Advertisment

আইপিএলের স্পনসর চিনা সংস্থা, কেন্দ্রীয় অনুমোদনের দিকে চেয়ে বিসিসিআই

রবিবারই গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের রূপরেখা স্থির করা হয়। সেখানেই গত বারের সব স্পনসরদের রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর আরব আমিরশাহীতে আইপিএল অনুষ্ঠিত হবে।

এবছরও আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা 'ভিভো'। রবিবারই গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের রূপরেখা স্থির করা হয়। সেখানেই গত বারের সব স্পনসরদের রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে গোটা বিষয়টিই এখন কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে।

Advertisment

করোনার পরিস্থিতির জন্য এবার আইপিএল দেশের মাটিতে হবে না। সিদ্ধান্ত হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর আরব আমিরশাহীতে আইপিএল অনুষ্ঠিত হবে। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টের রূপরেখা স্থির করা হয়।

১৫ জুন ভারত-চিন সীমান্তে সংঘর্ষে জড়ায় দু'দেশের সেনা। মৃত্যু হয় ২০ ভারতীয় সেনাকর্মীর। উত্তেজনার আবহে বিসিসিআই জানিয়েছিল যে, স্পনসরের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। শেষ পর্যন্ত অবশ্য আইপিএলের টাইটেল স্পনসর চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাকেই রেখে দেওয়ার সিন্ধান্ত হয়েছে।

গভর্নিং কাউন্সিলের এক সদস্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে যে, 'এই পরিস্থিতিতে স্পনসর বদলের আমরা বিশেষ সময় পাইনি।'

চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা এবারও হতে চলেছে আইপিএলের টাইটেল স্পন্ সর 'ভিভো'। থাকছে 'পেটিএম'-ও। এছাড়া আম্পায়ারদের স্পনসর করবে 'আলিবাবা'। অনলাইনে স্বপ্নের একাদশের স্পনসরও এই সংস্থা। সহযোগী স্পনসর 'সুইগি'। 'আলিবাব' ও 'সুইগি'- এই দুই সংস্থারই চিনা ইন্টারনেট জায়েন্ট টেনসেন্টের সঙ্গে যোগ রয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL
Advertisment