Advertisment

ধোনির সঙ্গে সম্পর্কে অবনতি, তাই কি রায়নায় মুখ ফেরাল CSK! বিরাট ইঙ্গিত ডুলের

রায়নার জন্য এবার আশ্চর্যজনক ভাবে বিড করেনি সিএসকে। যা নিয়ে ক্রিকেট মহলে এখনও আলোড়ন চলছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সুরেশ রায়নার নাম-ই হয়ে গিয়েছিল মিস্টার আইপিএল। আশ্চর্যজনক ভাবে তারকা ক্রিকেটার এবার নিলামে দল-ই পেলেন না। অদ্ভুতভাবে সিএসকে-ও তাঁকে কিনল না।

Advertisment

প্ৰথম দিনে নিলামে অবিক্রিত থাকার পরে দ্বিতীয় দিনে আনসোল্ডদের মধ্যে রাউন্ড আপের সময় কোনও ফ্র্যাঞ্চাইজিই রায়নাকে পুনরায় নিলামে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেনি। রায়নার দল সিএসকে তো বটেই বাকি ফ্র্যাঞ্চাইজিরাও মুখ ফিরিয়েছে।

আরও পড়ুন: KKR-এর স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে, কেমন হতে চলেছে নাইটদের IPL একাদশ, হিসাব রাখুন

২০২১-এ রায়নার খারাপ পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজিদের সম্মিলিত এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে ধারাভাষ্যকার সাইমন ডুল সম্পূর্ণ অন্য কারণ তুলে ধরলেন। প্রায় একদশক ধরে আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে যুক্ত রয়েছেন কিউয়ি এই কমেন্টেটর। রায়নার আইপিএল কেরিয়ার পুরোটাই চাক্ষুস করেছেন সরাসরি।

তিনিই ক্রিকবাজ-কে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন, ধোনির আনুগত্য নাকি হারিয়ে ফেলেছিলেন রায়না। সেই কারণেই সিএসকে থেকে ছেঁটে ফেলা হয়েছে তারকাকে। "গোটা ঘটনায় দুটো-তিনটে ব্যাপার রয়েছে। আইপিএলের আমিরশাহি পর্বে রায়না ধোনির আস্থা হারিয়ে ফেলেছিল আগেই। খুব বেশি গভীরে ঢোকার দরকার নেই। কারণ সকলেই জানেন, দুজনের সম্পর্কের জল্পনা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তাই রায়না যে শুধু দল নয়, ধোনির আনুগত্য হারিয়েছিল, তা স্পষ্ট। আর একবার এরকম ঘটলে সিএসকে যে কাউকে স্বাগত জানাবে না, সেটা জানা কথা। তাছাড়া রায়না পুরোপুরি ফিট নয়। শর্ট বলের ক্ষেত্রেও ওঁর দুর্বলতা রয়েছে।" বলেছেন ডুল।

আরও পড়ুন: নিলামে KKR-এর মাস্টারস্ট্রোক ‘দ্বিতীয় নারিন’কে তুলে! টেনিস বলের এই তারকাই এখন তুরুপের তাস

করোনা অতিমারির মধ্যে ২০২০ মরশুমে আইপিএল পিছিয়ে গিয়েছিল। আমিরশাহিতে আয়োজিত হয়েছিল আইপিএল। তবে সেখানে গিয়েও হঠাৎ দেশে ফিরে আসেন রায়না। সেই সময় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সিএসকে ক্যাম্পেও। ২০২১-এ রায়নাকে রিটেন করে সিএসকে। তবে টুর্নামেন্টের শেষলগ্নে হাঁটুর চোটে বেশ কয়েকটা ম্যাচ মিস করে বসেন।

ঘরোয়া ক্রিকেটেও রায়না খেলেননি সম্প্রতি। এমন অবস্থায় আগামী বছর আইপিএলে প্রত্যাবর্তন ঘটানো কার্যত অসম্ভব। একসময় আইপিএলের সেরা রান স্কোরার ছিলেন রায়না। ২০৫ ম্যাচে রায়নার নামের পাশে ৫৫২৮ রান। ১ টা সেঞ্চুরি, ৩৯ টা হাফসেঞ্চুরি সমেত। সিএসকে ছাড়াও রায়না অতীতে গুজরাট লায়ন্স দলের অধিনায়কত্ব করেছেন। ক্রিকেটার হিসাবে সিএসকের হয়ে আইপিএলের প্রত্যেক মরশুমে খেলেছেন তিনি। চারবারের ট্রফি জয়ী তারকার কেরিয়ার কি অপত্র শেষ, প্ৰশ্ন উঠে গিয়েছে।

IPL CSK MS DHONI Chennai Super Kings Suresh Raina
Advertisment