Advertisment

সেপ্টেম্বরেই আইপিএল, বোর্ডের সূত্র জানিয়ে দিল লিগের খুঁটিনাটি

মার্চ মাসের ২৯ তারিখ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। তবে লকডাউনের জন্য তা পিছিয়ে গিয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর অনির্দিষ্ট কালের জন্য আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সবকিছু ঠিকঠাক থাকলে আর বেশি দিন নয়। দেড় মাস পরেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। পিটিআইকে দেওয়া বিসিসিআইয়ের সূত্র জানাচ্ছে, ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল নভেম্বর মাসের ৮ তারিখে।

Advertisment

বিসিসিআইয়ের গভর্নিং বডি আগামী সপ্তাহেই পুরো বিষয় চূড়ান্ত করতে চলেছে। তবে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের এই বিষয়ে জানানো হয়ে গিয়েছে বলে খবর।

সবকিছু ঠিকঠাক থাকলে আর বেশি দিন নয়। দেড় মাস পরেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। পিটিআইকে দেওয়া বিসিসিআইয়ের সূত্র জানাচ্ছে, ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল নভেম্বর মাসের ৮ তারিখে।

বিসিসিআইয়ের গভর্নিং বডি আগামী সপ্তাহেই পুরো বিষয় চূড়ান্ত করতে চলেছে। তবে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের এই বিষয়ে জানানো হয়ে গিয়েছে বলে খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানালেন, "আইপিএল সম্ভবত সেপ্টেম্বরের ১৭ তারিখে শুরু হতে চলেছে। শেষ হবে রবিবার নভেম্বরের ৮ তারিখে। এই ৫১ দিনের উইন্ডো ফ্র্যাঞ্চাইজি, ব্রডকাস্টার, এবং অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষেও সুবিধা হবে।"

টি২০ বিশ্বকাপ সরকারিভাবে বাতিল হতেই আইপিএল আয়োজনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে বোর্ড। এর আগে ঠিক ছিল সেপ্টেম্বরের ২৬ তারিখ নাগাদ শুরু হবে লিগ। তবে সেই সূচি পিছিয়ে আনা হল আরো দশ দিন যাতে ভারতের অস্ট্রেলিয়া সিরিজের জন্য পর্যাপ্ত প্রস্তুতি পাওয়া যায়।

বোর্ড কর্তা বলছেন, "অস্ট্রেলীয় সরকারের নির্দেশিকা মেনে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব সারতেই হবে। একটু এদিক ওদিক হলে সুচির নির্ঘন্ট মানাই মুশকিল হয়ে যাবে। ৫১ দিনের উইন্ডোতে ভালো খবর হল সূচি কাটছাঁট হচ্ছে না। ডাবল হেডারের সংখ্যাও কম। সাত সপ্তাহে আগের মতোই পাঁচটা ডাবল হেডার রাখা যাবে।"

জানা গিয়েছে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে অন্তত একমাস ট্রেনিং পর্ব সারতে চাইবে। অগাস্টের ২০ তারিখেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি অনুশীলন শুরু করবে। ঠিক এক মাসের মাথায় শুরু হবে আইপিএল।

মার্চ মাসের ২৯ তারিখ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। তবে লকডাউনের জন্য তা পিছিয়ে গিয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর আরো কয়েকদফা লকডাউনের মেয়াদ বৃদ্ধির সঙ্গে অনির্দিষ্ট কালের জন্য আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, এই বছরেই আইপিএল আয়োজনের চেষ্টা করছে বোর্ড।

Advertisment