

    ১.১ কোটিতে মনদীপ সিং যোগ দিচ্ছেন দিল্লি ক্যাপিটালস দলে। মনদীপকে পাওয়ার জন্য লড়াইয়ে ছিল লখনৌ সুপার জায়ান্টসও। তবে শেষমেশ ১.১ কোটিতে ডিল সম্পন্ন করে দিল্লি।



  • Feb 13, 2022 12:34 IST
    অবিক্রিত একের পর এক তারকা

    ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান যেমন অবিক্রিত থাকলেন, তেমন দল না পাওয়াদের তালিকায় নাম লেখালেন মার্নাস লাবুশানে, ইয়ন মর্গ্যান, ফিঞ্চ, সৌরভ তিওয়ারি এবং চেতেশ্বর পূজারা।



  • Feb 13, 2022 12:24 IST
    রাহানে কলকাতায়

    অজিঙ্কা রাহানে নিজের বেস প্রাইস ১ কোটি টাকায় যোগ দিলেন কেকেআরে। প্ৰথম বিডেই রাহানেকে তুলে নেয় নাইটরা।



  • Feb 13, 2022 12:23 IST
    মারক্রাম সানরাইজার্স হায়দরাবাদে

    ২.৬০ কোটিতে মারক্রাম যোগ দিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। প্ৰথম দিনে তীব্র লড়াইয়ের পর ফ্র্যাঞ্চাইজিরা দ্বিতীয় দিনে ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে। যাইহোক, মারক্রামের বেস প্রাইস ছিল ১ কোটি। পাঞ্জাব বিডিং শুরু করার পরে লড়াইয়ে নামে হায়দরাবাদ। মুম্বই দেরিতে এসেও নিজেদের সরিয়ে নেয়।



  • Feb 13, 2022 12:21 IST
    দ্বিতীয় দিনের সঞ্চালকও চারু শর্মা

    প্ৰথম দিনের মত দ্বিতীয় দিনেও নিলামের পরিচালনা করবেন চারু শর্মা। হিউ এডমিডিস এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এক ভিডিও বার্তায় জানিয়েছেন, "আমি সুস্থ। তবে মনে হচ্ছে নিলামে নিজেকে পুরোপুরি ১০০ শতাংশ দিতে পারব না।"



IPL Kings XI Punjab KKR Sunrisers Hyderabad Rajasthan Royals RCB BCCI CSK Mumbai Indians Delhi Capitals
Advertisment