/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/KKR_IPL.jpeg)
টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ এবার কেকেআরের বোলিং কোচের দায়িত্বে এলেন। সরকারি বিবৃতিতে কেকেআরের সিইও ভেংকি মাইশোর জানিয়েছেন, "ভরত অরুণের মত একজনকে বোলিং কোচ হিসেবে পেয়ে দারুণ লাগছে। কেকেআরের সাপোর্ট স্টাফে অভিজ্ঞতার ঝুলি নিয়ে আসছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স ফ্যামিলিতে ওঁকে স্বাগত।"
খেলোয়াড়ি কেরিয়ারে ১৯৮৬-১৯৮৭ সালে ভরত অরুণ জাতীয় দলের হয়ে দুটো টেস্ট এবং চারটে ওয়ানডে খেলেছিলেন মিডিয়াম পেসার হিসাবে। দুবারের পর্বে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। প্রথমবার ২০১৪-১৫ সালে দ্বিতীয়বার, ২০১৭ থেকে ২০২১-এ টি২০ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত।
আরও পড়ুন: KKR বাতিল করার পরে তারকার IPL কেরিয়ারই হয়ত শেষ! নিলামের পরেই কি অবসর
তার আগে ২০১২ সালে ভারতীয় যে যুব দল জুনিয়র বিশ্বকাপ জিতেছিল, সেই দলেরও বোলিং কোচ ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ু এবং বাংলার বোলিং কোচ হওয়ার পাশাপাশি এনসিএ-র সেট আপেও কাজ করেছেন।
🚨 𝘼𝙉𝙉𝙊𝙐𝙉𝘾𝙀𝙈𝙀𝙉𝙏 🚨
We are delighted to introduce you to our new bowling coach! Welcome to the Knight Riders family, Bharat Arun 💜💛#KKR#AmiKKR#IPL2022#BharatArunpic.twitter.com/MpAXJMa67C— KolkataKnightRiders (@KKRiders) January 14, 2022
কেকেআরের বোলিং কোচ নিযুক্ত হওয়ার পরে ভরত অরুণ জানিয়ে দিয়েছেন, "কেকেআরের মত অন্যতম সফল এক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে দারুণ লাগছে। স্রেফ সফল ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্যই নয়, কেকেআরের জন্য বরাবর আমার প্রশংসা বরাদ্দ থাকে পেশাদারিত্বের সঙ্গে যেভাবে দল পরিচালনা করা হয়।"
তবে এবারই প্ৰথম আইপিএলের কোচিংয়ে যুক্ত হচ্ছেন না তিনি। ২০১৫-২০১৭ পর্যন্ত আরসিবির বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি।
আরও পড়ুন: অ্যাসেজের ম্যাচে যেন KKR কান্ড! ধোনিকে ‘হেনস্তা’ করার স্মৃতি উস্কে দিল নাইটরা
কেকেআর সংসারে ভরত অরুণকে স্বাগত জানিয়েছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামও। বলেছেন, "আন্তর্জাতিক পর্যায়ে ওঁর মত একজন কোচ কেকেআরের স্টাফে পরিপূরক হয়ে উঠবেন, এমনটা আমার বিশ্বাস। তাছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে কোচিংয়ের অগাধ অভিজ্ঞতা আমাদের বোলিং গ্রুপকে উনি দারুণভাবে সাহায্য করবেন।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us