Advertisment

IPL Auction 2024 Highlights: সুপার হিট স্টার্ক-কামিন্স! বিশ্বজয়ী হয়েও দল পেলেন না স্মিথ-হ্যাজেলউড

IPL Auction 2024 Date and Time, CSK, LSG, GT, RR, MI, KKR, SRH, KXIP, DD, RCB Team 2024 Players List Highlights: অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের ফাস্ট বোলার মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন। বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক প্যাট কামিন্স ২০.৫০ কোটি টাকায় যোগ দিলেন সানরাইজার্স হায়দরাবাদে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024 Auction Live Streaming,IPL Auction 2024,IPL Auction 2024 Date Time

IPL Auction 2024 Date and Time: দুবাইয়ে বসেছে নিলামের আসর

IPL Auction 2024 Date and Time, Players List Highlights: একঘণ্টার মধ্যে ভাঙল ইতিহাস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি মিচেল স্টার্ক।

Advertisment

২৪.৭৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২০.৫০ কোটি টাকায় কেনে হায়দরাবাদ সানরাইজার্স (এসআরএইচ)। তিনি ছিলেন সবচেয়ে দামি। সেই রেকর্ডই একঘণ্টার মধ্যে ভেঙে গেল।

প্রতিক্রিয়ায় কামিন্স বুঝিয়ে দিলেন, তিনি হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন।

চেন্নাই সুপার কিংসে ১৪ কোটি টাকায় গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল।

আলজারি জোসেফকে ১১.৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হর্ষল প্যাটেল পাঞ্জাব কিংসে গেলেন ১১.৭৫ কোটি টাকায়। উমেশ যাদবকে ৫.৮ কোটি টাকায় কিনল গুজরাট টাইটানস।

ফাইনালে ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলা ট্র্যাভিস হেডের জন্য লড়াইয়ে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত প্রবল দাম কষাকষির পর হেডকে তুলল হায়দরাবাদ, ৬.৮ কোটিতে। রভম্যান পাওয়েল এবং হ্যারি ব্রুক আইপিএলে তাঁদের ধারাবাহিক পারফরম্যান্স মেলে ধরতে পারেননি। দিল্লি, হায়দরাবাদে ছাপ ফেলতে না পারলেও আন্তর্জাতিক ময়দানে তাঁরা বেশ ভালো পারফর্ম করেছেন। দুজনেই বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটসম্যান। নিলামে দুজনের ভালো দাম না পাওয়াটা মোটেই আশ্চর্যের নয়। রাজস্থান রয়্যালস রোভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল। হ্যারি ব্রুককে ৪ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

publive-image
মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স যথাক্রমে ২৪.৭৫ কোটি এবং ২০.৫০ কোটি টাকায় বিক্রি হয়েছেন।

সানরাইজার্স হায়দ্রাবাদের ওয়ানিন্দু হাসারাঙ্গা গেলেন ১.৫ কোটি টাকায়। রচিন রবীন্দ্র চেন্নাই সুপার কিংসে গেলেন ১.৮ কোটি টাকায়। শার্দুল ঠাকুর চেন্নাই সুপার কিংসে ফিরলেন ৪ কোটি টাকায়। শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কা মুম্বই ইন্ডিয়ানসের কাছে ৪.৬ কোটি টাকায় বিক্রি হয়েছেন। ভারতের জে উনাদকাট সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ১.৬০ কোটি টাকায় বিক্রি হয়েছেন।

প্ৰথম রাউন্ডে অবিক্রিত ছিলেন স্টিভ স্মিথ, করুণ নায়ার, রিলি রসৌ, মনীশ পাণ্ডে। দ্বিতীয় রাউন্ডে অবিক্রিত থাকলেন- ফিল সল্ট জোশ ইঙ্গলিস, কুশল মেন্ডিস, লকি ফার্গুসন, জোশ হ্যাজেলউড, ওয়াকার সালামখাইল, আদিল রশিদ, আকেল হোসেন, ইশা সোধি, তাবরেজ শামসি, মুজিবুর রহমান।

নতুন করে দল গুছিয়ে নিতে মাঠে নেমেছে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি। দুবাইতে বসছে এবারের মেগা নিলামের আসর। ভারতের বাইরে নিলামের আসর এবারেই প্রথম। ৭৭টি শূন্যস্থান পূরণের জন্য নিলামের দাঁড়িপাল্লায় উঠছেন ৩৩৩ জন ক্রিকেটার। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিরা বেছে নেবে ৩০ জন বিদেশিকে। আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলে খেলা (ক্যাপড) ক্রিকেটার রয়েছেন ১১৬ জন। জাতীয় দলে কখনও না-খেলা ক্রিকেটারের (আনক্যাপড) সংখ্যা ২১৫ জন।

গুজরাটের হাতে নিলামে সবথেকে বেশি অর্থ- ৩৮.১৫ কোটি। এরপরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (৩৪ কোটি), কেকেআর (৩২.৭ কোটি) এবং সিএসকে (৩১.৪ কোটি)। পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির পার্সে রয়েছে যথাক্রমে ২৯.১ কোটি, ২৮.৯৫ কোটি এবং ২৩.২৫ কোটি। লখনউয়ের হাতে আছে সবথেকে কম অর্থ-১৩.১৫ কোটি। মুম্বই ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়্যালস নিলামে নেমেছে যথাক্রমে ১৭.৭৫ কোটি এবং ১৪.৫ কোটি টাকা নিয়ে।

ক্রিকেটার ছাড়ার ক্ষেত্রে সবথেকে বেশি তারকা রিলিজ করেছে মুম্বই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি। তিন ফ্র্যাঞ্চাইজিই ১১ জনকে রিলিজ করেছে। রাজস্থান রয়্যালসের রিলিজ করা তারকার সংখ্যা ৯ জন। লখনউ, গুজরাট, কলকাতা, সানরাইজার্স হায়দরাবাদ থেকে রিলিজ করা হয়েছে ৮ জন করে। পঞ্জাব ছেড়েছে সবথেকে কম ক্রিকেটার, মাত্র ৫ জনকে।

  • Dec 19, 2023 14:12 IST
    কামিন্সের জন্য রুদ্ধশ্বাস লড়াই

    প্যাট কামিন্সের জন্য রুদ্ধশ্বাস লড়াইয়ে মুম্বই এবং সিএসকে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই যোগ দিল আরসিবি। এরপরে বিডিংয়ে যোগ দিল হায়দরাবাদ-ও। ১২ কোটি পেরিয়ে গেল প্যাট কামিন্সের দাম



  • Dec 19, 2023 14:10 IST
    রচিন এবং সিএসকে

    সিএসকে যে রচিন রবীন্দ্রের জন্য আগ্রাসী বিডিং করবে প্রত্যাশিতই ছিল। সেটাই হল। প্রথম সেশন থেকেই রচিনের জন্য ঝাঁপালেন ধোনিরা। স্টিফেন ফ্লেমিং ছাড়াও রচিনের শৈশবের কোচ বর্তমানে সিএসকে একাডেমীর কোচ।



  • Dec 19, 2023 14:07 IST
    ভালো 'খেলছে' হায়দরাবাদ

    সানরাইজার্স হায়দরাবাদের বেশ কয়েকজন প্রতিভাবান তারকাকে রিলিজ করা নিয়ে প্রশ্ন ছিল। তবে নিলামে হায়দরাবাদ বেশ ভালো দলগঠন করে ফেলেছে। হেডকে কেনার পর সানরাইজার্স নিল হাসারাঙ্গাকে কার্যত কোনও প্রতিদ্বন্দিতা ছাড়াই। হেডের মতই প্রথম একাদশের অটোমেটিক চয়েস। ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়াতে পারবেন।



  • Dec 19, 2023 13:57 IST
    হেডকে নিয়ে মুরলিধরণ

    "আমরা ট্র্যাভিস হেডকে একান্তভাবে চেয়েছিলাম। বাঁ হাতি এক ওপেনারের দরকার ছিল আমাদের। যে কিনা অল্পস্বল্প স্পিন বোলিং-ও করতে পারবে। এই দামে হেডকে পাব, ভাবতেই পারিনি আমরা। সাম্প্রতিক সময়ে ওর পারফরম্যান্স চোখে পড়ার মত। ওঁকে নেওয়ার সময় আরও লড়াই আশা করেছিলাম। শেষে ওঁকে পেলাম আমরা। জানতাম সিএসকের ডেভন কনওয়ে রয়েছে। তাই ওঁকে নেওয়ার জন্য অতটা ঝাঁপাবে না।"



  • Dec 19, 2023 13:53 IST
    হায়দরাবাদে হেড

    ফাইনালে ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলা ট্র্যাভিস হেডের জন্য লড়াইয়ে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত প্রবল দাম কষাকষির পর হেডকে তুলল হায়দরাবাদ। ৬.৮ কোটিতে



  • Dec 19, 2023 13:47 IST
    সেট ওয়ান শেষ

    আগেই প্রত্যাশিত ছিল। প্রথম রাউন্ডে খুব বেশি দল আগ্রাসীভাবে দলগঠনে নামবে না। আসল 'খেলা' শুরু হবে ফাস্ট বোলার এবং অলরাউন্ডারদের নিলামের সময়। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, শার্দূল ঠাকুর, জেরাল্ড কোয়েটজেদের জন্য অপেক্ষা করছেন সবাই। প্ৰথম রাউন্ডে অবিক্রিত থাকলেন স্টিভ স্মিথ, করুণ নায়ার, রিলি রসৌ, মনীশ পাণ্ডেরা



  • Dec 19, 2023 13:38 IST
    কম দামে ব্রুক-পাওয়েল

    রভম্যান পাওয়েল এবং হ্যারি ব্রুক আইপিএলে তাঁদের ধারাবাহিক পারফরম্যান্স মেলে ধরতে পারেননি। দিল্লি, হায়দরাবাদে ছাপ ফেলতে না পারলেও আন্তর্জাতিক ময়দানে তাঁরা বেশ ভালো পারফর্ম করেছেন। দুজনেই বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটসম্যান। নিলামে দুজনের ভালো দাম না পাওয়াটা মোটেই আশ্চর্যের নয়।



  • Dec 19, 2023 13:35 IST
    দিল্লিতে হ্যারি

    ৪ কোটি টাকায় হ্যারি ব্রুক-কে কিনল দিল্লি ক্যাপিটালস। গত সিজনে সানরাইজার্স হায়দরাবাদে সেভাবে নজর কাড়তে পারেননি ব্রুক। এবার দিল্লিতে নতুন করে শুরু করার চ্যালেঞ্জ ব্রুকের কাছে।



  • Dec 19, 2023 13:33 IST
    রাজস্থানে রভম্যান

    নিলামের প্ৰথম তারকা তুলে নিল রাজস্থান রয়্যালস, ৭.৪ কোটি টাকায় নিল রভম্যান পাওয়েলকে।



  • Dec 19, 2023 11:55 IST
    নিলামের আগে রিটেনশন তালিকা

    আরসিবি:

    ফাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উল জ্যাকস, মহীপাল লোমরোর, করণ শর্মা, মনোজ ভান্দাগে, বিজয়কুমার বৈশাক, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা এবং রাজন কুমার

    পাঞ্জাব কিংস:

    শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, ম্যাথিউ শর্ট, হরপ্রীত ভাটিয়া, অথর্ব টাইডে, ঋষি ধাওয়ান, স্যাম কারান, সিকন্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনূর সিং, শিবম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাদা এবং নাথান এলিসকে

    সানরাইজার্স হায়দরাবাদ:

    আবদুল সামাদ, আইডেন মারক্রাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, এনরিখ ক্ল্যাসেন, মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র যাদব, নীতিশ রেড্ডি, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, সনবীর সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক এবং ফজলহক ফারুখি

    লখনৌ সুপার জায়ান্টস:

    লোকেশ রাহুল, কুইন্টন ডি'কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ের্স, মার্কাস স্টইনিস, দীপক হুডা, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকড়, ইয়াশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব এবং মহসিন খান

    কেকেআর:

    নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী

    চেন্নাই সুপার কিংস:

    মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শেখ রশিদ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মইন আলি, শিবম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, রাজবর্ধন হাঙ্গার্গেকর, দীপক চাহার, মাহেশ থিকসানা, মুকেশ চৌধরি, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে এবং মাথিসা পাথিরানা

    দিল্লি ক্যাপিটালস:

    ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, ইয়াশ ধুল, প্রবীণ দুবে, ভিকি ওস্তওয়াল, এনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা এবং মুকেশ কুমার

    গুজরাট টাইটান্স:

    ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশ লিটল এবং মোহিত শর্মা

    মুম্বই ইন্ডিয়ান্স:

    রোহিত শর্মা, দেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষান, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল এবং জেসন বেহরেনডর্ফ



  • Dec 19, 2023 11:36 IST
    নিলামের আগে যাঁদের রিলিজ করা হয়েছিল

    মুম্বই ইন্ডিয়ান্স:

    মহম্মদ আর্শাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘভ গোয়াল, জোফ্রা আর্চার, ট্রিস্টান স্ট্রাবস, দুয়ান জ্যানসেন, ঝায়ে রিচার্ডসন, রাইলে মেরেডিথ, ক্রিস জর্ডন, সন্দীপ ওয়ারিয়র

    গুজরাট টাইটান্স:

    ইয়াশ দয়াল, কেএস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল, প্রদীপ সাংগোয়ান, অডিওন স্মিথ, আলজারি জোসেফ, দাশুন শানাকা।

    সানরাইজার্স হায়দরাবাদ:

    হ্যারি ব্রুক, সমর্থ ভ্যাস, কার্তিক ত্যাগি, ভিভ্রান্ত শর্মা, আকিল হুসেন, আদিল রশিদ

    কেকেআর:

    শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ভিসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস

    লখনৌ সুপার জায়ান্টস:

    জয়দেব উনাদকাট, ড্যানিয়েল সামস, মনন বোহরা, স্বপ্নিল সিং, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেগডে, করুন নায়ার

    পাঞ্জাব কিংস:

    ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বালতেজ ধান্ডা, রাজ অঙ্গদ বাওয়া, শাহরুখ খান

    দিল্লি ক্যাপিটালস:

    রিলি রসৌ, চেতন শাকারিয়া, রভম্যান পাওয়েল, মনীশ পাণ্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমন খান, প্রিয়ম গর্গ

    সিএসকে:

    বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, আম্বাতি রায়াড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত ভার্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং

    আরসিবি:

    ওয়াহিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল,

    ফিন অ্যালেন, জস হ্যাজেলউড, মিচেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েইন পার্নেল, সনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল, কেদার যাদব

    রাজস্থান রয়্যালস:

    জো রুট, জেসন হোল্ডার, কুলদীপ সেন, আব্দুল বাসিত, ওবিড ম্যাকোয়, মুরুগন অশ্বিন, কেসি করিয়াপ্পা, কেএম আসিফ, আকাশ বশিষ্ঠ



  • Dec 19, 2023 11:26 IST
    সুপ্রভাত

    সকল পাঠকদের আইপিএল লাইভ আপডেটে স্বাগত। আর মাত্র ঘন্টা দেড়েকের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে আইপিএলের মেগা নিলাম।



BCCI IPL ipl auction
Advertisment