Advertisment

IPL retentions 2025: রাসেলের ওপর এই কারণেই বিরক্ত KKR! শ্রেয়সের সঙ্গেই ক্যারিবিয়ানকে কেন বাতিলের সিদ্ধান্ত, বিস্ফোরক কারণ ফাঁস

IPL retentions deadlines day: দর কষাকষি করা ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার বাদ, বিস্ফোরক কারণে রাসেল-ও বাতিলের খাতায়! রিটেনশনের আগে KKR-এর বড় রহস্য ফাঁস।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Kkr to release Shreyas Iyer Andre Russell

Kkr to release Shreyas Iyer Andre Russell: রাসেল, ক্যাপ্টেন আইয়ারকে রিলিজ করছে কেকেআর (টুইটার)

IPL retentions 2025 KKR and MI: মেগা নিলামের আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে সম্পর্কত্যাগের সিদ্ধান্ত নিল। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে তারকা ব্যাটারের সঙ্গে কোনওভাবেই ঐক্যমত্যে পৌঁছতে পারেনি তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি।

Advertisment

২০২২-এ শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। তবে চোটের কারণে ২০২৩ আইপিএল পুরোটাই মিস করেন তারকা। ২০২৪-এ দলের নেতৃত্বে প্রত্যাবর্তন করেন তিনি। তাঁর অধিনায়কত্বে ফ্র্যাঞ্চাইজি ২০২২-এ সপ্তম হওয়ার পর ২০২৪-এ চ্যাম্পিয়নের শিরোপা জেতে।

ব্যাট হাতে ভালোয়-মন্দয় মিশিয়ে কেটেছে তারকার। ২৯ ম্যাচে দলের হয়ে ৭৫২ রান করেছেন। ৩৪.১৪ গড় এবং ১৪০.০৪ স্ট্রাইক রেটে। আরও জানা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি আন্দ্রে রাসেলকেও রিটেন করার পক্ষপাতী নয়। ২০১২-এর পর যিনি ফ্র্যাঞ্চাইজিতে স্বমহিমায় প্রত্যেক রিটেনশন লিস্টে জায়গা করে নিয়েছেন।

২৪.৭৫ কোটি টাকা পাওয়া মিচেল স্টার্ককেও রিলিজ করতে চলেছে কেকেআর। দুজনকেই নিলাম থেকে কেনার প্ল্যানিং কষছে কেকেআর। গত কয়েক সিজন ধরেই ফ্র্যাঞ্চাইজির হয়ে নিয়মিত ডেথ ওভারে বোলিং তো বটেই ব্যাট হাতে একের পর এক বিধ্বংসী পারফরম্যান্স মেলে ধরেছেন। তবে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।

অন্যদিকে, টুর্নামেন্টের শেষদিকে ব্যতীত স্টার্ক গোটা আইপিএলে নিজের সুনাম অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ১৪ ম্যাচে বাঁ হাতি অজি স্পিডস্টার ১৭ উইকেট নিয়েছেন ১০.৬১ গড়ে। রাসেল, স্টার্ককে রিলিজ করলেও আনক্যাপড হিসেবে হর্ষিত রানা এবং রিঙ্কু সিংকে রিটেন করার পথেই হাঁটছে কেকেআর।

তিলক ভার্মাকে কি রিটেন করছে মুম্বই ইন্ডিয়ান্স?

প্রাথমিকভাবে দলের কোর গ্রুপকে রিটেন করার পক্ষপাতী ছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের পর মুম্বই পঞ্চম তারকা হিসেবে রিটেন করতে চলেছে তিলক ভার্মাকে।

গত কয়েক সিজন ধরেই হতাশাজনক পারফরম্যান্স মেলে ধরেছে মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যেই ব্যাট হাতে উজ্বল হয়ে উঠেছেন তিলক ভার্মা। দলের বিপদে ধারাবাহিকভাবে ত্রাতা হয়ে উঠেছেন। ২১ বছরের তারকা মুম্বইয়ের হয়ে ৩৮ ম্যাচে ১৪৬.৩৩ স্ট্রাইক রেটে ১১৫৬ রান করেছেন। তাছাড়া দলের প্রয়োজনে অফ স্পিনও করতে পারেন। তিলক ভার্মাকে রিটেন করার অর্থ মুম্বইয়ের নিলামের পার্স থেকে ৭৫ কোটি টাকা কমে গেল।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Mumbai Indians KKR Kolkata Knight Riders Andre Russell IPL ipl auction Shreyas Iyer Shreyas Iyer
Advertisment