Advertisment

আইপিএল ২০১৮: রায়ডুর মাথায় অরেঞ্জ ক্যাপ, টপ টেনে আর কারা? দেখে নিন

এই  মুহূর্তে  আইপিএল ইলেভেনে আম্বাতি রায়ডুর দখলে সবচেয়ে বেশি রান। অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর মাথায়। প্রথম দশে রয়েছেন আর কারা?

author-image
IE Bangla Web Desk
New Update
IPL Orange Cap 2018 Most Runs: Ambati Rayudu at top of the list

আইপিএল ২০১৮: রায়ডুর মাথায় অরেঞ্জ ক্যাপ, প্রথম দশে রয়েছেন আর কারা? (ইন্ডিয়ান এক্সপ্রেসের হয়ে ছবিটি তুলেছেন প্রবীন খান্না)

এই  মুহূর্তে  আইপিএল ইলেভেনে আম্বাতি রায়ডুর দখলে সবচেয়ে বেশি রান। অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর মাথায়। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১০ ম্যাচ খেলে ৪২৩ রান করা হয়ে গেল তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে রায়ডু এবি ডিভিলিয়ার্সের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছিলেন। এবিডি এখন প্রথম পাঁচ তো দূরের কথা, প্রথম দশেও নেই। ১৩ নম্বরে রয়েছেন তিনি।

Advertisment

রায়ডুর পরেই দু নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। হায়দরাবাদের অধিপতির ঝুলিতে রয়েছে ৪১০ রান। আরসিবির-বিরুদ্ধে ৫৬ রানের ইনিংসের সুবাদেই দু নম্বরে উঠে এসেছেন তিনি। তিন নম্বরে আছেন সূর্যকুমার যাদব। ১০ ম্যাচে ৩৯৯ রান রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের মারকুটে ব্যাটসম্যানের। চারে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলি। ১০ ম্যাচে ৩৯৬ করেছেন বিরাট। পাঁচে দিল্লির ঋষভ পন্থ। বিরাটের সমসংখ্যক ম্যাচ খেলে তিন রান কম করেছেন তিনি।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: এক হাতে ক্যাচ নিয়ে বিরাটকে ফেরালেন পাঠান, তাজ্জব সোশ্যাল মিডিয়া

এবারের আইপিএলে অপ্রত্যাশিত ভাবে ভাল পারফর্ম করছেন কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ছ নম্বরে পাঞ্জাবের এই ওপেনার। তাঁর ঝুলিতে ৩৭৬ রান। এরপর যথাক্রমে সাত নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি (১০ ম্যাচে ৩৬০ রান), আটে শ্রেয়স আয়ার (১০ ম্যাচে ৩৫১ রান), নয়ে শেন ওয়াটসন (১০ ম্যাচে ৩২৮ রান) ও দশে দীনেশ কার্তিক (১০ ম্যাচে ৩১৬ রান)।

ফি-বছর টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিককে অরেঞ্জ ক্যাপের পুরস্কার দেওয়া হয়। গতবছর এই পুরস্কার পেয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। ১৪ ইনিংসে ৫৮.২৭-এর গড়ে ৬৪১ করেছিলেন তিনি।

Orange Cap IPL 2018: Most Runs

Players Matches Runs HS
Ambati Rayudu (CSK) 10 423 82
Kane Williamson (SRH) 10 410 84
Suryakumar Yadav (MI) 10 399 72
Virat Kohli (RCB) 9 396 92*
Rishabh Pant (DD) 10 393 85
KL Rahul (KXIP) 9 376 84
MS Dhoni (CSK) 10 360 79
Shreyas Iyer (DD) 10 351 93*
Shane Watson (CSK) 10 328 106
Dinesh Karthik (KKR) 10 316 45*
IPL 2018 Ambati Rayudu
Advertisment