/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ie-Dinesh.jpg)
দীনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ব্যাটিং কোচ এবং টিম মেন্টর হিসেবে যোগ দেবেন। (পিটিআই)
Dinesh Karthik mentor and Batting coach of RCB: এক মাস আগেই সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সেই দীনেশ কার্তিক এবার আরসিবির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন।
আরসিবি টুইটারে পোস্ট করে লিখে দিয়েছে, "আমাদের কিপারকে সমস্ত রকমভাবে স্বাগত। দীনেশ কার্তিক আরসিবিতে ফিরছেন নতুন অবতারে। ডিকে ফ্র্যাঞ্চাইজির মেন্টর এবং ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন।"
আইপিএলে তারকা এই কিপার-ব্যাটার ২৫৭ ম্যাচ খেলেছেন। ২৬.৩২ গড়ে ৪৮৪২ রান করেছেন। আরসিবি তো বটেই নিজের সুদীর্ঘ আইপিএল কেরিয়ারে কার্তিক খেলেছেন কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়াডেভিলস-এর জার্সিতেও।
কার্তিক বলেছেন, "পেশাদারি স্তরে কোচিং বেশ একটা উত্তেজক ব্যাপার হতে চলেছে। জীবনের নতুন চ্যাপ্টার হিসাবে এই ঘটনায় আমি বেশ প্যাশনেট। আশা করি প্লেয়ার হিসাবে আমার অভিজ্ঞতা দলগত উন্নতিতে সহায়ক হবে। এবং মূল্য যোগ করবে।"
"আমার বিশ্বাস ক্রিকেটে সাফল্য কেবলমাত্র টেকনিক্যাল দক্ষতার নয়, বরং গেম ইন্টেলিজেন্স এবং সংযমের ওপরও নির্ভর করে। আমাদের ব্যাটিং গ্রুপের কোচ এবং মেন্টর হওয়ার জন্য আমি উন্মুখ। পদ্ধতিগতভাবে তাঁদের সাহায্য করাই নয়, চাপের মুখে কীভাবে ম্যাচ সচেতনতা দেখাতে হয়, সেই বিষয়েও ক্ষুরধার করতে সাহায্য করব। আরসিবি ফ্র্যাঞ্চাইজি হিসাবে আরও শক্তিশালী হচ্ছে। এমন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকার কাজ-ও করতে পারব।
নিজের ৩৯তম জন্মদিনে অবসর ঘোষণা করেন তারকা। অবসরকালীন বার্তায় কার্তিক বলেছেন, "গত কয়েক দিন ধরে আমি যে স্নেহ, সমর্থন এবং ভালবাসা পেয়েছি তাতে আমি অভিভূত। আমার গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ সকল সমর্থকদের যারা আমাকে এই বিশেষ অনুভূতি উপহার দিয়েছেন। অনেক ভাবনা চিন্তা করেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। আনুষ্ঠানিকভাবে আমার অবসর ঘোষণা করছি। ক্রিকেটীয় দিন পিছনে ফেলে আপাতত আগামী দিনের চ্যালেঞ্জের অপেক্ষায় থাকলাম।"
"আমি আমার সমস্ত কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই যারা এই দীর্ঘ যাত্রাকে আনন্দদায়ক করে তুলেছেন। আমাদের দেশে লক্ষ লক্ষ ক্রিকেটারের মধ্যে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। সেই জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয়। এখনও অবিরত ভালবাসা এবং সমর্থন পাওয়ায় আমি সত্যিই সৌভাগ্যবান।"
Welcome our keeper in every sense, 𝗗𝗶𝗻𝗲𝘀𝗵 𝗞𝗮𝗿𝘁𝗵𝗶𝗸, back into RCB in an all new avatar. DK will be the 𝗕𝗮𝘁𝘁𝗶𝗻𝗴 𝗖𝗼𝗮𝗰𝗵 𝗮𝗻𝗱 𝗠𝗲𝗻𝘁𝗼𝗿 of RCB Men’s team! 🤩🫡
You can take the man out of cricket but not cricket out of the man! 🙌 Shower him with all the… pic.twitter.com/Cw5IcjhI0v— Royal Challengers Bengaluru (@RCBTweets) July 1, 2024
তিন ফরম্যাট মিলিয়ে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন ১৮০টি ম্যাচ। একটি টেস্ট শতরান এবং ১৭টি অর্ধশতরান সহ কার্তিকের মোট আন্তর্জাতিক রানসংখ্যা ৩৪৬৩। এছাড়াও কার্তিক ১৭২টি আউটে অবদান রেখেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই উইকেটের পিছনে স্ট্যাম্পিং, ক্যাচিং এবং আউটফিল্ডেও আউট করেছেন সাধারণ ফিল্ডার হিসাবে।