IPL 2024 Auction Free Live Streaming: নতুন করে দল গুছিয়ে নিতে মাঠে নামছে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি। দুবাইতে বসছে এবারের মেগা নিলামের আসর। ভারতের বাইরে নিলামের আসর এবারেই প্রথম।
৭৭টি শূন্যস্থান পূরণের জন্য নিলামের দাঁড়িপাল্লায় উঠছেন ৩৩৩ জন ক্রিকেটার। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিরা বেছে নেবে ৩০ জন বিদেশিকে। আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলে খেলা (ক্যাপড) ক্রিকেটার রয়েছেন ১১৬ জন। জাতীয় দলে কখনও না খেলা ক্রিকেটারের (আনক্যাপড) সংখ্যা ২১৫ জন।
গুজরাটের হাতে নিলামে সবথেকে বেশি অর্থ থাকছে- ৩৮.১৫ কোটি। এরপরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (৩৪ কোটি), কেকেআর (৩২.৭ কোটি) এবং সিএসকে (৩১.৪ কোটি)।
পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির পার্সে রয়েছে যথাক্রমে ২৯.১ কোটি, ২৮.৯৫ কোটি এবং ২৩.২৫ কোটি। লখনৌয়ের হাতে থাকবে সবথেকে কম অর্থ-১৩.১৫ কোটি। মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস নিলামে নামবে ১৭.৭৫ কোটি এবং ১৪.৫ কোটি নিয়ে।
ক্রিকেটার ছাড়ার ক্ষেত্রে সবথেকে বেশি তারকা রিলিজ করেছে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি। তিন ফ্র্যাঞ্চাইজিই ১১ জনকে রিলিজ করেছে। রাজস্থান রয়্যালসের রিলিজ করা তারকার সংখ্যা ৯ জন। লখনৌ, গুজরাট, কলকাতা, সানরাইজার্স হায়দরাবাদ থেকে রিলিজ করা হয়েছে ৮ জন করে। পাঞ্জাব ছেড়েছে সবথেকে কম ক্রিকেটারকে- মাত্র ৫ জনকে।
IPL 2024 Auction নিয়ে যাবতীয় তথ্য জেনে নিন একনজরে:
IPL 2024 Auction-এ কতগুলি টিম অংশ নেবে?
দশ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি আইপিএলের নিলামে উপস্থিত থাকবেন।
IPL 2024 Auction কবে হবে?
IPL 2024 Auction হতে চলেছে ১৯ ডিসেম্বর, দুবাইয়ে।
IPL 2024 Auction কোথায় হবে?
IPL 2024 Auction বসবে দুবাইয়ের কোকা কোলা এরেনায়।
IPL 2024 Auction ভারতীয় সময় অনুযায়ী কখন শুরু হবে?
IPL 2024 Auction শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ১ টায়।
ভারতের কোন চ্যানেলে IPL 2024 Auction লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে?
IPL 2024 Auction লাইভ সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
IPL 2024 Auction লাইভ স্ট্রিমিং কোন প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে?
IPL 2024 Auction লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়। এছাড়াও লাইভ কভারেজের জন্য ফলো করতে পারেন bengali.indianexpress.com-এ।