Advertisment

IPL CSK Team 2025 Player List: জাদেজা অশ্বিন একসঙ্গে, সঙ্গে আফগান স্পিনার! সেরার সেরা স্কোয়াড গড়ে এবার IPL-এ CSK

IPL CSK Team Auction 2025 player list, squad: ছয় বারের চ্যাম্পিয়ন সিএসকে। আগামী সিজনেও চেন্নাই সুপার কিংস ট্রফি জয়ের জন্য নামবে। খেলবেন ধোনিও।

author-image
IE Bangla Sports Desk
New Update
ধোনির অবসরের পরে সিএসকের নেতৃত্বে কে! উঠল চার তারকার নাম

CSK: ধোনিরা শক্তিশালী দলই গড়ে নিয়েছে আইপিএল নিলাম থেকে (বিসিসিআই)

IPL CSK Team 2025 Players List: এবার আইপিএল নিলাম বুঝিয়ে দিল যে, চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের এই ঘরোয়া টুর্নামেন্টের জন্য আরেকটি শক্তিশালী দল তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদরা তাঁদের স্পিনে প্রতিপক্ষকে চিপকের স্পিনে ঘায়েল করতে পারেন।

Advertisment

সৌদি আরবের জেড্ডায় গত দুই দিন ধরে আইপিএল নিলাম চলেছে। সেখানে দেশি এবং বিদেশি খেলোয়াড়দের নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বেশ কিছু খেলোয়াড় আবার আইপিএলের সঙ্গে পরিচিত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকে এবার প্রায় ২০ কোটি টাকায় দুই স্পিনারকে দলে নিয়েছে।

সিএসকের স্কোয়াড:

ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি, শেখ রশিদ, দীপক হুড়া, আন্দ্রে সিদ্ধার্থ

উইকেটরক্ষক এমএস ধোনি, ডেভন কনওয়ে, বংশ বেদী

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (স্পিন বোলার), শিবম দুবে (পেস বলার), রবিচন্দ্রন অশ্বিন (স্পিন বোলার), স্যাম কুরান (পেস বোলার), রচিন রবীন্দ্র (স্পিন বোলার, বিজয় শংকর (পেস বোলার, অংশুল কম্বোজ (পেস বোলার), জেমি ওভারটন (পেস বোলার), রামকৃষ্ণ ঘোষ (পেস বোলার)

স্পিনার নুর আহমেদ, শ্রেয়স গোপাল। ফাস্ট বোলার মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, কমলেশ নগরকোটি, মুকেশ চৌধুরী, গুরজাপনীত সিং, নাথান এলিস

প্রথম একাদশ ১) রুতুরাজ গায়কোয়াড়, ২) ডেভন কনওয়ে/রচিন রবীন্দ্র, ৩) রাহুল ত্রিপাঠী, ৪) শিবম দুবে, ৫) দীপক হুডা/বিজয় শংকর, ৬) স্যাম কুরান, ৮) রবীন্দ্র জাদেজা, ৮) এমএস ধোনি, ৯) রবিচন্দ্রন অশ্বিন, ১০) মাথিশা পাথিরানা, ১১) আহমেদ, নাথান এলিস, ১২) খলিল আহমেদ।

উদ্বেগের বিষয়: খলিল আহমেদ ছাড়া কোনও নির্ভরযোগ্য ভারতীয় ফাস্ট বোলার নেই। চেন্নাই মহম্মদ শামি, দীপক চাহার ও মুকেশ কুমারকেও চেয়েছিল। কিন্তু, তাদের কাউকেই পাইনি। তাদের এই ব্যাপারে মাথিশা পাথিরানার ওপর অনেকখানি নির্ভর করতে হবে।

একনজরে সিএসকে

পাঁচবার আইপিএল জেতা দল। শক্তিশালী স্কোয়াড তাদের ষষ্ঠবারের জন্য আইপিএল দিতে পারে। ২৫ খেলোয়াড়ের মধ্যে ১২ জনই অলরাউন্ডার। যেটা সিএসকে বরাবর চায়। গত তিন মরশুমে তারা ব্যাটিং এবং বোলিংয়ে গভীরতার ছাপ রেখেছে। আসন্ন সংস্করণেও সেটা রাখতে মরিয়া সিএসকে। তারা জাদেজা এবং অশ্বিনকে একসঙ্গে একসঙ্গে ধরে রেখেছে। পাশাপাশি, বাঁহাতি স্পিনার নুর আহমেদও তাদের দলে রয়েছে।

মিডল অর্ডারে রাহুল ত্রিপাঠী, দীপক হুডা এবং বিজয় শংকর আছেন। বিদেশি অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কুরান। স্পিনারদের মধ্যে রাহুল ত্রিপাঠী ও শিবম দুবে আছেন। ধোনির বাইরে, টেস্ট উইকেটরক্ষক হিসেবে তাদের আছেন ডেভন কনওয়ে। লোয়ার-মিডল অর্ডারে তাদের একজন পাওয়ার হিটার দরকার ছিল।

Chennai Super Kings CSK IPL ipl auction
Advertisment