Advertisment

IPL retentions 2025: IPL-এর সেরা ক্যারিবীয়কে ছাড়ছে KKR! ১০ বছরের সম্পর্ক ধুলোয় মিশে গেল রিটেনশনের আগেই

IPL retention deadline day: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘর ভাঙতে চলেছে। বড়সড় প্রতিবেদনে বলা হয়েছে রাসেলকে নাকি ছেড়ে দিচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shah rukh khan, kkr, kolkata knight riders, ipl, andre russell, sunil narine, আইপিএল, শাহরুখ খান, কেকেআর, কলকাতা নাইট রাইডার্স

KKR to release Andre Russell: আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে চলেছে কেকেআর (টুইটার)

KKR IPL retention list: এবারের আইপিএল চ্যাম্পিয়ন দলে ছিলেন। আইপিএল চলাকালীন তাঁকে নিয়ে ব্যাপক হইচই হয়েছে। কিন্তু, কেকেআরের রিটেনশন তালিকা থেকে কি সেই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা বাদ? এই বিষয়েই চমকপ্রদ তথ্য এবার উঠে এল। সমস্ত ফোকাস এবার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের দিকে।

Advertisment

কারণ রিটেনশনের সময়সীমা দ্রুত এগিয়ে আসছে। রিপোর্ট অনুযায়ী, কেকেআর এই ওয়েস্ট ইন্ডিয়ান তারকাকে তাদের রিটেনশন তালিকা থেকে বাদ দিতে চলেছে। আইপিএল রিটেনশনের তালিকা পেশের চূড়ান্ত সময়সীমার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স সহ সমস্ত আইপিএল দল তাদের চূড়ান্ত রিটেনশন তালিকা প্রায় তৈরি করে ফেলেছে। কেকেআরও সেই গুরুত্বপূর্ণ বাছাইপর্ব চালাচ্ছে। তাদের ধরে রাখার তালিকার পুনর্বিন্যাস করছে। কিছু খেলোয়াড়কে তারা ছেড়ে দিতে চায়।

সংবাদ সংস্থার খবরে প্রকাশ, কেকেআর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে। বছর ৩৬-এর তারকা আইপিএল মেগা নিলামে নাম লেখাতে পারেন। রাসেল ২০১৪ থেকে কেকেআরের সঙ্গে যুক্ত। কেকেআরের ২০২৪ আইপিএল জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ব্যাট আর বল, উভয়েই বিরাট ভূমিকা পালন করেছেন রাসেল।

যার ফলে, কেকেআরের তৃতীয়বার আইপিএল জয় সহজ হয়েছে। যে কোনও ম্যাচেই ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত ক্ষমতা আছে রাসেলের। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার দীর্ঘ ১০ বছর বাদে কেকেআর ছাড়লেও তাঁর দলের অভাব হবে না।

রাসেলের সতীর্থ সুনীল নারিনকে অবশ্য রিঙ্কু সিং ও হর্ষিত রানার পাশাপাশি রিটেনশনে রাখা প্রায় নিশ্চিত। রাসেলের কেকেআর ত্যাগ আশ্চর্যজনক হবে। কারণ, তিনি দীর্ঘদিন কেকেআরের অনুগত ছিলেন। সংস্থার মালিক এবং কর্তাদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।

কেকেআরের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এবার পরদার আড়ালে অনেক কিছুই হতে যাচ্ছে। শ্রেয়স আইয়ারের ভাগ্যও একটা সুতোয় ঝুলে আছে। কেকেআর অধিনায়ক নতুন রিটেনশন চুক্তি নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে টানা আলোচনা চালাচ্ছেন বলে জানা গেছে।

গত আইপিএলে কেকেআর ২৪.৭৫ কোটিতে মিচেল স্টার্ককে কিনেছিল। আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় স্টার্ক এবার কেকেআরে না-ও থাকতে পারেন। যার ফলে তিনি ফের নিলামে উঠবেন বলেই মনে করা হচ্ছে। কেকেআর কীভাবে রিটেনশন পদ্ধতিকে কাজে লাগায়, সেটাই এখন দেখার।

KKR Kolkata Knight Riders Andre Russell Sunil Narine IPL ipl auction
Advertisment