ধোনির CSK খরচ করল ১৬.২৫ কোটি! বিশ্বচ্যাম্পিয়ন অলরাউন্ডার এবার পাঁচবারের IPL জয়ী দলে Sports: IPL mini auction 2022: Ben Stokes joins CSK for 26.25 crores | Indian Express Bangla

ধোনির CSK খরচ করল ১৬.২৫ কোটি! বিশ্বচ্যাম্পিয়ন অলরাউন্ডার এবার পাঁচবারের IPL জয়ী দলে

সিএসকেতে যোগ দিলেন বিশ্বচ্যাম্পিয়ন অলরাউন্ডার

ধোনির CSK খরচ করল ১৬.২৫ কোটি! বিশ্বচ্যাম্পিয়ন অলরাউন্ডার এবার পাঁচবারের IPL জয়ী দলে

২ কোটি বেস প্রাইসে বেন স্টোকসকে নিয়ে যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে আলোড়ন পড়বে। জানাই ছিল। সেই বেন স্টোকসকেই এবার কিনে নিল সিএসকে। ১৬.২৫ কোটি টাকা খরচ করে। এই প্ৰথমবার বেন স্টোকস খেলবেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। দুই সুপারস্টারের ইউনিয়ন ঘিরে এখন থেকেই তুঙ্গে আলোচনা।

আরসিবি এবং রাজস্থান রয়্যালস তারকা ইংরেজকে পেতে ঝাঁপিয়েছিল। তারপর লখনৌ এবং হায়দরাবাদও সেই লড়াইয়ে যোগ দেয়। তবে এই বিডিং যুদ্ধে শেষ হাসি হাসে ধোনির সিএসকে। ১৬.২৫ কোটি রেকর্ড অর্থে তারকাকে কিনে নেয় সিএসকে।

আরও পড়ুন: হাল ফেরাতে মুম্বইয়ে এবার ১৭.৫০ কোটির বিদেশি! রোহিতদের ভাগ্য কি পাল্টাবে

বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের ক্রিকেটারদের দাম যে বিরাট বাড়বে, তা প্রত্যাশিতই ছিল। সেই প্রত্যাশা মেনেই ইংল্যান্ডের হ্যারি ব্রুকস ১৩.৫০ কোটি দাম পেয়েছিলেন হায়দরাবাদের কাছ থেকে। এরপরে বেন স্টোকসের চেন্নাই থেকে ১৬.২৫ কোটি এবং স্যাম কুরানের ১৭.৫০ কোটিতে পাঞ্জাব কিংসে যোগদান অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল।

২০১৭-য় আইপিএল নিলামে নাম লিখিয়েছিলেন স্টোকস। সেই বছরের সবথেকে দামি তারকার মর্যাদা পেয়ে স্টোকসের দাম উঠে গিয়েছিল ১৪.৫০ কোটিতে। কেন পুণে সুপার জায়ান্টস। পরের বছর ১২.৫০ কোটিতে রাজস্থান রয়্যালস কেনে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেনকে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl mini auction 2022 ben stokes joins csk for 26 25 crores

Next Story
ইতিহাস IPL-এ! নিলামের টেবিলে আগুন জ্বালিয়ে ১৮.৫০ কোটিতে বিক্রি বিশ্বচ্যাম্পিয়ন তারকা