মাদকাসক্ত বান্ধবীর সরাসরি হুমকি KKR-এ খেলা তারকাকে! নারী কেলেঙ্কারিতে পুলিশের কাছে ছুটলেন ক্রিকেটার

নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন কেকেআরে খেলে যাওয়া তারকা

নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন কেকেআরে খেলে যাওয়া তারকা

author-image
IE Bangla Sports Desk
New Update
kkr

কেকেআর (টুইটার)

বান্ধবী সরাসরি হুমকি দিলেন। ক্রিকেট কেরিয়ার নাকি খতম করে দেবে বান্ধবী। শেষমেশ উপায়ন্তর না দেখে পুলিশের দ্বারস্থ হলেন কর্ণাটকের ক্রিকেটার কেসি কারিয়াপ্পা। ড্রাগ এবং মাদকাসক্ত বান্ধবীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন। তারপরেই পাল্টা দিয়েছিলেন বান্ধবী। হুমকি দিয়েছিল ক্রিকেট কেরিয়ার তো বটেই পরিবারকেও ছেড়ে দেবেন না। এমনটাই বিস্ফোরকভাবে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

Advertisment

২০১৫-য় আইপিএলে কেকেআরের জার্সিতে আত্মপ্রকাশ। তবে সেই সিজনে এক ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি। পরের সিজনেই যোগ দেন পাঞ্জাব কিংসে। ২০১৯-এ কেকেআরে প্রত্যাবর্তন ঘটে শিবম মাভির পরিবর্ত হিসেবে। তবে ২০২০-এ মেগা নিলামের আগে ফের একবার রিলিজ করে দেওয়া হত তারকাকে। ২০২১-এ নাম লেখান রাজস্থান রয়্যালসে।

লিস্ট-এ ক্রিকেটে কারিয়াপ্পার ২০২১-এ। তবে সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে সেভাবে ফর্মে ছিলেন না। আইপিএলের নিলামেও দল পাননি তারকা।

Advertisment

এর মধ্যেই খারাপ খবরে জড়িয়ে পড়লেন তারকা। নারী-ঘটিত কেলেঙ্কারি তাঁর নামের পাশে। তবে তাঁর বান্ধবীর সঙ্গে তাঁর বিবাদ এবারই প্ৰথম নয়। বছর খানেক আগেই কারিয়াপ্পার বান্ধবী তাঁর নামে থানায় কেস করেছিলেন। তারপরেই এবারই পাল্টা তারকা ক্রিকেটারের অভিযোগ।

কর্ণাটকের কোদাগু জেলার নাগাসান্দ্রার বাসিন্দা। কারিয়াপ্পা জানিয়েছেন, তিনি সেই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে মাদকাসক্তি এবং ড্রাগ সংস্রবের কারণে তিনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।

টাইমস অফ ইন্ডিয়া-কে পুলিশ আধিকারিক জানিয়েছেন, কারিয়াপ্পার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মহিলার অভিযোগ কী ছিল? জানা গিয়েছে, তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে অন্তঃস্বত্তা করে দিয়েছেন কারিয়াপ্পা। সেই মহিলা জানিয়েছেন, তিনি কারিয়াপ্পার অভিযোগের বিষয় জানেন না। তিনি পুনরায় কেস করার হুমকি দিয়েছেন।

KKR Kolkata Knight Riders IPL Cricket News