আইপিএল শুরুর আগেই বড়সড় ঘোষণা করে দিল সানরাইজার্স হায়দরাবাদ। হেড কোচ হিসেবে কমলা জার্সিতে আর দেখা যাবে না অস্ট্রেলীয় টম মুডিকে। নতুন সিজনে সানরাইজার্স হায়দরাবাদের কোচ হচ্ছেন ব্রায়ান লারা। শনিবারেই এমনটা জানিয়ে দিল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।
২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত টানা হায়দরাবাদে কোচিংয়ের দায়িত্ব সফলভাবে সামলেছেন মুডি। তাঁর কোচিংয়ে হায়দরাবাদ পাঁচবার প্লে অফে পৌঁছেছে। ২০২০-তে মুডিকে সরিয়ে হেড কোচের দায়িত্ব পান ট্রেভর বেইলিস। তবে গত বছরই ডিরেক্টর পদে মুডিকে ফিরিয়ে এনেছিল হায়দরাবাদ।
তবে মাত্র তিনটে জয় নিয়ে লিগ টেবিলের শেষে ফিনিশ করায় মুডিকে ফের একবার হেড কোচের পদে ফিরিয়ে আনা হয়েছিল। তবে কোচ হিসেবে দ্বিতীয় ইনিংসে মোটেই সুখকর হয়নি অস্ট্রেলীয়র। মাত্র ৬টা জয় এবং ৮টা হার নিয়ে অষ্টম স্থানে ফিনিশ করেছিল। তারপরে এবার চাকরি হারাতে হল তাঁকে।
শনিবার সরকারি বিবৃতিতে হায়দরাবাদ জানিয়ে দেয়, "মুডির সঙ্গে আমাদের মেয়াদ শেষের পর আমরা ওঁকে ধন্যবাদ জানাতে চাই ওঁর অবদানের জন্য। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।"
আমিরশাহিতে টি২০ লিগ আইএলটি২০ শুরু হচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। সেই টুর্নামেন্টেই ডেজার্ট ভাইপার্স ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দায়িত্ব নিচ্ছেন তিনি।