KKR vs PBKS Highlights, IPL Match Today: অবশেষে জিতল বৃষ্টিই, ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ

IPL Match Today, Kolkata Knight Riders vs Punjab Kings Highlights: বৃষ্টির কারণে ভেস্তে গেল পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্য়াচ।

IPL Match Today, Kolkata Knight Riders vs Punjab Kings Highlights: বৃষ্টির কারণে ভেস্তে গেল পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্য়াচ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KKR vs PBKS at Eden Gardens

২০১ রানে শেষ হল পঞ্জাব কিংসের ইনিংস

IPL Match Today, KKR vs PBKS Highlights: বৃষ্টির কারণে ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight riders) বনাম পঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচ। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্য়াচের আয়োজন করা হয়। চলতি আইপিএল টুর্নামেন্টের নিরিখে কলকাতার কাছে এই ম্য়াচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু, কপাল থারাপ থাকলে যা হয় আর কী!

Advertisment

টস জিতে পঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ২০১ রান তোলে। দলের দুই ওপেনার প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য হাফসেঞ্চুরি করেন। জয়ের জন্য ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল কলকাতা। প্রথম ওভার শেষে তারা বিনা উইকেটে ৭ রান তোলে। এরপর নামে ঝমঝমিয়ে বৃষ্টি। শেষপর্যন্ত আর ম্যাচ শুরু করা সম্ভব হল না।

  • Apr 26, 2025 23:11 IST

    KKR vs PBKS Live Updates: বৃষ্টির কারণে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্য়াচ

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্য়াচে অবশেষে জয়লাভ করল বৃষ্টিই। ইডেন গার্ডেন্সে টানা বৃষ্টিপাতের কারণে শেষপর্যন্ত এই ম্য়াচটা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কলকাতার দৃষ্টিভঙ্গিতে এই ম্য়াচে জয়লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ ১ পয়েন্ট সংগ্রহ করলেও, প্লে-অফের রাস্তাটা তাদের সামনে বেশ কঠিন হয়ে যাবে। এই ম্য়াচে পঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে ২০১ রান তোলে। কিন্তু, একটা সময় মনে হচ্ছিল যে তারা ২২০ কিংবা ২৩০ রান তুলতে পারে। প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং দুর্দান্ত একটি ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু, এরপর কেকেআর দুর্দান্ত কামব্যাক করে। শেষ ৬ ওভারে তারা ৪৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিল। এরপর ব্যাট করতে নেমে কলকাতা প্রথম ওভারে বিনা উইকেটে ৭ রান তোলে। এই এক ওভারই তারা ব্য়াট করার সুযোগ পেয়েছিল। এরপর শুরু হয়ে যায় বৃষ্টি। আর খেলা শুরু করা সম্ভব হয়নি।



  • Apr 26, 2025 23:10 IST

    KKR vs PBKS Live Updates: ম্যাচ ভেস্তে গেলে লাভবান হবে কোন দল?

    KKR vs PBKS Live Updates: যদি বৃষ্টির কারণে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্য়াচটা একান্তই ভেস্তে যায়, তাহলে দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে পঞ্জাব কিংস ১১ পয়েন্টস সংগ্রহ করবে এবং মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে চার নম্বরে উঠে আসতে পারবে। কিন্তু, লম্বা দৌড়ের ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া এই ১ পয়েন্ট তাদের ভোগান্তির কারণ হতে পারে। 

    অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে ছবিটা অবশ্য আলাদা। তারা ২ পয়েন্ট সংগ্রহ করতে না পারলে, প্লে-অফের রাস্তা বেশ কঠিন হয়ে যাবে। আপাতত যা পরিস্থিতি যত বেশি পয়েন্টস কলকাতা সংগ্রহ করতে পারবে, ততই তাদের পক্ষে মঙ্গল। ফলে যদি ম্য়াচ ভেস্তে যায়, আখেরে ক্ষতিই তাদেরই হবে। যদিও গুজরাট এবং দিল্লি দুটো দলই আপাতত ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। এই ম্য়াচ ভেস্তে গেলেও পঞ্জাব কিংসের সামনে শীর্ষ কিংবা দ্বিতীয় স্থানে ওঠার কোনও সম্ভাবনা থাকছে না। আপাতত চার নম্বরেই তাদের সন্তুষ্ট থাকতে হবে।



  • Advertisment
  • Apr 26, 2025 21:35 IST

    KKR vs PBKS Live Updates: শুরু হল ঝড়-বৃষ্টি, আপাতত বন্ধ খেলা

    KKR vs PBKS Live Updates:  ঝড়-বৃষ্টির কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাচ। ক্রমশ বৃষ্টির গতি বাড়ছে। গোটা ইডেন জুড়ে বাজছে টিপ-টিপ বরসা পানি। গোটা মাঠ আপাতত ঢেকে ফেলা হয়েছে।



  • Apr 26, 2025 21:33 IST

    KKR vs PBKS Live Updates: শুরু হল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং

    KKR vs PBKS Live Updates: শুরু হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং। জয়ের জন্য তাদের ২০২ রান করতে হবে। ব্যাট করতে নেমেছেন রহমানউল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন। প্রথম ওভার শেষে কলকাতা বিনা উইকেটে ৭ রান করেছে।



  • Apr 26, 2025 21:17 IST

    KKR vs PBKS Live Updates: ২০১ রানে শেষ হল পঞ্জাব কিংসের ইনিংস

    KKR vs PBKS Live Updates: এই ম্য়াচের প্রথম ১০ ওভারে যদি পঞ্জাব কিংস রাজত্ব করে, তাহলে পরের ১০ ওভারে নিজেদের কর্তৃত্ব দেখাল কলকাতা নাইট রাইডার্স। দলের বোলাররাই KKR ব্রিগেডকে এই ম্য়াচে ফিরিয়েছে। নাহলে পঞ্জাব যেভাবে শুরু করেছিল, তাতে ২০১ রানের মধ্যে আটকে রাখা কখনই সম্ভব ছিল না। 

    আপাতত এই ম্য়াচে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিয়েছেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য। মাত্র ৭২ বলে ১২০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠে। ১৫ ওভারে যখন প্রভসিমরন সিং ফিরছেন তখন পঞ্জাব ২ উইকেটে ১৬০ রান করে ফেলেছে। এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন যে শেষপর্যন্ত হয়ত শ্রেয়স আইয়াররা ২২০ কিংবা ২৩০ রানে শেষ করবে। কিন্তু, কেকেআর প্রথম ইনিংসের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে। আবারও ব্যর্থ হলেন ম্য়াক্সওয়েল। একই পথের পথিক জেনসেনও।



  • Apr 26, 2025 21:11 IST

    KKR vs PBKS Live Updates: পঞ্জাবের তৃতীয় উইকেটের পতন, ফিরলেন জেনসেন

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংস চতুর্থ উইকেট হারাল। দলের ১৮৪ রানের মাথায় আউট হলেন মার্কো জেনসেন। তিনি ৭ বলে ৩ রান করেন। এবার শ্রেয়স আইয়ারের সঙ্গে ব্যাট করতে নামলেন জস ইংলিশ।



  • Apr 26, 2025 20:58 IST

    KKR vs PBKS Live Updates: আবারও ব্যর্থ ম্য়াক্সওয়েল, পঞ্জাবের তৃতীয় উইকেটের পতন

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংস তৃতীয় উইকেট হারাল। দলের ১৭৩ রানের মাথায় আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৮ বলে ৭ রান করেন। এবার শ্রেয়স আইয়ারের সঙ্গে ব্যাট করতে নামলেন মার্কো জেনসেন।



  • Apr 26, 2025 20:47 IST

    KKR vs PBKS Live Updates: পঞ্জাব কিংসের দ্বিতীয় উইকেটের পতন

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংস দ্বিতীয় উইকেট হারাল। দলের ১৬০ রানের মাথায় আউট হলেন প্রভসিমরন সিং। তিনি ৪৯ বলে ৮৩ রান করেন। এবার শ্রেয়স আইয়ারের সঙ্গে ব্যাট করতে নামলেন গ্লেন ম্য়াক্সওয়েল।



  • Apr 26, 2025 20:36 IST

    KKR vs PBKS Live Updates: আর্য সভ্যতার পতন, উইকেট পেলেন রাসেল

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংস প্রথম উইকেট হারাল। দলের ১২০ রানের মাথায় আউট হলেন প্রিয়াংশ আর্য। তিনি ৩৫ বলে ৬৯ রান করেন। এবার প্রভসিমরন সিংয়ের সঙ্গে ব্যাট করতে নামলেন শ্রেয়স আইয়ার।



  • Apr 26, 2025 20:01 IST

    KKR vs PBKS Live Updates: পাওয়ারপ্লে শেষে পঞ্জাবের স্কোর

    KKR vs PBKS Live Updates: পঞ্জাব কিংস দল ৪ ওভার শেষে বিনা উইকেটে ৫৭ রান করে ফেলেছে। প্রভসিমরন সিং ২৫ এবং প্রিয়াংশ আর্য ৩০ রানে ব্যাট করছে। পাওয়ার প্লে'তে একটাও উইকেট শিকার করতে পারল না কলকাতা নাইট রাইডার্স।



  • Apr 26, 2025 19:37 IST

    KKR vs PBKS Live Updates: শুরু হল পঞ্জাবের ইনিংস

    KKR vs PBKS Live Updates: পঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে নামলেন প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং। প্রথম ওভারে বল করতে এলেন বৈভব অরোরা।



  • Apr 26, 2025 19:12 IST

    KKR vs PBKS Live Updates: পঞ্জাব ব্রিগেডে জোড়া বদল

    KKR vs PBKS Live Updates: দেখে নিন পঞ্জাব কিংসের প্রথম একাদশ

    প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জস ইংলিশ (উইকেটকিপার), নেহাল বঢেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো জেনসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।



  • Apr 26, 2025 19:06 IST

    KKR vs PBKS Live Updates: দলে এলেন রোভম্যান পাওয়েল, বাদ পড়লেন কে?

    KKR vs PBKS Live Updates: দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ

    রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।



  • Apr 26, 2025 19:01 IST

    KKR vs PBKS Live Updates: টস আপডেট

    KKR vs PBKS Live Updates: শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল পঞ্জাব কিংস।



  • Apr 26, 2025 14:19 IST

    KKR vs PBKS Live Updates: গরমে কাহিল হতে পারেন ক্রিকেটাররা

    KKR vs PBKS Live Updates: তবে প্রবল গরমের কারণে ক্রিকেটাররা কাহিল হয়ে পড়তে পারেন। ইতিমধ্যে শহর কলকাতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার শহরের তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৬ শতাংশ। শনিবার ম্য়াচ চলাকালীন মাত্র ১ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ৪০ ওভারের ম্য়াচই যে দর্শকরা উপভোগ করতে পারবেন, তা চোখ বন্ধ করে বলা যায়।



  • Apr 26, 2025 14:18 IST

    KKR vs PBKS Live Updates: আদৌ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা?

    KKR vs PBKS Live Updates: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, তাতে দক্ষিণবঙ্গে অবশ্যই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাসতে পারে শহর কলকাতাও (Rain in Kolkata)। কিন্তু, সেটা রবিবার। অর্থাৎ শনিবার ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের যে সামান্যতমও সম্ভাবনা নেই, তা বলা যেতে পারে।



  • Apr 26, 2025 13:11 IST

    KKR vs PBKS Live Updates: পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ

    KKR vs PBKS Live Updates: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জস ইংলিশ (উইকেটকিপার), নেহাল বঢেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোয়েনিস, মার্কো জেনসেন, জেভিয়ার বার্টলেট, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার।



  • Apr 26, 2025 13:10 IST

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ

    KKR vs PBKS Live Updates: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।



  • Apr 26, 2025 13:09 IST

    KKR vs PBKS Live Updates: শেষ ৫ ম্য়াচের ফলাফল

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের মধ্যে আয়োজিত শেষ পাঁচটি ম্য়াচের মধ্যে কেকেআর ২ ম্য়াচে জয়লাভ করেছে। অন্যদিকে, পঞ্জাব কিংস জিতেছে ৩ ম্য়াচে।

    • পঞ্জাব কিংস ১৬ রানে জয়লাভ করেছে।
    • পঞ্জাব কিংস ৮ উইকেটে জয়লাভ করেছে।
    • কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে জয়লাভ করেছে।
    • পঞ্জাব কিংস ৭ রানে জয়লাভ করেছে।
    • কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়লাভ করেছে।



  • Apr 26, 2025 13:08 IST

    KKR vs PBKS Live Updates: হেড টু হেড রেকর্ড

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের মধ্যে এখনও পর্যন্ত ৩৪ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ২১ ম্য়াচে কেকেআর এবং ১৩ ম্য়াচে পঞ্জাব কিংস জয়লাভ করেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে এই দুটো দল এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ৯ বার জিতেছে কলকাতা। আর চারটে ম্য়াচ নিজেদের ঝুলিতে পুরতে পেরেছে প্রীতি জিন্টার দল।



  • Apr 26, 2025 12:57 IST

    KKR vs PBKS Live Updates: প্রতিশোধের ম্যাচে নামতে চলেছে কেকেআর

    KKR vs PBKS Live Updates: চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা এবং পঞ্জাব একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। প্রথম লেগের ম্য়াচে শ্রেয়স আইয়ারের দল ১৬ রানে জয়লাভ করেছিল। আইপিএল ইতিহাসে সর্বনিম্ন স্কোর ১১১ রান করেও জয়লাভ করেছিল পঞ্জাব কিংস। শনিবারের ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স যে বদলা নিতে চাইবে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।



  • Apr 26, 2025 12:56 IST

    KKR vs PBKS Live Updates: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস

    KKR vs PBKS Live Updates: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৪৪ নম্বর ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস খেলতে নামছে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। গত ম্য়াচের কথা যদি বলতে হয়, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গিয়েছিল পঞ্জাব কিংস। অন্যদিকে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৯ রানে পরাস্ত হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।



Punjab Kings IPL Kolkata Knight Riders