কাটছাঁট করে নাকি পূর্ণাঙ্গ! কবে, কোথায়, কখন- আইপিএল আয়োজন নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিসিসিআই। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ২৪ ঘন্টা আগেই যেভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ আয়োজনের সম্ভবনা কার্যত ক্ষীণ তাতে আইপিএল নিয়ে আশাবাদী সমর্থকরা। ঘটনা হচ্ছে, সব ফ্র্যাঞ্চাইজিই আইপিএলে টিভিতে রেকর্ড ভিউয়ারশিপ পাওয়ার বিষয়ে আশাবাদী। সেই কারণেই, কাটছাঁট নয়, পুরো লিগই চাইছে সব দল।
পিটিআইকে কিংস ইলেভেনের নেস ওয়াদিয়া যেমন জানিয়েই দিয়েছেন, "১৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। আইপিএল আয়োজনও যে সহজ, তাও নয়। তবে টুর্নামেন্ট একটাই জায়গায় হতে হবে যেখানে মাঠ ও মাঠের বাইরে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে।"
আইসিসি-র তরফে সরকারিভাবে টি২০ বিশ্বকাপের ভাগ্য নিয়ে কিছু জানানো হয়নি। তবে ভারতীয় বোর্ড সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে ইতিমধ্যেই আইপিএল আয়োজনে বদ্ধপরিকর।
কিছুদিন আগেই ফ্র্যাঞ্চাইজিদের চিঠি পাঠিয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আইপিএল আয়োজন করা নিয়ে আশাবাদী তারা। তবে কি ফরম্যাটে বা কোথায় আয়োজন করা হবে- তা এখনো সেভাবে প্রকাশ করেনি বোর্ড। গত সপ্তাহেই কেকেআরের সিইও ভেঙ্কি মাইশোর জানান, টুর্নামেন্টের ফরম্যাটে কোনোরকম পরিবর্তন বরদাস্ত করা হবে না।
নেস ওয়াদিয়া অবশ্য জানিয়েছেন, "পূর্ণাঙ্গ টুর্নামেন্ট আয়োজন করার বিষয়ে বিসিসিআই পুরোপুরি প্রচেষ্টা করছে। তবে সংক্ষিপ্ত টুর্নামেন্ট হলেও আমাদের আপত্তি কিছু নেই। আমাদের কেবলমাত্র পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে এবং আশাবাদী হতে হবে। আইপিএল যখন তখন পরিবর্তন করা যায়। ২০০৯ সালে যেমন এক মাসের মধ্যে আমরা দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্ট আয়োজন করেছিলাম।" দেশে হোক বা বিদেশে, যেখানেই আইপিএল আয়োজন করা হোক না কেন, তা যেন একটাই জায়গায় হয়। পাশাপাশি, যেন পর্যাপ্ত হোটেল থাকে সেখানে। যাতে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন করতে সুবিধা হয়। জানাচ্ছেন কিংসদের মালিক।