Advertisment

নিলামে এক তারকার দাম-ই ২০.৫০ কোটি! IPL-এর ইতিহাস চুরমার KKR-এর বিশ্বজয়ী ক্যাপ্টেনের

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন এই সুপারস্টার

author-image
IE Bangla Sports Desk
New Update
kkr-ipl

আইপিএলে কেকেআর (টুইটার)

আইপিএলে ইতিহাস গড়লেন কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন প্যাট কামিন্স। মঙ্গলবার আইপিএলে বিস্ময় হিসাবে হাজির হলেন অস্ট্রেলিয়ার সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্সকে কিনল ২০.৭৫ কোটি টাকায়। মুম্বই এবং সিএসকে প্ৰথমে কামিন্স-এর জন্য ধুন্ধুমার বিডিংয়ের সূচনা করে যায়। পরে কামিন্সকে পাওয়ার লড়াইয়ে যোগ দেয় আরসিবি এবং হায়দরাবাদ। তারপর শেষমেশ কামিন্স বিক্রি হন হায়দরাবাদে ইতিহাস গড়ে।

Advertisment

হায়দরাবাদ আসলে এমন একজনকে খুঁজছিল যাঁর নেতৃত্ব দক্ষতা রয়েছে। এছাড়াও গত দু সিজন ধরেই হায়দরাবাদের বোলিং বিভাগ ছন্নছাড়া পারফরম্যান্স করেছে। কামিন্সকে তুলে নিয়ে একই ঢিলে দুই পাখি মারল সানরাইজার্স শিবির।

নিলামে সবথেকে বেশি দাম পাওয়ার নজির এখনও পর্যন্ত ছিল মুম্বই এবং সিএসকের মধ্যে ২০২৩-এ স্যাম কুরানের জন্য। যেখানে ইংরেজ তারকা অলরাউন্ডার তুলে নিয়েছিলেন ১৮.৫ কোটি টাকা। এবার কামিন্স সেই রেকর্ড ভেঙেচুরে একাকার করলেন।

এই নিয়ে আইপিএলে বিরাট অর্থের মালিক হলেন দু-দুবার। ২০২০ আইপিএল নিলামে কেকেআর অজি সুপারস্টারকে কিনেছিল ১৫.৫ কোটি টাকায়। গত সিজনে আইপিএলে খেলেননি বিশ্বকাপে ফোকাস করার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটের মায়া ত্যাগ করে আইপিএলে ফিরেই ইতিহাস তাঁর।

প্যাট কামিন্সের সঙ্গেই আইপিএলে বড় দাম পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। ১৪ কোটি টাকায় কিউই অলরাউন্ডার গেলেন সিএসকেতে। অন্য এক কিউই রচিন রবীন্দ্রও নাম লিখিয়েছেন সিএসকেতে। হর্ষল প্যাটেল পাঞ্জাব কিংসে গেলেন ১১.৭৫ কোটি টাকায়।

হায়দরাবাদ নিলামে ঝড় তুলেছে এবার। সানরাইজার্স হায়দরাবাদের বেশ কয়েকজন প্রতিভাবান তারকাকে রিলিজ করা নিয়ে প্রশ্ন ছিল। তবে নিলামে হায়দরাবাদ বেশ ভালো দলগঠন করে ফেলেছে। হেডকে কেনার পর সানরাইজার্স নিল হাসারাঙ্গাকে কার্যত কোনও প্রতিদ্বন্দিতা ছাড়াই। হেডের মতই প্রথম একাদশের অটোমেটিক চয়েস। ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়াতে পারবেন। তারপর কামিন্সের অন্তর্ভুক্তিতে এবার নিলামে নজরকাড়া পারফরম্যান্স হায়দরাবাদের।

আইপিএলে ৪২ ম্যাচ খেলে কামিন্সের শিকার ৪৫টি। তবে ব্যাট হাতে আইপিএলে বরাবর নির্ভরযোগ্য পারফরম্যান্স করেছেন। স্ট্রাইক রেট নজরকাড়া ১৫২। লিগের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক-ও তিনি। টি২০'তে অজি সুপারস্টার সবমিলিয়ে ১২১ ম্যাচে ১৪৩ উইকেট পেয়েছেন। ইকোনমি রেট ৭.৯৮।

আইডেন মারক্রামকে সরিয়ে হায়দরাবাদ আপাতত তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয় কিনা, সেটা সময়ই বলবে।

IPL Sunrisers Hyderabad Pat Cummins ipl auction
Advertisment