Advertisment

ধোনির নেতৃত্বে IPL চ্যাম্পিয়ন তারকা এখন বাস ড্রাইভার! মর্মান্তিক কাহিনীতে ছারখার জীবন

আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএলে আলো ছড়ানো তারকা জীবনের নিষ্ঠুর পরিহাসের শিকার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

একসময় ছিলেন নামি তারকা। চুটিয়ে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। এমনকি সিএসকের হয়ে আইপিএল-ও জিতেছেন। তবে ভাগ্যের পরিহাসে তিনিই এখন বাস চালক। জীবনে এমনই মর্মান্তিক রসিকতার শিকার শ্রীলঙ্কার একসময়ের তারকা সুরজ রণদিভ।

Advertisment

শ্রীলঙ্কান ক্রিকেটে রণদিভের আবির্ভাব কিংবদন্তি মুথাইয়া মুরলিধরণের পরিবর্ত হিসাবে। ২০০৯-এ ওয়ানডে অভিষেক ঘটেছিল ভারতের বিপক্ষেই। প্ৰথম ম্যাচেই ৩ উইকেট নিয়ে সাড়া জাগান তিনি। এর পর রণদিভের কেরিয়ার এগিয়েছে তরতর করে। ২০১১ বিশ্বকাপে প্রাথমিকভাবে লঙ্কান স্কোয়াডে জায়গা না পেলেও ম্যাথিউজের পরিবর্ত হিসাবে শেষমেশ সুযোগও পেয়ে যান। ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সেই ফাইনাল ম্যাচেও খেলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে রংমশাল ছড়ানোর পাশাপাশি আলো ছড়িয়েছেন আইপিএলেও। ২০১১-তেই সিএসকের হয়ে আইপিএল জেতেন। ধোনির নেতৃত্বে।

তবে এরুপরেই আচমকা ছন্দপতন। ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জেরে রণদিভ জাতীয় দল থেকে বাদ পড়েন। ২০২০-তে অস্ট্রেলিয়ায় নেট বোলার হিসাবে পাড়ি দেন। আপাতত সেখানেই পার্ট-টাইম ক্রিকেট খেলার পাশাপাশি ফ্রান্সের এক বাস পরিবহন সংস্থায় চালক হিসাবে লেজ করছেন। ট্রান্সদেভ নামক সংস্থায় রণদিভের সঙ্গেই চালক হিসাবে কাজ করছেন আরও দুই ক্রিকেটার জিম্বাবোয়ের ওয়াডিংটন ওয়ায়েঙ্গা এবং স্বদেশীয় চিন্থাকা জয়সিংহে।

IPL Sri Lanka Cricket News CSK Chennai Super Kings
Advertisment