IPL retentions: বৃহস্পতিবারের আইপিএল নিলামে স্পষ্ট অংশগ্রহণকারী দশ ফ্র্যাঞ্চাইজিই নতুনভাবে কোর গঠন করতে উদ্যোগী হয়েছে। প্রায় সমস্ত দলই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে- কোন তারকাদের রাখা হবে, কাদের রিলিজ করা হবে সেই বিষয়ে।
আইপিএল রিটেনশন ডেডলাইনে যেসব বিষয় ট্রেন্ডিংয়ে উঠে এল
চাহিদার কেন্দ্রে ভারতীয়রা: সমস্ত রিটেনশন তালিকাদের মধ্যে ৩৬জনই ভারতীয়। বিদেশি মাত্র ১০ জন। বেশ কিছু তারকা ভারতীয়দের সঙ্গেই এবার টি২০-তে ঝড় তোলা বিদেশিরা যেমন জস বাটলার, মিচেল স্টার্ক, কুইন্টন ডিককরা নিলামে উঠবেন।
আইপিএল মেগা নিলামে খোঁজা হবে লিডার: কেএল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা পরীক্ষিত ক্যাপ্টেন। পিবিকেএস, ডিসি, আরসিবি, কেকেআরের মত একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবার ক্যাপ্টেনের সন্ধান করতে নামবে। সকলেরই নজরে ভারতীয় ক্যাপ্টেন। তাই এই চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভারতীয় পরীক্ষিত ক্যাপ্টেনদের চাহিদা তুঙ্গে থাকবে নিলামের টেবিলে।
আইপিএল মেগা নিলামে বোলারদের দিকে ফোকাস: আইপিএলের ডায়নামিক্স বলছে, বোলারদের চাহিদা তুঙ্গে থাকায় বোলারদের পকেট ভরে যাওয়ার সমূহ সম্ভবনা থাকছে। যে ৪৬ জন তারকাদের রিটেন করা হয়েছে, তাঁদের মধ্যে ২৮ জন ব্যাটসম্যান, ১১ জন অলরাউন্ডার। বোলারদের তুলনায় ব্যাটারদের বেশি সংখ্যায় রিটেন করার পথে হেঁটেছে ফ্র্যাঞ্চাইজিরা। মাথিসা পাথিরানা, জসপ্রীত বুমরাদের মত তারকারা বাদে প্রায় সমস্ত বোলারই এবার নিলামের পরীক্ষায় বসবেন।
কলকাতা এবং দিল্লির রিটেনশন স্ট্র্যাটেজি: কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস নিলামে যে পরিমাণ অর্থ খরচ হবে তাঁর তুলনায় কম অর্থ খরচ করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছয় তারকাকে রিটেন করলেও খরচ হয়েছে মাত্র ৫৭ কোটি টাকা। তবে রিটেনশনের নিয়ম অনুযায়ী, নিলামের পার্স থেকে ৬৯ কোটি টাকা কেটে নেওয়া হবে। একই ঘটনা দিল্লি ক্যাপিটালস-এর সঙ্গেও।
READ THE FULL ARTICLE IN ENGLISH