PSL 2025 Champion Lahore Qalandars Prize Money: ঋণে ডুবে থাকা দেউলিয়া পাকিস্তানের করুণ অবস্থা আজ আর কারও অজানা নয়। সেখানে কখনও ময়দা তো কখনও টমেটোর জন্য মানুষকে রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়। একটি দেশের অর্থনীতি যেখানে ধ্বংস হয়ে গিয়েছে, জিডিপির কোনও হদিশ নেই, সেই পাকিস্তান যখন ভারতের সঙ্গে তুলনা করার চেষ্টা করে, তখন সেটা সত্যিই হাস্যকর হয়ে দাঁড়ায়। সীমান্তে ভারতীয় সেনার সামনে বারবার মুখ থুবড়ে পড়ার পর এবার ক্রিকেট মাঠেও পাকিস্তানের সম্মান বাঁচানো কঠিন হয়ে পড়েছে।
PSL-এ পুরস্কার মূল্য মাত্র ৪.২৫ কোটি টাকা
সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (PSL) এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আইপিএলের নকল করে শুরু করেছিল এই টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। কিন্তু নকল তো নকলই থাকে, আসল হয় না কখনও। ২৪ মে রাতে ফাইনাল জয়ী লাহোর কালান্দার্স দলকে পুরস্কার হিসেবে মাত্র ৪.২৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ভারতকে সমকক্ষ মনে করা পাকিস্তানের ক্রিকেটের জন্য এটা নিঃসন্দেহে আন্তর্জাতিক লজ্জার বিষয়।
২০০৮ সালে আইপিএলের পুরস্কার মূল্য ছিল ৪.৮০ কোটি
৪.২৫ কোটি টাকা তো আজকের দিনে আইপিএলের মেগা নিলামে কোনও অনভিজ্ঞ (Uncapped) ভারতীয় খেলোয়াড়ও পেয়ে যায়। এমনকি ১৮ বছর আগে, অর্থাৎ ২০০৮ সালে যখন প্রথম আইপিএল অনুষ্ঠিত হয়, তখনও বিজয়ী দল রাজস্থান রয়্যালসকে ৪.৮০ কোটি টাকার নগদ পুরস্কার দেওয়া হয়েছিল। যা এখনও পিএসএলের চেয়ে বেশি।
আরও পড়ুন পাকিস্তানে মিসাইল হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪ অজি তারকা ক্রিকেটার, স্তম্ভিত ক্রিকেট দুনিয়া
IPL 2025-এর পুরস্কার মূল্য পিএসএলের পাঁচ গুণ
IPL 2025-এর বিজয়ী দলকে BCCI ২০ কোটি টাকা পুরস্কার দিচ্ছে, যা PSL 2025-এর প্রায় পাঁচ গুণ বেশি। এ থেকেই বোঝা যায়, বিশ্বের সবচেয়ে ধনী T20 লিগের নাম কেন আইপিএল।
শেষ ওভারে জয়ী লাহোর কালান্দার্স
পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচে জিম্বাবaয়ের অলরাউন্ডার সিকান্দর রাজা ইংল্যান্ড থেকে ফাইনালের মাত্র ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোর কালান্দার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লাহোর কালান্দার্স দল চার বছরে তৃতীয়বার পিএসএল শিরোপা জিতে নেয়। রবিবারের রোমাঞ্চকর ফাইনালে ২০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তারা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে এক বল বাকি থাকতেই ছয় উইকেটে হারিয়ে দেয়।
আরও পড়ুন ১০ বছর পর টেবিল টপার পাঞ্জাব কিংস, সাফল্যের রহস্য কী? ফাঁস করলেন মালকিন প্রীতি জিন্টা