Advertisment

Shreyas Iyer not retained by KKR: শীর্ষ রিটেনশন ছিলেন শ্রেয়সই, তবু কেন ক্যাপ্টেন-হারা কেকেআর! অভিমানের সুরে মুখ খুললেন CEO

KKR IPL 2025 full retention list: শ্রেয়স আইয়ারের সঙ্গে বেতন নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি কেকেআর। তারপরেই শ্রেয়সকে বাদ দিয়ে রিটেনশন তালিকা বের করেছে নাইট রাইডার্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR captain Shreyas Iyer

KKR-Shreyas Iyer: শ্রেয়স আইয়ারকে এবার রিটেন করেনি কেকেআর (টুইটার)

KKR IPL 2025 full retention list: শ্রেয়স আইয়ারের সঙ্গে সম্পর্ক ঘুচে গিয়েছে কেকেআর। নিলামের টেবিলে বসার সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল জয়ী অধিনায়ক। তবে কেকেআর সিইও ভেংকি মাইশোর বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে শ্রেয়সই কেকেআরের ফার্স্ট রিটেনশন হতে পারতেন।

Advertisment

কেকেআর বৃহস্পতিবার যে রিটেনশনের তালিকা জমা দিয়েছে, তাতে শীর্ষ রিটেনশন হিসেবে রয়েছেন রিঙ্কু সিং (১৩ কোটি)। তারপর রয়েছেন যথাক্রমে সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি) এবং দুই আনক্যাপড তারকার কোটায় হর্ষিত রানা (৪ কোটি) এবং রামনদীপ সিং (৪ কোটি)।

গতবার ১০ বছরের খরা কাটিয়ে কেকেআরের ক্যাবিনেটে আইপিএল ট্রফি ফিরে এসেছে। আইপিএল জয়ী সেই অধিনায়কই রিটেনশনে না থাকায় জল্পনা ছড়িয়েছিল। আইয়ারের না থাকার বিষয়টি ব্যাখ্যা করে নাইট সিইও ভেঙ্কি মাইশোর বলেছেন, "অনেক সময় দু পক্ষের মধ্যে ঐক্যমত্যে পৌঁছনো সম্ভব হয় না। কখনও কখনও ক্রিকেটাররা নিজেদের দর যাচাই করে নিতে চান।"

"এই কারণ এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আমাদের তালিকায় ও একনম্বরে ছিল। ওঁকে নেতা করে আমরা এগোতে চেয়েছিলাম। এই কারণেই ওঁকে ২০২২-এ আমরা কিনেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ২০২৩ এ চোটের কবলে পড়ে। ফিরে আসার পর নেতৃত্বও ওঁকে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের অবিচ্ছেদ্য অংশ ছিল ও। শ্রেয়স দারুণ খেলেছে। ব্যক্তিগতভাবেও আমার সঙ্গে ওঁর সখ্যতা ভালো উপভোগ করেছি। কিন্তু দিনের শেষে সমস্ত মানুষকেই নিজেদের সিদ্ধান্ত নিতে হয়। কেরিয়ারের অভিমুখ কোন পথে যাবে, সেই বিষয়ে নিজেদের জন্য সবথেকে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।"

২০২২-এ শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। তবে চোটের কারণে ২০২৩ আইপিএল পুরোটাই মিস করেন তারকা। ২০২৪-এ দলের নেতৃত্বে প্রত্যাবর্তন করেন তিনি।

তাঁর অধিনায়কত্বে ফ্র্যাঞ্চাইজি ২০২২-এ সপ্তম হওয়ার পর ২০২৪-এ চ্যাম্পিয়নের শিরোপা জেতে। ব্যাট হাতে ভালোয়-মন্দয় মিশিয়ে কেটেছে তারকার। ২৯ ম্যাচে দলের হয়ে ৭৫২ রান করেছেন। ৩৪.১৪ গড় এবং ১৪০.০৪ স্ট্রাইক রেটে।

KKR Kolkata Knight Riders IPL ipl auction Shreyas Iyer Shreyas Iyer
Advertisment