Advertisment

শাহরুখের KKR-এ কি ফিরছেন গম্ভীর! বিরাট আপডেটে IPL তোলপাড়, জানুন আসল ঘটনা

ঘরের ছেলে কি ফিরছে ঘরে, জানুন আসল আপডেট

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএল এখন মোটেই ট্রেন্ডিং নয়। এর মধ্যেই আইপিএল-আলোচনা হাজির হয়ে গেল গৌতম গম্ভীরের সৌজন্যে। হঠাৎ করেই জল্পনায় শোরগোল কেকেআরে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন ঘিরে। দৈনিক জাগরণ-এ সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে, গম্ভীরের সঙ্গে যোগাযোগ রাখছে কেকেআর ম্যানেজমেন্ট। এরপরেই জল্পনায় লাভাস্রোত বয়ে যায়। বলা হয়, তাহলে কি কেকেআরে মেন্টরের ভূমিকায় দেখা যাবে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে।

Advertisment

ক্রিকবাজ-এ আবার বলা হয়েছে লখনৌ আন্ডি ফ্লাওয়ারকে সরিয়ে জাস্টিন ল্যাঙ্গারকে হেড কোচ করতে পারে। এর পরেই দুইয়ে দুইয়ে চার করে নিতে থাকেন সমর্থকরা। ধরে নেওয়া হয়, নতুন কোচিং স্টাফে হয়ত থাকবেন না গম্ভীর। তাই তিনি প্রত্যাবর্তন করতে পারেন নিজের পুরোনো সংসারে।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর গম্ভীর আইপিএল কাঁপিয়েছেন নাইট রাইডার্স ক্যাপ্টেন হিসাবে। ২০১২, ২০১৪-এ দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন গৌতি। এরপরে ২০১৭ পর্যন্ত গম্ভীর কেকেআর-এর অপরিহার্য ছিলেন। আইপিএল কেরিয়ারের শেষে খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস-এ। যেখানে ক্যাপ্টেন হিসাবে মোটেই কেকেআর-সাফল্যের ধারেকাছে যেতে পারেননি।

পুরোদস্তুর রাজনৈতিক আবহে গম্ভীর নিজেকে জড়িয়ে ফেললেও ক্রিকেটের সঙ্গে সংস্রব ছিন্ন হয়নি। বিশেষজ্ঞ হিসেবে যেমন আইপিএলে দেখা গিয়েছে তাঁকে। তেমন শেষ দুই সিজনে লখনৌয়ের ডাগ-আউটে বসেছেন তিনি মেন্টর হিসাবে। আর গম্ভীরের মেন্টরশিপে টানা দুবার প্লে অফে পৌঁছেছে কেএল রাহুলের লখনৌ।

অন্যদিকে, গম্ভীর কেকেআর ছাড়ার পর নাইট রাইডার্স সাফল্য থেকে বহু দূরে। কাপ জেতা তো দূর, প্লে অফে উঠতেই হিমশিম খেয়েছে কেকেআর। গম্ভীর-বিহীন কেকেআর গত সাত বছরে মাত্র দুবার প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই সাফল্যের পথে হাঁটতে মরিয়া হয়েই শাহরুখ হয়ত চাইছেন পুরোনো সৈনিককে, এমনটাই ধারণা আইপিএল মহলের।

দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারেন নিজেকে। বাইশ গজের মত মাঠের বাইরেও যথেষ্ট প্যাশনেট তিনি। তাই কেকেআর কি এবার ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চাইছে? সরকারিভাবে এখনও কোনওকিছু স্বীকার না করা হলেও সময় উত্তর দেবে সবকিছুর।

IPL LSG KKR Lucknow Super Giants Kolkata Knight Riders Gautam Gambhir
Advertisment