বারবার ব্যর্থতা সঙ্গী হয়ে থেকেছে পাঞ্জাব কিংসের। প্রত্যেক মরশুমের ব্যর্থ দলের তালিকায় শুরুতেই থাকে প্রীতি জিন্টার পাঞ্জাব। অনিল কুম্বলের মত মহারথী হেড কোচের দায়িত্ব নিয়েও দলের ভাগ্য বদলাতে পারেননি। তাই এবার মরশুম শুরুর আগেই কুম্বলেকে ছেঁটে ফেলা হয়েছে।
সংবাদসংস্থা সূত্রের খবর, এবার পাঞ্জাব কিংসের হেড কোচ হচ্ছেন ট্রেভর বেইলিস। শেষবার সানরাইজার্স হায়দরাবাদে কোচিং করিয়েছেন আইপিএলে। সেই হায়দরাবাদে টিম ডিরেক্টর থেকে হেড কোচ হওয়া টম মুডিকেও এবার 'টাটা' বলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। যেখানে এবার হেড কোচের আসনে স্বয়ং ব্রায়ান লারা।
আরও পড়ুন: জাদেজা নেই, আউট রাহুল! পাক ম্যাচে রবিবার ভারতের এগারোয় পরপর চমকের ইঙ্গিত
কোচ বদলের সেই ট্র্যাডিশন এবার পাঞ্জাবেও। কুম্বলের জায়গায় বেছে নেওয়া হল পরীক্ষিত কোচকেই। ২০১৯-এ যেমন ইংল্যান্ডকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন বেইলিস। তেমন আইপিএলেও বেশ সফল অস্ট্রেলীয় কোচ। ২০১২, ২০১৪-য় বেইলিসের কোচিংয়েই দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। উল্লেখ্য, ২০১৪-য় কেকেআর ফাইনালে এই পাঞ্জাবকে হারিয়েই শিরোপা জিতেছিল।
সংবাদসংস্থাকে আইপিএলের এক সূত্র জানিয়েছেন, "পরীক্ষিত ট্রেভর বেইলিসকেই কোচ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। যিনি বিশ্বের অন্যতম সেরা। ম্যানেজমেন্ট তাঁর কোচিংয়ে আইপিএল খেতাব জেতার প্রত্যাশা করছে।"
আইপিএল শুরুর পর থেকেই পাঞ্জাব কখনই নিজেদের সেরা ফর্মে খেলতে পারেনি। গত চার মরশুম ধরে ষষ্ঠ স্থানে ফিনিশ করেছে হেভিওয়েট এই ফ্র্যাঞ্চাইজি। কেএল রাহুল গত মরশুমে লখনৌয়ে পাড়ি দেওয়ায় নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল মায়াঙ্ক আগারওয়ালকে। তিনিই আসন্ন মরশুমে ক্যাপ্টেন থাকছেন। গত নিলামের আগে মায়াঙ্ক আগারওয়াল এবং আর্শদীপ সিংকে কেবল রিটেন করে পুরো স্কোয়াড বদলের পথে হেঁটেছে কিংসরা। এবার দায়িত্ব নিলাম বিশ্বজয়ী কোচও। ভাগ্য কি বদলাবে, সময়ই বলবে।