রিঙ্কুর সিক্স প্যাকে 'ফিদা' নীতিশ রানার বউ! খোলা গায়ের ছবি দেখে সামলাতে পারলেন না নিজেকে

রিঙ্কুর ছবি দেখে কেকেআর সংসারে গৃহযুদ্ধ লেগে যাওয়ার জোগাড়

রিঙ্কুর ছবি দেখে কেকেআর সংসারে গৃহযুদ্ধ লেগে যাওয়ার জোগাড়

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে ছক্কার ঝড় তুলে শিরোনামে উঠে এসেছিলেন। আইপিএল শেষ হলেও কেকেআর তারকা রিঙ্কু সিংকে ঘিরে চর্চার কমতি নেই। মালদ্বীপে বর্তমানে বাঁ হাতি তারকা ছুটি কাটাচ্ছেন। আর মালদ্বীপ থেকে ছুটি কাটানোর বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিই নেট দুনিয়ায় সাইক্লোন তুলে দিয়েছে। রিঙ্কুর রিপড চেহারা এবং সিক্স প্যাক ভক্তকুলের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisment

আর রিঙ্কুর ছবিতে একের পর এক সেলেব কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। এর মধ্যেই একটি কমেন্ট নতুন করে চর্চার বিষয়বস্তু হয়েছে। কমেন্ট করেছেন রিঙ্কুর কেকেআর ক্যাপ্টেন নীতিশ রানার স্ত্রী সাচি মারওয়া। রিঙ্কুর দুর্ধর্ষ ছবিতে সাচির কমেন্ট, 'ভালো'। সেইসঙ্গে সাদা হৃদয়ের ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ঘটনা হল, রানার স্ত্রী সাচি মারওয়া এবং রিঙ্কু সিং দীর্ঘদিনের বন্ধু। একাধিকবার দুজনে সোশ্যাল মিডিয়ায় পরস্পরের ছবি পোস্ট করেছেন। আইপিএলে রিঙ্কুর এক স্মরণীয় ইনিংসের পর নিজের ইন্সটা-স্টোরিতে নিজের সঙ্গে রিঙ্কুর ছবি পোস্ট করেছিলেন। লখনৌয়ের বিপক্ষে রিঙ্কু ৬৭ রানের ঝোড়ো ইনিংসে কেকেআরকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। সেই ইনিংসের পর সাচি নিজের ইন্সটা-স্টোরিতে যে ছবি পোস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে, রিঙ্কুর কাঁধে মাথা রেখেছেন সাচি।

Advertisment

publive-image

যাইহোক, নীতিশ রানার স্ত্রী হিসেবে নয়, সাচির নিজস্ব পরিচয়ও রয়েছে। তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। ফ্যাশনেবল ওয়াগ-দের তালিকায় তিনি প্রথম সারিতেই রয়েছেন। নতুন দিল্লির এয়ারফোর্স ভারতী স্কুল থেকে পড়াশুনা করেছেন। যাইহোক, বন্ধু রিঙ্কুকে নিয়েই আপাতত মজে তিনি।

Read the full article in HINDI

IPL Rinku Singh KKR Kolkata Knight Riders