/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/Mumbai-indians.webp)
ক্রিকেট সূচি দিনের পর দিন বেড়েই চলেছে। কার্যত কোনও বিশ্রামই পাচ্ছেন না আন্তর্জাতিক স্তরে খেলা তারকারা। কোভিডের কারণে এই জটিলতা আরও বেড়েছে। বহুদিন পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিহীন হয়েই কাটাতে হয়েছে তারকাদের। মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার কুমার কার্তিকেয় বুধবার আবেগঘন পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া একাউন্টে।
টুইটারে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, "মা এবং পরিবারের সঙ্গে ৯ বছর ৩ মাস পরে দেখা হল। নিজের অনুভূতি জানাতে পারছি না।" কুমার কার্টিকেয়-র সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যেই সেই টুইটে লাইক এবং শেয়ারের সংখ্যা যথাক্রমে ১৭ হাজার এবং ৯০০।
Met my family and mumma ❤️ after 9 years 3 months . Unable to express my feelings 🤐#MumbaiIndians#IPL2022pic.twitter.com/OX4bnuXlcw
— Kartikeya Singh (@Imkartikeya26) August 3, 2022
मां 💙
This is what we call as a perfect 🏠 coming 🥹🤩#OneFamily#DilKholKe#MumbaiIndians@Imkartikeya26pic.twitter.com/FhjetpawwG— Mumbai Indians (@mipaltan) August 3, 2022
কার্তিকেয়-র আইপিএল ফ্র্যাঞ্চাইজিও সেই ছবি রিপোস্ট করে জানায়, "একেই বলে পারফেক্ট হোম কামিং।" কার্তিকেয় শেষ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। চার ম্যাচ খেলে তাঁর নামের পাশে ৩ রান এবং ৫ উইকেট। চলতি সিজনে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি জয়ীও হয়েছেন। শেষ রঞ্জিতে ১১ ইনিংসে ৩২ উইকেট নিয়ে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন।