Advertisment

Venkatesh Iyer: আমাকে না নিলে.... নিলামের আগে KKRকে চরম হুমকি তারকা অলরাউন্ডারের, খুশি করতেই খরচ ২৩.৭৫ কোটি

KKR CEO Venky Mysore on Venkatesh Iyer Buy: কেকেআর এবার নিলামে বিশাল অর্থ খরচ করে কিনে নিয়েছে তাঁদেরই পুরোনো তারকা ভেঙ্কটেশ আইয়ারকে। তারপরেই মুখ খুললেন সিইও ভেংকি মাইশোর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Venky Mysore KKR

Venky Mysore KKR: কেকেআর সিইও ভেংকি মাইশোর (নাইট ভাইবস এবং বিসিসিআই টুইটার)

KKR CEO Venky Mysore Ends Silence on Venkatesh Iyer Buy: গতবার মিচেল স্টার্ককে কিনে হৈচৈ ফেলে দিয়েছিল নাইট রাইডার্স। এবার কেকেআর নিজেদেরই তারকা ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি খরচ করে কিনল।

Advertisment

যিনি রবিবার ঋষভ পন্থ (২৭ কোটি), শ্রেয়স আইয়ারের (২৬.৭৫ কোটি) পর তৃতীয় দামি তারকা হিসাবে নাম লিখিয়ে ফেলেছেন রবিবার।

ভেঙ্কটেশ আইয়ারকে বিশাল অর্থ খরচ করে কেনার পর কেকেআর সিইও ভেংকি মাইশোর ইএসপিএন ক্রিকইনফোয় বলেছেন, "ওঁরা মাঠে প্রমাণ করেছে কী করার সামর্থ্য রয়েছে ওঁদের। চ্যাম্পিয়ন হওয়ার বছর তো বটেই, ২০২১-এ ফাইনালে ওঠার বছরে সকলেই এটা দেখেছে। ভেঙ্কটেশ অপরিহার্য দলের জন্য। দুর্ধর্ষ এক ব্যক্তি। নিলামের আগে আমাদের চরমপত্র দেয় ও। বলে, 'যদি তোমরা আমাকে না নাও, ভীষণ খারাপ লাগবে। ওঁকে দুঃখ দিতে আমরা চাইনি। আমরাও খুব খুশি।"

ভেঙ্কটেশ আইয়ারকে কেন বিশাল অর্থ খরচ করে কেনার পথে হাঁটল কেকেআর?

নাইটদের সিইও ভেংকি মাইশোর নিলামের পরেই বলে দিয়েছেন, দলের লক্ষ্য ছিল ভারসাম্য বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া। "নিলামের বিষয় আগে থেকে পূর্বাভাস করা যায় না। পুরোটাই নির্ভর করে কোন ধরণের ক্রিকেটার দল চাইছে এবং কীভাবে তা দলের স্ট্র্যাটেজিতে ফিট হবে। দাম অবশ্যই একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত অর্থবহ। তবে নিলাম বরাবর চমকের পথে হেঁটেছে।"

"স্যালারি ক্যাপ বেড়ে যাওয়ায় প্লেয়ার কিনতে বেশি খরচ হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল দলের কোর বজায় রাখা। আমরা ছয়জনকে রিটেন করেছি। তিনজনকে নিলামের টেবিল থেকে ফিরিয়েছি। এটাই প্রধান লক্ষ্য ছিল।"

ভেঙ্কটেশ আইয়ার কী বলছেন?

প্রচারমাধ্যমে তিনি বলে দিয়েছেন, "দুর্ভাগ্যজনকভাবে চোট পেয়ে বসা নীতিশ রানার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব প্রদানের সুযোগ হয়েছিল। তাছাড়া আমি দলের ভাইস ক্যাপ্টেনও ছিলাম।"

"সবসময়ই বিশ্বাস করে এসেছি ক্যাপ্টেনশিপ স্রেফ একটা ট্যাগ মাত্র। তবে লিডারশিপের অর্থ এমন পরিবেশ তৈরি করা যেখানে সকলে নির্বিঘ্নে পারফর্ম করতে পারে, দলে অবদান রাখতে পারে। যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি সাগ্রহে তা পালন করতে রাজি। আমরা একসঙ্গে দলের খেতাব ধরে রাখার পথে হাঁটব। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখব। তোমাদের স্কোয়াডে আমাকে কেনার জন্য ধন্যবাদ কেকেআর।"

Kolkata Knight Riders Venkatesh Iyer KKR ipl auction IPL
Advertisment