Advertisment

IPL-এ বারবার ব্যর্থ! কোহলিকে চাপে রাখতে দুজনকে তাড়াল RCB

কোহলির চাপ বাড়িয়ে দুজনের বিদায় আরসিবি থেকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে বারবার ব্যর্থ। তাই এবার কোচিং স্টাফে ঢালাও বদল আনতে চলেছে আরসিবি। আগামী সিজনের আগে হেড কোচ সঞ্জয় বাঙ্গার, ক্রিকেট ডিরেক্টর মাইক হেসনকে সরিয়ে দিল কোহলিদের ফ্র্যাঞ্চাইজি।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল একবার-ও না জিততে পারার জন্য বড়সড় রদবদল ঘটিয়ে হাঁটতে চলেছে আরসিবি। তবে বোলিং কোচ আডাম গ্রিফিথকে রাখা হবে কিনা, তা স্পষ্ট নয়।

বাঙ্গার এবং হেসন-দুজনেই আরসিবিতে কোহলির ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন। টানা পাঁচ মরশুম দুজনে দায়িত্ব সামলেছেন ব্যাঙ্গালোরের। ফ্র্যাঞ্চাইজির তরফে এমন কাউকে খোঁজা হচ্ছে যিনি নতুন আইডিয়া নিয়ে দলকে জয়ের দর্শন এনে দিতে পারবেন। গত সিজনেও প্লে অফে পৌঁছতে পারেনি আরসিবি। নতুন হেড কোচ হিসেবে বিদেশি নাকি দেশীয় কোচকে নেওয়া হবে, সেটাও স্পষ্ট নয়।

অন্যান্য দলেও কোচিং স্টাফে রদবদল ঘটছে। লখনৌ সুপার জায়ান্ট আন্ডি ফ্লাওয়ারকে সরিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারকে হেড কোচের পদে বসিয়েছে।

ফ্লাওয়ারকে আগামী সিজনে অন্য দলের কোচের ভূমিকায় দেখতে পাওয়া যেতে পারে।

IPL Virat Kohli RCB Royal Challengers Bangalore
Advertisment