IPL: আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্তারা ইংল্যান্ড লিগের ক্রিকেট দলের মালিক হতে পারবেন। সেপ্টেম্বরেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ৮০০ দলের মালিকানার শেয়ার বিক্রি করবে। সেই সময় আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা ওই দলগুলোর মালিকানা কিনতে পারবেন। সেটা কম পরিমাণে অংশীদারিত্ব থাকলেও তাঁরা ইংল্যান্ড ক্রিকেট লিগের দলের মালিক হওয়ার সুযোগ পাবেন।
ভারতে আইপিএলের সাফল্য দেখে ইসিবি ভারতীয় মূলধন তাদের ক্রিকেট লিগে টানতে মরিয়া। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, ১০ দলীয় আইপিএলের মালিকরা ইংল্যান্ডে আটটি দলের মধ্যে যে কোনওটির মালিকানা পেতে পারেন। দলগুলোর শেয়ার কিনতে তাঁদের নিলামে অংশগ্রহণ করতে হবে।
রিপোর্টে উল্লিখিত শেয়ার বিক্রির পদ্ধতি সম্পর্কে সূত্রের খবর, 'আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির মালিকরাই এই নিলামে অংশ নিতে পারবেন। কতটা পরিমাণে অর্থ তাঁরা বিনিয়োগ করবেন, তার ওপরই ঠিক হবে মালিকানার পরিমাণ। বেশি শতাংশের মালিকানা থাকলে দলগুলোর নামও ওই আইপিএল মালিকরা বদলে দিতে পারবেন।'
বর্তমানে ভারতের অম্বানি পরিমাণ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক। এই দল পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও অম্বানিদের দল আমেরিকার ক্রিকেট লিগে খেলে এমআই নিউইয়র্ক নামে। আরব লিগে খেলে এমআই এমিরেটস নামে। দক্ষিণ আফ্রিকায় খেলে এমআই কেপটাউন নামে। সবগুলোর টি২০ লিগেই দলগুলো খেলে। তারা এবারের লন্ডন লিগে লন্ডন স্পিরিট টিমকে কেনার কথা ভাবছে। অম্বানিরা লন্ডনের ওই দল কিনলে সেই দলের নাম পরিবর্তিত হয়ে হতে পারে এমআই লন্ডন।
এক প্রতিবেদন অনুযায়ী, 'শুধু লন্ডন স্পিরিটই নয়। ইসিবি আগামী মাসে আটটি দলের ৪৯% শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে। এর আগেও ইসিবি এভাবে দলগুলোর শেয়ার বিক্রি করেছে। তাতে লন্ডন স্পিরিটের একাধিকবার হাতবদল হয়েছিল।' সূত্রের খবর, এই সব দলগুলোর শেয়ার বিক্রির ব্যাপারে ইসিবি গত কয়েক মাস ধরেই বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। এই ব্যাপারে তারা মার্কিন বিনিয়োগকারী রিয়ান রেনল্ডর্সের সঙ্গেও ইতিমধ্যে আলোচনা করেছে। মার্কিন অভিনেতা রিয়ান ছাড়াও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক আব্রাম গ্লেজারের সঙ্গেও ইসিবি দলগুলোর শেয়ার বিক্রির ব্যাপারে কথা বলেছে।
ইসিবির সঙ্গে কথাবার্তার সময় বার্মিংহাম সিটির নাইটহেড ক্যাপিটালের আমেরিকান মালিকও দলগুলোর শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাঁরা অবশ্য বার্মিংহাম ফোয়েনিক্স দলটা কিনতে চায় বলে জানিয়েছেন। ইংল্যান্ড লিগে একশোটা ম্যাচ খেলে দলগুলো। ম্যাচের সময় এই সব দলগুলোর মালিকরা মাঠে উপস্থিতও থাকেন। সেখানে এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডিও থাকেন।
আরও পড়ুন- বাংলাদেশকে ঘরের মাঠে থেঁতলে দিতে বড় ঘোষণা পাকিস্তানের, ভয় ধরানো প্ৰথম ১১ নামাচ্ছেন শাহিন-মাসুদরা
রিপোর্টে বলা হয়েছে, 'ইতিমধ্যে ইসিবি কর্তৃপক্ষ আগামী মাসে দলগুলোর শেয়ার বিক্রির ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। রেইনে গ্রুপের আমেরিকান ব্যাংকের মাধ্যমে এই গোটা বিক্রি প্রক্রিয়া চলবে। এই গ্রুপ সম্প্রতি ইউনাইটেড এবং চেলসির বিক্রিতেও সহায়তা করেছে।' আগামী মাসের নিলামে এমআই কর্তারা ছাড়াও রাজস্থান রয়্যালসের কর্তারা ইয়র্কশায়ারের নর্দান সুপারচার্জারস কেনার জন্য ঝাঁপাবে। আর, দিল্লি ক্যাপিটালসের কর্তারা হ্যাম্পশায়ারের সাউদার্ন ব্রেভ কেনার জন্য নিলামে অংশ নিতে পারে বলেই রিপোর্টে জানা গিয়েছে।