MI vs LSG Highlights, IPL Match Today: অলআউট লখনউ, পরপর ৫ ম্য়াচে জিতল মুম্বই ইন্ডিয়ান্স

IPL Match Today, Mumbai Indians vs Lucknow Super Giants Highlights: এই ম্য়াচে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস শীর্ষ ৪ দলের মধ্যে আবারও নাম লেখাতে চাইবে। দুটো দলই এখনও পর্যন্ত ১০ পয়েন্ট করে পেয়েছে।

IPL Match Today, Mumbai Indians vs Lucknow Super Giants Highlights: এই ম্য়াচে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস শীর্ষ ৪ দলের মধ্যে আবারও নাম লেখাতে চাইবে। দুটো দলই এখনও পর্যন্ত ১০ পয়েন্ট করে পেয়েছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
MI vs LSG Live Updates

মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস লাইভ আপডেটস

IPL Match Today, MI vs LSG Highlights: শেষ হল ২০২৫ আইপিএল টুর্নামেন্টের (IPL 2025) ৪৫ নম্বর ম্য়াচ। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। লখনউকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল হার্দিক পান্ডিয়ার দল।

Advertisment

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান করেছে। মুম্বইয়ের হয়ে রায়ান রিকলটন এবং সূর্যকুমার যাদব হাফসেঞ্চুরি করেন।

এরপর ব্যাট হাতে লখনউ সুপার জায়ান্টস একেবারে নজর কাড়তে পারেনি। সর্বাধিক ৩৫ রান করেন আয়ুশ বদৌনি। কিন্তু, দলকে জেতানোর জন্য এই রানটা একেবারেই পর্যাপ্ত ছিল না। এই ম্য়াচে ৪ উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। এছাড়া তিনটে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। শেষপর্যন্ত লখনউ ১৬১ রানে অলআউট হয়ে যায়। সেইসঙ্গে ৫৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ম্য়াচটি।

  • Apr 27, 2025 19:36 IST

    MI vs LSG Live Updates: ৫৪ রানে জিতল মুম্বই ইন্ডিয়ান্স

    MI vs LSG Live Updates: এই প্রথমবার আইপিএল টুর্নামেন্টের গ্রুপ পর্বে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ঋষভ পন্থের দল শেষপর্যন্ত ১৬১ রান করে অলআউট হয়ে গেল। আর সেইসঙ্গে ঘরের মাঠে ৫৪ রানে জয়লাভ করল মুম্বই ইন্ডিয়ান্স।



  • Apr 27, 2025 19:09 IST

    MI vs LSG Live Updates: লখনউয়ের অষ্টম উইকেটের পতন

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ১৪২ রানে অষ্টম উইকেট হারাল। ফিরে গেলেন আভেশ খান। রানের খাতা খুলতে না পেরেই তিনি বুমরাহের বলে বোল্ড হয়ে গেলেন।



  • Advertisment
  • Apr 27, 2025 19:07 IST

    MI vs LSG Live Updates: আয়ুশ বদৌনি আউট

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১৩৫ রানে পঞ্চম উইকেট হারাল। ফিরে গেলেন আয়ুশ বদৌনি।



  • Apr 27, 2025 19:05 IST

    MI vs LSG Live Updates: ১৪ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৩৪

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১৪ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে। লখনউয়ের জয়ের জন্য এখনও ৩৬ বলে ৮২ রান দরকার।



  • Apr 27, 2025 19:04 IST

    MI vs LSG Live Updates: আউট মিচেল মার্শ

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ১১০ রানে চতুর্থ উইকেট হারাল। ফিরে গেলেন মিচেল মার্শ। ৩৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে তিনি আউট হয়ে গেলেন।



  • Apr 27, 2025 19:02 IST

    MI vs LSG Live Updates: ১০ ওভার শেষে লখনউয়ের স্কোর ১০৩

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১০৩ রান করেছে। মিচেল মার্শ ৩৩ রান এবং আয়ুশ বদৌনি ২৬ রানে ব্য়াট করছেন। লখনউয়ের জয়ের জন্য এখনও ৬০ বলে ১১৩ রান দরকার।



  • Apr 27, 2025 18:29 IST

    MI vs LSG Live Updates: জোড়া উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমেছে লখবউ সুপার জায়ান্টস। কিন্তু, একই ওভারে ফিরে গেলেন নিরোলাস পুরান এবং ঋষভ পন্থ। পুরান ২৭ রান করলেন। কিন্তু, ঋষভ থেকে ব্যাট হাতে ব্যর্থ হলেন। মাত্র ৪ রান করে ফিরে যান তিনি। তার থেকেও বড় কথা দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন তিনি।

    ঋষভ গত বেশ কয়েকটা ম্য়াচেই ফর্মে নেই। সেথানে আশা করা হয়েছিল, মুম্বইয়ের বিরুদ্ধে তিনি হয়ত একটু বুঝেশুনে ব্যাট করবেন। কিন্তু, কোথায় কী! প্রথম বলটা ব্যাটের কানা লেগে বাউন্ডারি হয়ে যায়। পরের বলটা রিভার্স সুইপ করতে যান তিনি। ফর্মের এমন দুঃসময়ে তিনি যে কেন রিভার্স সুইপ খেলতে গেলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকী, জিও হটস্টারে কমেন্ট্রি করছিলেন রাজা ভেঙ্কট। তিনি এমন ব্যাটিং দেখার পর রাগে ফেটে পড়েন।



  • Apr 27, 2025 18:10 IST

    MI vs LSG Live Updates: ৫ ওভারের খেলা শেষ

    MI vs LSG Live Updates: ৫ ওভার শেষে লখনউ ১ উইকেট হারিয়ে ৪০ রান স্কোরবোর্ডে তুলেছে। পুরান এবং মার্শ আপাতত ব্যাট করছেন।



  • Apr 27, 2025 18:08 IST

    MI vs LSG Live Updates: মার্করাম আউট

    MI vs LSG Live Updates: ইনিংসের তৃতীয় ওভারে প্রথম ধাক্কা খেল লখনউ। জসপ্রীত বুমরাহ শিকার করলেন মার্করামের উইকেটে। লখনউয়ের প্রথম উইকেটের পতন হল।



  • Apr 27, 2025 18:07 IST

    MI vs LSG Live Updates: বিশাল ছক্কা!!

    MI vs LSG Live Updates: ট্রেন্ট বোল্টের প্রথম ওভার থেকে এল ৯ রান। দীপক চাহারের ওভারে একটা আকাশছোঁয়া ছক্কা হাঁকালেন মার্শ।



  • Apr 27, 2025 18:05 IST

    MI vs LSG Live Updates: শুরু হল লখনউয়ের ইনিংস

    MI vs LSG Live Updates: শুরু হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। মিচেল মার্শ এবং এইডেন মার্করাম ব্যাট করতে নামলেন।



  • Apr 27, 2025 17:37 IST

    MI vs LSG Live Updates: ২০ ওভারে ২১৫ রান করল মুম্বই ইন্ডিয়ান্স

    MI vs LSG Live Updates:লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান করেছে। মুম্বইয়ের হয়ে রায়ান রিকলটন এবং সূর্যকুমার যাদব হাফসেঞ্চুরি করেন।



  • Apr 27, 2025 17:35 IST

    MI vs LSG Live Updates: আউট হলেন সূর্যকুমার যাদব

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স তাদের ষষ্ঠ উইকেট হারাল। দলের ১৮০ রানের মাথায় ফিরলেন সূর্যকুমার যাদব। ৫৪ রান করে আভেশ খানের বলে আউট হলেন সূর্য।



  • Apr 27, 2025 16:58 IST

    MI vs LSG Live Updates: এবার 'গো টু প্যাভিলিয়ন' হার্দিক পান্ডিয়া

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স দল ১৫৭ রানে পঞ্চম উইকেট হারাল। পঞ্চম উইকেট হিসেবে ফিরলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৫ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ময়াঙ্ক যাদবের বলে তিনি ক্লিন বোল্ড হয়ে গেলেন।



  • Apr 27, 2025 16:55 IST

    MI vs LSG Live Updates: ১৫ ওভারে ১৫৭ রান করল মুম্বই

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে। আপাতত ব্যাট করছেন হার্দিক পান্ডিয়া (৫) এবং সূর্যকুমার যাদব (৪৪)।



  • Apr 27, 2025 16:53 IST

    MI vs LSG Live Updates: এবার প্যাভিলিয়নে ফিরলেন তিলক বর্মা

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স দল ১৩৭ রানে তৃতীয় উইকেট হারাল। চতুর্থ উইকেট হিসেবে ফিরলেন তিলক বর্মা। মাত্র ৬ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। রবি বিষ্ণোই তাঁর উইকেট শিকার করলেন।



  • Apr 27, 2025 16:51 IST

    MI vs LSG Live Updates: এবার আউট উইল জ্যাকস

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স দল ১১৬ রানে তৃতীয় উইকেট হারাল। তিন নম্বর উইকেট হিসেবে ফিরলেন উইল জ্যাকস। ২৮ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। প্রিন্স যাদবের বলে তিনি বোল্ড হয়ে যান।



  • Apr 27, 2025 16:49 IST

    MI vs LSG Live Updates: ১১ ওভারে ১১৫ রান করল মুম্বই

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে। আপুাতত ব্যাট করছেন উইল জ্যাকস (২৯) এবং সূর্যকুমার যাদব (১৪)।



  • Apr 27, 2025 16:29 IST

    MI vs LSG Live Updates: ৫৮ রান করে আউট রিকলটন

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স দল ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারাল। দ্বিতীয় উইকেট হিসেবে ফিরলেন রায়ান রিকলটন। ৫৮ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। দিগ্বেশ রথী তাঁর উইকেট শিকার করলেন।



  • Apr 27, 2025 16:26 IST

    MI vs LSG Live Updates: দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন রিকলটন

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স দল ৭ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭৩ রান করেছে। এরমধ্যে রিকলটন ৫৫ রান এবং উইল জ্যাকস ৪ রানে ব্যাট করছেন।



  • Apr 27, 2025 15:45 IST

    MI vs LSG Live Updates: নিজের উইকেট ছুঁড়ে এলেন রোহিত

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলের ওপেনার রোহিত শর্মা নিজের উইকেটটা কার্যত ছুঁড়ে দিয়ে এলেন। তাঁর উইকেট শিকার করলেন ময়াঙ্ক যাদব। এই ম্য়াচে রোহিত ৫ বলে ১২ রান করেছেন। ৩ ওভার শেষে মুম্বই এক উইকেট হারিয়ে ৩৩ রান করেছে।



  • Apr 27, 2025 15:30 IST

    MI vs LSG Live Updates: শুরু হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস

    MI vs LSG Live Updates: শুরু হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা এবং রায়ান রিকলটন।



  • Apr 27, 2025 15:20 IST

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

    রায়ান রিকলটন (উইকেটকিপার), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, করভিন বশ, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, কর্ণ শর্মা।

    ইমপ্যাক্ট সাব - জসপ্রীত বুমরাহ, রাজ বাওয়া, রিস টপলি, রবিন মিনজ, পিএসভিএন রাজু।



  • Apr 27, 2025 15:17 IST

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ

    এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটকিপার), আয়ুশ বদৌনি, আবদুল সামাদ, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, দিগ্বেশ রথী, আভেশ খান, প্রিন্স যাদব।

    ইমপ্যাক্ট সাব - ডেভিড মিলার, যুবরাজ চৌধুরী, শাহবাজ আহমেদ, হিম্মত সিং, আকাশ সিং।



  • Apr 27, 2025 15:07 IST

    MI vs LSG Live Updates: টস আপডেট

    MI vs LSG Live Updates: টসে জিতলে দুুই দলের অধিনায়কই সিদ্ধান্ত নিয়েছিল যে প্রথমে ফিল্ডিং করবে। কিন্তু, ঋষভের ভাগ্য ভাল। লখনউ টস জেতার পর মুম্বইকে প্রথমে ব্য়াট করতে পাঠাল।



  • Apr 27, 2025 13:20 IST

    MI vs LSG Live Updates: দুর্দান্ত ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্স একেবারে সঠিক সময়ে নিজেদের ছন্দটা ফিরে পেয়েছে। টানা ৪ ম্য়াচে জয়লাভ করে তারা ইতিমধ্যে প্লে-অফের দৌড়ে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। এই মরশুমে তারা খেতাব জয়ের লক্ষ্যে এগোচ্ছে। ওয়াংখেড়ের পরিস্থিতি সম্পর্কে খুব ভাল করেই ওয়াকিবহাল হার্দিক পান্ডিয়ার দল। সেই অ্যাডভান্টেজ তারা কাজে লাগাতে চাইবে। 



  • Apr 27, 2025 13:19 IST

    MI vs LSG Live Updates: পন্থের ফর্ম নিয়ে দুশ্চিন্তা

    MI vs LSG Live Updates: লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের ফর্ম নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। কারণ এখনও পর্যন্ত ৯ ম্য়াচে তিনি মাত্র ১০৬ রান করেছেন। মুম্বইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে তাঁকে আজ কঠিন পরীক্ষা দিতে হবে।



  • Apr 27, 2025 13:19 IST

    MI vs LSG Live Updates: অবশেষে মায়াঙ্ক যাদবকে খেলাতে পারে লখনউ শিবির



  • Apr 27, 2025 13:16 IST

    MI vs LSG Live Updates: নেট রানরেটে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স

    MI vs LSG Live Updates: দুটো দলই এখনও পর্যন্ত পাঁচটা করে ম্য়াচ জিতেছে। আর চারটে করে হেরে গিয়েছে। ঋষভ পন্থের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস এই ম্য়াচে জয়লাভের পাশাপাশি নিজেদের নোট রানরেটও উন্নত করতে চাইবে। কারণ, টুর্নামেন্ট যত প্লে-অফের দিকে এগোবে, নেট রানরেট ততই বড় ফ্যাক্টর হয়ে উঠবে।



  • Apr 27, 2025 13:15 IST

    MI vs LSG Live Updates: জোর কদমে চলছে মুম্বইয়ের অনুশীলন



  • Apr 27, 2025 13:14 IST

    MI vs LSG Live Updates: কখন থেকে শুরু হবে ম্য়াচ?

    MI vs LSG Live Updates: মুম্বই বনাম লখনউ ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে। এই ম্য়াচ পকেটে পুরে মুম্বই ইন্ডিয়ান্স তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। অন্যদিকে, লখনউ সুপা জায়ান্টস আরও একবার টপ ফোরে দেখতে চায় নিজেদের। দুটো দলই এখনও পর্যন্ত ১০ পয়েন্ট করে পেয়েছে. কিন্তু, নেট রানরেটে এগিয়ে থাকার কারণে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবিলে কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে।



  • Apr 27, 2025 13:13 IST

    MI vs LSG Live Updates: মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস

    MI vs LSG Live Updates: প্রতি বছরের মতো এবারও শুরুর দিকে টলমল পায়ে এগোলেও, আপাতত গিয়ার বদল করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার অর্থাৎ ২৭ এপ্রিল তারা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে। সুপার সানডে'তে মুম্বই বনাম লখনউ ম্য়াচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।



IPL 2025 Lucknow Super Giants Mumbai Indians