RR vs GT Highlights, IPL Match Today: বৈভবের ঐতিহাসিক শতরানে জয় রাজস্থান রয়্যালসের

IPL Match Today, Rajasthan Royals vs Gujarat Titans Highlights: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৪৭ নম্বর ম্য়াচে মুখোমুখি গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। এই ম্য়াচটি জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

IPL Match Today, Rajasthan Royals vs Gujarat Titans Highlights: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৪৭ নম্বর ম্য়াচে মুখোমুখি গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। এই ম্য়াচটি জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Vaibhav Suryavanshi

১৭ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন বৈভব

IPL Match Today, RR vs GT Highlights: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের ৪৭ নম্বর ম্য়াচে মুখোমুখি গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্য়াচটি জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

Advertisment

এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। অধিনায়ক শুভমান গিল এবং তারকা ব্যাটার জস বাটলারের জোড়া হাফসেঞ্চুরির দৌলতে গুজরাট টাইটান্স তাদের অ্যাওয়ে ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২১০ রানের টার্গেট দিয়েছে। গুজরাট ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করেছে। শুভমান গিল ৪৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, জস বাটলার অপরাজিত ৫০ রান করেন। বাটলার ২৬ বলে ৩ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন।

এরপর ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। তবে একজনই এলেন, দেখলেন এবং জয় করলেন। তিনি রাজস্থানের ১৪ বছর বয়সি ওপেনার বৈভব সূর্যবংশী। ৩৫ বলে দুর্ধর্ষ শতরান করেন। ৭ চার এবং ১১ ছয় হাঁকালেন। এককথায়, গুজরাট বোলারদের দুরমুশ করে দিলেন। আর এই ইনিংসের দৌলতে রাজস্থান ৮ উইকেটে জয়লাভ করে।

  • Apr 28, 2025 23:02 IST

    RR vs GT Live Updates: ৮ উইকেটে জয় রাজস্থান রয়্যালসের

    RR vs GT Live Updates: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করল রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সওয়াল ৪০ বলে অপরাজিত ৭০ রান করেন। বৈভব সূর্যবংশী ৩৮ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন।



  • Apr 28, 2025 22:51 IST

    RR vs GT Live Updates: রানা আউট

    RR vs GT Live Updates: বৈভব সূর্যবংশীর পর এবার ফিরে গেলেন নীতিশ রানা। নীতিশ মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। রশিদ খান গুজরাটকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন।



  • Advertisment
  • Apr 28, 2025 22:50 IST

    RR vs GT Live Updates: রাজস্থান রয়্যালসের প্রথম উইকেটের পতন

    RR vs GT Live Updates: ঝোড়ো শতরান করার পর অবশেষে আউট হলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের প্রথম উইকেটের পতন হল। ৩৮ বলে ১০১ রান করে ফিরলেন বৈভব সূর্যবংশী। তিনি ৭ চার এবং ১১ ছক্কা হাঁকিয়েছেন।



  • Apr 28, 2025 22:33 IST

    RR vs GT Live Updates: শুধু শতরান নয়, ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

    RR vs GT Live Updates: ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী মাত্র ৩৫ বলে শতরান হাঁকিয়ে ইতিহাস কায়েম করলেন। আইপিএল ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান হাঁকালেন তিনি।



  • Apr 28, 2025 22:16 IST

    RR vs GT Live Updates: প্রথম উইকেটের খোঁজে গুজরাট টাইটান্স

    RR vs GT Live Updates: রাজস্থান ৬ ওভারে ৮৭ রান করেছে। বৈভব ৫২ এবং জয়সওয়াল ৩১ রানে ব্যাট করছেন। গুজরাট প্রথম উইকেটের খোঁজে মাথা খুঁড়ছে।



  • Apr 28, 2025 22:14 IST

    RR vs GT Live Updates: দুর্দান্ত হাফসেঞ্চুরি বৈভব সূর্যবংশীর

    RR vs GT Live Updates: মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সি এই ক্রিকেটার আইপিএল টুর্নামেন্টে প্রথম ফিফটি করলেন।



  • Apr 28, 2025 22:13 IST

    RR vs GT Live Updates: দুরমুশ হলেন ইশান্ত শর্মা

    RR vs GT Live Updates: রান লুটিয়ে এলেন ইশান্ত শর্মা। বৈভব সূর্যবংশী তাঁকে পিটিয়ে ছাতু করলেন। এই ওভার থেকে এল ২৮ রান। সূর্যবংশী ৩ ছক্কা এবং ২ চার মারলেন। ৪ ওভারে রাজস্থান বিনা উইকেটে ৬০ রান করে ফেলেছে।



  • Apr 28, 2025 22:11 IST

    RR vs GT Live Updates: ৩ ওভারের খেলা শেষ

    RR vs GT Live Updates: রাজস্থান রয়্য়ালস ৩ ওভারে ৩২ রান স্কোরবোর্ডে তুলে পেলেছে। যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী এগোচ্ছেন।



  • Apr 28, 2025 21:51 IST

    RR vs GT Live Updates: বল হাতে শুরু করলেন মহম্মদ সিরাজ

    RR vs GT Live Updates: ২১০ রানের টার্গেট তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী রাজস্থানের হয়ে ওপেন করতে নামলেন। প্রথম ওভারে বল করতে এলেন মহম্মদ সিরাজ।



  • Apr 28, 2025 21:24 IST

    RR vs GT Live Updates: রাজস্থানের সামনে ২১০ রানের টার্গেট

    RR vs GT Live Updates: শুভমান গিল এবং জস বাটলারের জোড়া হাফসেঞ্চুরির দৌলতে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২১০ রানের টার্গেট দিয়েছে। গুজরাট ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করেছে। শুভমান গিল ৪৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, জস বাটলার অপরাজিত ৫০ রান করেন। বাটলার ২৬ বলে ৩ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন।



  • Apr 28, 2025 21:22 IST

    RR vs GT Live Updates: চতুর্থ ধাক্কা

    RR vs GT Live Updates: ওয়াশিংটন সুন্দরের পর ফিরে গেলেন রাহুল তেওয়াটিয়াও। চতুর্থ সাফল্য পেল রাজস্থান রয়্যালস। শেষ ওভারে আর ৫ বল বাকি রয়েছে।



  • Apr 28, 2025 21:20 IST

    RR vs GT Live Updates: তৃতীয় ধাক্কা

    RR vs GT Live Updates: এবার ওয়াশিংটন সুন্দরকে প্য়াভিলিয়নে ফেরত পাঠালেন সন্দীপ শর্মা। আর সেইসঙ্গে গুজরাটের তৃতীয় উইকেটের পতন হল। একটা দিক ধরে রেখেছেন জস বাটলার। তিনি হাফসেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন।



  • Apr 28, 2025 21:05 IST

    RR vs GT Live Updates: সেঞ্চুরি হাতছাড়া করলেন শুভমান

    RR vs GT Live Updates: তীরে এসে ডুবল তরী। শতরানের দোরগোড়ায় এসেও তা হাতছাড়া করলেন শুভমান গিল। রাজস্থান রয়্যালস দ্বিতীয় সাফল্য পেল। শুভমান ৮৪ রান করে আউট হয়ে গেলেন। ১৭ ওভারে মহেশ থিক্ষণার বলে বড় শট মারতে যান শুভমান। কিন্তু, বাউন্ডারি লাইনটা টপকাতে পারলেন না রিয়ান পরাগ দ্বিতীয় ক্যাচ ধরলেন।



  • Apr 28, 2025 20:47 IST

    RR vs GT Live Updates: শতরানের দোরগোড়ায় শুভমান

    RR vs GT Live Updates: ব্যাত টু ব্যাক ২ ওভারে ৩৯ রান সংগ্রহ করলেন শুভমান গিল। ১৫ ওভার শেষে গুজরাটের স্কোর ১৪৯/১। ৭৭ রানে ব্যাট করছেন শুভমান গিল।



  • Apr 28, 2025 20:29 IST

    RR vs GT Live Updates: ১০০ রান করে ফেলল গুজরাট টাইটান্স

    RR vs GT Live Updates: গুজরাট টাইটান্সের স্কোর ১০০ টপকে গেল। শুভমান গিল আপাতত বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন। প্রথম উইকেটের পতন হলেও রানের গতিতে কোনও প্রভাব পড়েনি।



  • Apr 28, 2025 20:27 IST

    RR vs GT Live Updates: গুজরাট টাইটান্সের প্রথম উইকেটের পতন

    RR vs GT Live Updates: অবশেষে প্রথম উইকেট শিকার করল রাজস্থান রয়্যালস। প্যাভিলিয়নে ফিরলেন সাই সুদর্শন। মহেশ থিক্ষণা সুদর্শনকে ফেরত পাঠালেন। এই ম্য়াচে সাই ৩৯ রান করেছেন।



  • Apr 28, 2025 20:20 IST

    RR vs GT Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি শুভমান গিলের

    RR vs GT Live Updates: ৯ ওভারে গুজরাট ৮৭ রান করে ফেলেছে। রাজস্থান বোলারেদের কার্যত দিশেহারা দেখাচ্ছে। দশম ওভারে গিল নিজের হাফসেঞ্চুরিও পূরণ করে ফেললেন।



  • Apr 28, 2025 20:18 IST

    RR vs GT Live Updates: ৫০ রান করে ফেলল গুজরাট টাইটান্স

    RR vs GT Live Updates: গুজরাট টাইটান্স ৬ ওবারে ৫০ রান করে ফেলল। রাজস্থানের বোলাররা এখনও পর্যন্ত একটাও উইকেট শিকার করতে পারেনি। গিল ২৫ এবং সুদর্শন ২৭ রানে ব্য়াট করছেন।



  • Apr 28, 2025 19:55 IST

    RR vs GT Live Updates: ৪ ওভারের খেলা শেষ

    RR vs GT Live Updates: গুজরাট টাইটান্সের শুরুটা বেশ ধামাকাদার হয়েছে। শুভমান গিল এবং সাই সুদর্শন ৪ ওভারে ৩৮ রান করে ফেলেছেন। সুদর্শন ১৭ এবং শুভমান ২১ রানে ব্যাট করছেন।



  • Apr 28, 2025 19:46 IST

    RR vs GT Live Updates: উইকেটের খোঁজে রাজস্থান রয়্যালস

    RR vs GT Live Updates: প্রথম ২ ওভারে সাই সুদর্শন এবং অধিনায়ক শুভমান গিল দুজনে মিলে ১৭ রান করেছেন। যত দ্রুত সম্ভব রাজস্থান প্রথম উইকেটটা তুলতে চাইছে।



  • Apr 28, 2025 19:44 IST

    RR vs GT Live Updates: শুরু হল গুজরাট টাইটান্সের ব্যাটিং

    RR vs GT Live Updates: শুরু হচ্ছে গুজরাট টাইটান্সের ব্যাটিং। সাই সুদর্শন এবং শুভমান গিল মাঠে নামলেন। অন্যদিকে, বল হাতে প্রস্তুত জোফ্রা আর্চার।



  • Apr 28, 2025 19:03 IST

    RR vs GT Live Updates: টসে জিতল রাজস্থান রয়্যালস

    RR vs GT Live Updates: টসে জিতল রাজস্থান রয়্যালস। তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজস্থান রয়্যালস দলে দুটো পরিবর্তন করা হয়েছে। ফজলহক ফারুকি এবং তুষার দেশপাণ্ডের জায়গায় যথাক্রমে এসেছেন মহেশ থিক্ষণা এবং যুধবীর সিং।



  • Apr 28, 2025 18:57 IST

    RR vs GT Live Updates: পয়েন্টস টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে?

    RR vs GT Live Updates: রাজস্থানের কথা যদি বলতে হয়, তাহলে এই মরশুমে তারা ৯ ম্য়াচ খেলেছে। জিতেছে মাত্র ২ ম্যাচে। আর সেকারণে মাত্র ৪ পয়েন্টস সংগ্রহ করে লিগ টেবিলে ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, গুজরাট টাইটান্স ৮ ম্য়াচের মধ্যে ৬ ম্যাচে জয়লাভ করেছে। আর পয়েন্টস তালিকায় তারা দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। গত ম্য়াচে গুজরাট কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়লাভের পর আজ খেলতে নামছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস গত ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছিল।

    IPL 2025 Points Table Update



  • Apr 28, 2025 18:47 IST

    RR vs GT Live Updates: রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স, হেড টু হেড রেকর্ড

    RR vs GT Live Updates: রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের মধ্যে এখনও পর্যন্ত মোট ৭ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে গুজরাট ৬ ম্য়াচেই জয়লাভ করেছে। মাত্র একবার জিতেছে রাজস্থান। এই মরশুমে দুই দলের মধ্যে একবার সাক্ষাৎ হয়েছে। সেখানে গুজরাট ৫৮ রানে জয়লাভ করেছি। এবার ফিরতি লেগে রাজস্থান বদলা নিতে পারে কি না, সেটাই দেখার।



IPL 2025 Gujarat Titans Rajasthan Royals