জেসন রয় আগেই সরে গিয়েছিলেন। এবার আরেক ইংরেজ ক্রিকেটার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন। তিনি হলেন হ্যারি ব্রুক। গোটা ঘটনায় ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিরা। তাদের অভিযোগ, ইংরেজ খেলোয়াড়রা অপেশাদার। সেই কারণেই তাঁরা নিজেদের টুর্নামেন্ট থেকে সরিয়ে নিচ্ছেন। বিষয়টিতে বিসিসিআইয়ের হস্তক্ষেপ করা উচিত।
শুধু হ্যারি ব্রুকই নন। ইতিমধ্যে চার জন খেলোয়াড় আইপিএল ২০২৪ থেকে সরে গিয়েছেন। ব্রুক তার নবতম সংযোজন। মজার কথা হল, যে খেলোয়াড়রা আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ইংল্যান্ডের। তার মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মার্ক উডকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছে। এই ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দাবি, মার্ক উডের ওপর বেশি বোঝা চাপছিল। সেই বোঝা কমাতেই তাঁকে আইপিএল থেকে সরানো হয়েছে। ডানহাতি পেসার উড ছিল লখনও সুপার জায়ান্টসে। উডের বদলে ইতিমধ্যেই সামার জোসেফকে দলে নেওয়া হয়েছে।
গাস অ্যাটকিনসনও আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। কাজের ভার কমাতে এই সিদ্ধান্ত বলেই অ্যাটকিনসন জানিয়েছেন। তারপর জেসন রয় কলকাতা নাইট রাইডার্স থেকে নাম প্রত্যাহার করেছেন। জেসন রয় এখন পাকিস্তান সুপার লিগে খেলছেন। কিন্তু, পরিবারকে সময় দেওয়ার অজুহাত দেখিয়ে তিনি এবারের আইপিএল খেলবেন না। হ্যারি ব্রুক ২০২৪-এর ছোট নিলামে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন। তাঁকে চার কোটি টাকায় দিল্লি কিনেছিল। কিন্তু, ব্রুক জানিয়ে দিয়েছেন, তিনি এবারের আইপিএল খেলবেন না।
এসব দেখে এক ফ্র্যাঞ্চাইজি আধিকারিক বলেছেন, 'একবার খেলোয়াড়রা নিলামে যোগ দিলে, তাঁদের নিজেদের দায়বদ্ধতা বজায় রাখা উচিত। যা চলছে, সেটা খুব অপেশাদার একটা মনোভাব। সেই জন্যই বিসিসিআইয়ের বিষয়টি দেখা উচিত।' ফ্র্যাঞ্চাইজিরা একথা বললেও, আইপিএল থেকে বিদেশি খেলোয়াড়দের নাম প্রত্যাহার নতুন কিছু না। তবে, এই ধরনের ঘটনা বাড়তে থাকায় ফ্র্যাঞ্চাইজিরা রীতিমতো হতাশ। তারা চান, খেলোয়াড়রা একবার চুক্তি করলে অন্তত নিজেদের প্রতিশ্রুতি পূরণ করুক।
আরও পড়ুন- ক্রিকেটার না হলে ক্যাটারিং করতেন, পুড়ে গিয়েছিল হাত-ও! জন্মদিনে চোখে জল এনে কাঁদলেন সিরাজ
শুধু বিদেশি খেলোয়াড়রাই নন। এবছর দুই ভারতীয় খেলোয়াড়ও আইপিএল খেলতে পারবেন না। তাঁদের একজন হলেন মহম্মদ শামি। অপরজন প্রসিধ কৃষ্ণ। তবে, তার যথাযোগ্য কারণ আছে। শামির সম্প্রতি পায়ে অস্ত্রোপচার হয়েছে। তাঁর সেরে উঠতে বেশ কয়েকমাস লাগবে। ডানহাতি শামি তাঁর গোড়ালির চোট নিয়েই একদিনের বিশ্বকাপ ক্রিকেট খেলেছিলেন। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট তিনিই পেয়েছেন। এখন পরিস্থিতি যা, তাতে মনে করা হচ্ছে, বাংলাদেশের ভারত সফরে শামি জাতীয় দলে ফিরতে পারেন। আইপিএলে শামি গুজরাট টাইটানসে খেলেন। তাঁর অনুপস্থিতিত ফ্র্যাঞ্চাইজি বড় সমস্যায় পড়বে। আর প্রসিধ খেলেন রাজস্থান রয়্যালসে। তাঁরও অস্ত্রোপচার হয়েছে। তাই, তাঁকেও পাবে না দল।