বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল। তারপর আইপিএলে ক্রিকেট ডিরেক্টর হিসাবে দেখা গিয়েছিল। ফিরেছেন কমেন্ট্রি বক্সেও। এর মধ্যেই বড়সড় আপডেট। আগামী সিজনে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হতে চলেছেন।সৌরভ। রিকি পন্টিংয়ের জায়গায় হেড কোচের চেয়ারে বসবেন তিনি।
গত সিজনে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত ফ্লপ হয়েছে। রিকি পন্টিংয়ের কোচিং স্টাফে সৌরভ গঙ্গোপাধ্যায়, শ্যেন ওয়াটসন, প্রবীণ আমরেদের মত একের পর এক বড় নাম থাকলেও হতাশাজনক পারফর্ম করেছে দিল্লি।
সংবাদ প্রতিদিন-এর খবর অনুযায়ী, কোচিং স্টাফ ঢেলে সাজাতে চাইছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। সৌরভ গঙ্গোপাধ্যায় হেড কোচ হওয়ার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর পদও সামলাবেন।
পন্টিংয়ের কোচিং আইপিএলের ইতিহাসে দিল্লি সবথেকে সফলতম সময় কাটিয়েছে। ২০১৫-এ মুম্বইয়ের হেড কোচ হিসেবে আইপিএল জয়ী কোচ ২০১৮ থেকেই দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন। এর মধ্যে দিল্লি টুর্নামেন্টের ইতিহাসে প্ৰথমবার ফাইনালে পৌঁছয় ২০২০-এ। ২০২১-এ লিগ টেবিলের শীর্ষে ফিনিশ করে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করে দিল্লি। তবে প্লে অফে টানা দুটো ম্যাচ হেরে ফাইনালে পৌঁছতে পারেনি।
পন্টিং দিল্লিকে এসে ব্যর্থতার অতীত ভুলিয়ে দিলেও গত দুটো সিজনে দিল্লি একদমই ব্যর্থ হয়েছে। সদ্য সমাপ্ত আইপিএলে দিল্লি শেষ থেকে দ্বিতীয় হয়েছে।
সৌরভ এর আগেও দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মেন্টর ছিলেন। পন্টিংয়ের সঙ্গেই দিল্লি ক্যাম্পে ছিলেন। তবে বোর্ড সভাপতি হওয়ার পর বাধ্যতামূলকভাবে দিল্লির পোস্ট ছাড়তে বাধ্য হন মহারাজ। বোর্ডের গদি থেকে পদচ্যুত হয়ে সৌরভ পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই ফিরে গিয়েছিলেন ক্রিকেট ডিরেক্টর হিসাবে। বাংলার আইকনের সঙ্গে ক্যাপিটালস মালিক পার্থ জিন্দালের সম্পর্ক বরাবর ভালো। সেই সম্পর্কের খাতিরেই এবার সৌরভ সরাসরি দিল্লি ক্যাপিটালস কোচ হচ্ছেন।
মেন্টর কিংবা ক্রিকেট ডিরেক্টর হিসাবে সৌরভ আইপিএল জেতাতে পারেননি দিল্লিকে। এবার ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হয়ে সৌরভ দিল্লিকে চ্যাম্পিয়ন করতে পারবেন কিনা, সেটা সময়ই বলবে।