Advertisment

কোচ কুম্বলে, নেতা রাহুল! গেইল-ম্যাক্সওয়েলে কি রক্ষা পাবে প্রীতির কিংস

শেষবার যখন দুবাইয়ে আইপিএল খেলা হয়, সেই সময় ২০১৪ সালে কিংসদের জার্সিতে ১৬ ম্যাচে ৫৫২ রান করেছিলেন ম্যাক্সওয়েল। সেবারেই কার্যত একার হাতে কিংসদের ফাইনালে তুলেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দল ঢেলে সাজানো হয়েছে এবার। বিদেশি বাছাইও যথাযথ। সবমিলিয়ে নতুন অবতারে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। গত বছর নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে টেবিলে বসেছিল কিংসরা। মিডল অর্ডার ও ডেথ বোলিংয়ে উন্নতির জন্য নয় ক্রিকেটারকে সই করায় তারা।

Advertisment

মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল ফিরে আসায় মিডল অর্ডার এবং ডেথ বোলিংয়ে শেলদন কটরেল এবং ক্রিস জর্ডানকে নেওয়ায় ডেথ বোলিংয়ে পাঞ্জাব এখন বেশ শক্তপোক্ত।

আরো পড়ুন: আইপিএল ছাড়ার পরেই সর্বনাশ! ৪ কোটি টাকার প্রতারণার শিকার হরভজন

ওপেনার হিসাবে থাকছেন কেএল রাহুল, ক্রিস গেইল। মায়াঙ্ক আগারওয়াল আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্য ধরে রাখতে চান আইপিএলেও। সিপিএলে দুরন্ত নিকোলাস পুরান চলে আসছেন দুবাইয়ে। পাশাপাশি মিডল অর্ডারে থাকছেন সরফরাজ খান অথবা মনদীপ সিং।

অধিনায়ক হিসাবে চ্যালেঞ্জের সামনে লোকেশ রাহুলও। কোচ অনিল কুম্বলে এবং বাকি সাপোর্ট স্টাফদের উপর নির্ভর করতে হবে তাঁকে।

বোলিং বিভাগে তারকার অভাব নেই। মহম্মদ শামি, সেলডন কটরেল, জেমস নিশাম, হার্ডস ভিলজোয়েন, অর্শদীপ সিং, ঈশান পোড়েলরা।

তবে স্পিন বিভাগে দুর্বলতা এবার ভোগাতে পারে কিংসদের। অশ্বিন ছেড়ে যাওয়ার পর পুরো দায়িত্বই এখন মুজিব জার্দানের উপর। কে গৌতম ও জে সূচিত থাকলেও সেভাবে অভিজ্ঞ নেই।

এখন দেখার দলে চার বিদেশির কোটায় কারা নিয়মিত জায়গা পান। ম্যাক্সওয়েল প্রথম একাদশে অটোমেটিক চয়েস। তবে ৪১ বছরের গেইল পুরো সিজন প্রথম দলে নিয়মিত জায়গা পান কিনা সেটাই দেখার। যদিও কোচ কুম্বলে জানিয়েছেন, গেইলকে এবার অনেক দায়িত্ব নিতে হবে। যেমন তরুণদের মেন্টরশিপের কাজ করানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

ম্যাক্সওয়েল অন্য একটা বিষয় থেকে ভরসা পেতে পারেন। শেষবার যখন দুবাইয়ে আইপিএল খেলা হয়, সেই সময় ২০১৪ সালে কিংসদের জার্সিতে ১৬ ম্যাচে ৫৫২ রান করেছিলেন। সেবারেই কার্যত একার হাতে কিংসদের ফাইনালে তুলেছিলেন। সেইবার রানার্স আপ হওয়া কিংস প্লে অফে সেবারই শেষবারের জন্য পৌঁছায়।

কিংসদের স্কোয়াড:
কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, মুজিব জারদান, ক্রিস জর্ডন, হার্ডস ভিলজোয়েন, অর্শপ্রীত সিং, মহম্মদ শামি, ঈশান পোড়েল, শেলডন কটরেল, দর্শন নালকান্দে, হরপ্রীত ব্রার, মনদীপ সিং, জে সূচিত, কে গৌতম, সরফরাজ খান, রবি বিশ্নোই, দীপক হুদা, তাজিন্দার ধিলোঁ, প্রভুসিমরণ সিং, মুরুগান অশ্বিন

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kings XI Punjab IPL
Advertisment