RCB IPL 2025 full retention list: একাধিক ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক এবার আইপিএল নিলামে অংশ নেবেন। এঁদের মধ্যেই অন্যতম ফাফ ডু প্লেসিস। টানা তিন বছর আরসিবির নেতা হওয়ার পর যিনি আপাতত নতুনভাবে দল খুঁজতে নামবেন নিলামে।
কেএল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারদের মতই রিটেনশনে জায়গা না পাওয়া ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেনের সঙ্গে একই সারিতে বসে পড়েছেন গত সিজনে আরসিবির প্রোটিয়াজ নেতা। ফাফ ডু প্লেসিস রিটেনশনের তালিকায় জায়গা না পাওয়া অনেকটাই বিস্ময়কর।
গত দু সিজন ধরে আরসিবিতে নিজেকে কার্যত অপরিহার্য প্রমাণ করেছিলেন তিনি। গত আইপিএলেই টানা সাতটা জয়ে দলকে প্লে অফে পৌঁছে দিয়েছিলেন। টানা ছয়টা হারে লিগ টেবিলের তলানিতে থাকা আরসিবি হোম-ম্যাচে টানা খেলার ফায়দা পুরোপুরি নিয়েছিল। আইপিএল ২০২৩ সিজনে ১৪ ম্যাচে ১৫৩.৬৮ স্ট্রাইক রেটে ৭৩০ রান করে ডু প্লেসিস কমলা টুপি দখলের লড়াইয়ে ছিলেন।
আরসিবি ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর মো বোবাট এবং হেড কোচ এন্ডি ফ্লাওয়ার দক্ষিণ আফ্রিকানকে ছেড়ে দেওয়ার ব্যাখা দিয়েছেন দলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয়। যেখানে ফ্লাওয়ারকে বলতে শোনা যাচ্ছে, "গত বছর বেশ একটা কঠিন সিজনের প্রথমাংশে ফাফের নেতৃত্ব এবং অধিনায়কত্ব করার দক্ষতা দুর্ধর্ষ ছিল। দলকে পুনরুজ্জীবিত করে ফাইনালে তোলার জন্য ও সামনে থেকে পথ দেখিয়েছিল। আমাদের আলোচনার অধিকাংশ সময় খরচ হয়েছে ফাফকে নিয়ে বিশ্লেষণে। ও এখন ৪০ তবে দারুণ ক্রিকেট খেলছে। কয়েকদিন আগেই সিপিএল-এ দলকে চ্যাম্পিয়ন করেছে। এতে আমি একটুও অবাক নই।"
বোবাট তারকা দক্ষিণ আফ্রিকানকে ছেড়ে দেওয়া নিয়ে জানিয়েছেন, "ফাফকে রিটেন না করার সিদ্ধান্ত বেশ কঠিন ছিল। কারণ মানুষ হিসাবে, ক্রিকেটার হিসেবে, নেতা হিসেবে ওঁকে প্রশংসা না করে থাকা যায় না। আবার-ও বলছি গত কয়েক সিজনে ও যেভাবে দলে অবদান রেখেছে তা বিন্দুমাত্র খাটো করা যাবে না। আমরা এটাও জানি, ওঁর না থাকাটা আমরা কতটা মিস করতে চলেছি।"
"তাই গোটা সিদ্ধান্তটাই বেশ কঠিন ছিল। অবশ্যই রিটেনশনের এই নিয়ম কানুন এমনভাবেই তৈরি করা হয়েছে, পছন্দমত সকলকে রাখা যাবে না। ফাফ নিজেও এই বিষয়ে একমত হবে যে ও এখন কেরিয়ারের শেষের দিকে। আর এন্ডি, আমাকে দলের ভবিষ্যতের নেতৃত্ব কীভাবে এগোনো যাবে, তা নিয়ে ভাবতেই হত।"
READ THE FULL ARTICLE IN ENGLISH