Advertisment

আইপিএল ২০১৮: এবার দূরদর্শনেও দেখুন আইপিএলের ম্যাচ!

এই প্রথমবার আইপিএলের ম্যাচ দেখাবে দূরদর্শন। এমনটাই ট্যুইট করে জানিয়েছে প্রসারভারতী। তবে সবদিন সব ম্যাচ দেখার সৌভাগ্য মিলবে না দূরদর্শনের দর্শকদের জন্য। প্রতি রবিবার ২টো ম্যাচের মধ্যে একটি ম্যাচ দেখাবে দূরদর্শন। এমনকি, ম্যাচ শুরুর ১ ঘন্টা পর থেকে খেলা দেখানো শুরু করবে ডিডি নেটওয়ার্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
আইপিএল ২০১৮: কোথায় আর কখন দেখা যাবে উদ্ধোধনী অনুষ্ঠান

আইপিএল ২০১৮: কোথায় আর কখন দেখা যাবে উদ্ধোধনী অনুষ্ঠান

রাত পোহালেই এ বছরের আইপিএলের বোধন। তার আগেই বড় চমক দিল দূরদর্শন। প্রত্যন্ত গ্রামের কোণে কোণে এবার আইপিএলের টানটান টি-২০ ম্যাচ চেটেপুটে উপভোগ করতে পারবেন দর্শকরা। আজ্ঞে হ্যাঁ, কেবল পরিষেবা নেই তো কী হয়েছে, কিংবা বিশেষ কোনও টিভি নেটওয়ার্ক পরিষেবা না থাকলেও কুছ পরোয়া নেহি। কারণ, এই প্রথমবার আইপিএলের ম্যাচ দেখাবে দূরদর্শন। এমনটাই ট্যুইট করে জানিয়েছে প্রসারভারতী। তবে সবদিন সব ম্যাচ দেখার সৌভাগ্য মিলবে না দূরদর্শনের দর্শকদের জন্য। প্রতি রবিবার ২টো ম্যাচের মধ্যে একটি ম্যাচ দেখাবে দূরদর্শন। এমনকি, ম্যাচ শুরুর ১ ঘন্টা পর থেকে খেলা দেখানো শুরু করবে ডিডি নেটওয়ার্ক।

Advertisment

গত বছরের সেপ্টেম্বর থেকে আইপিএলের ম্যাচ সম্প্রচারের রাইটস কিনেছে স্টার স্পোর্টস। দূরদর্শনে আইপিএলের ম্যাচ দেখানোর ভাবনা স্টার স্পোর্টসকে জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শেষমেষ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রস্তাবে সিলমোহর দিল স্টার স্পোর্টস। তবে দূরদর্শনে ম্যাচ দেখানো হলেও তা যে শুধুমাত্র রবিবার একটি ম্যাচ দেখানো হবে, সে ব্যাপারে স্পষ্ট করে বলেছেন স্টার ইন্ডিয়া সিইও উদয় শঙ্কর। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মতো যে জাতীয় স্তরে সম্প্রচারের জন্য আইপিএলের ম্যাচ দূরদর্শনে দেখানো হবে না তা তিনি জানিয়েছেন। অন্যদিকে যাঁদের কেবল বা টিভি নেটওয়ার্ক পরিষেবা নেই, তাঁরা যে এই সিদ্ধান্তের ফলে আইপিএলের মতো বিনোদনের স্বাদ উপভোগ করতে পারবেন সেকথাও বলেছেন উদয় শঙ্কর।

আরও পড়ুন- আইপিএল ২০১৮: নেচেই ওয়ার্ম-আপ বিরাটদের

আরও পড়ুন-আইপিএল ২০১৮: ৩৫ বলে ১২৫ যুবির, সঙ্গে ডজন ছক্কা

অন্যদিকে আইপিএলের ম্যাচ দূরদর্শনে দেখানো হবে কিনা, এ নিয়ে রীতিমতো বিতর্কও হয়েছে প্রসার ভারতী ও স্টার ইন্ডিয়ার মধ্যে। গত কয়েকমাস ধরে দূরদর্শনে আইপিএলের ম্যাচ দেখানোর প্রস্তাব নিয়ে উদ্যোগী হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এ ব্যাপারে ক্রীড়া মন্ত্রকও তাদের বক্তব্য জানিয়েছে। আইপিএলের ম্যাচ দূরদর্শনে দেখানো হলে অন্য বেসরকারি লিগগুলোর ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর। আইপিএল ম্যাচে ক্রিকেটাররা যে নিজেদের ক্লাবের হয়ে খেলেন সেকথাও উল্লেখ করেছেন ক্রীড়ামন্ত্রী।

এদিকে শনিবারই এ বছরের আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখার অপেক্ষায় গোটা দেশ। আগামিকাল মুম্বইয়ের ওয়াংখের স্টেডিয়ামে তারকাদের নজরকাড়া উপস্থিতিতে আইপিএলের মঞ্চ রঙিন হওয়ার আগে দূরদর্শনে ম্যাচ দেখানোর এই খবরে অনেকেই যে উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য।

IPL 2018
Advertisment