ঘরোয়া ক্রিকেটের অন্যতম সিনিয়র তারকা বিপুল শর্মা ভারতীয় ক্রিকেটে অবসর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৬-য়। এছাড়াও খেলেছেন পাঞ্জাব কিংসের জার্সিতে।
Advertisment
ঘরোয়া ক্রিকেটে বিপুল শর্মা খেলেছেন পাঞ্জাব, হিমাচল প্রদেশ, সিকিমের হয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কারণে ভারতীয় ক্রিকেটে আপাতত অতীত হয়ে গেলেন তিনি। বোর্ডের নিয়ম অনুযায়ী, বিদেশে অথবা বিদেশের টি২০ লিগে খেললে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া বাধ্যতামূলক।
৩৩ আইপিএল ম্যাচে বিপুল শর্মা ১৭ উইকেট নিয়েছেন। আইপিএল ২০১৬-র ফাইনালে আউট করেছিলেন এবি ডিভিলিয়ার্সকে। ২০১৮ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বিপুল শর্মা ৫৯ ম্যাচে ৩০১২ রান করেছেন। দখল করেছেন ১২৬ উইকেট। ৯৬টি লিস্ট-এ ম্যাচে বিপুল শর্মা ১৬২০ রান করার পাশাপাশি ৯৬ টি উইকেট শিকার করেছেন। ১০৫ টি২০-তে তাঁর রানসংখ্যা ১২০৩, উইকেট শিকার করেছেন ৮৪টি।
মার্কিন যুক্তরাষ্ট্রে কোন লিগে খেলবেন তা এখনও জানা যায়নি। তবে অধিকাংশ ভারতীয় তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এর আগে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে উন্মুক্ত চাঁদ পাড়ি দিয়েছিলেন ইউএসএ-তে। মাইনর লিগে সাফল্যের সঙ্গে খেলছেন তিনি। ভবিষ্যতে মেজর লিগে নাম লেখাচ্ছেন তিনি। যুব বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন উন্মুক্ত ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলতে পারেন। তবে নিয়ম অনুযায়ী, তারকাকে ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগ্রাডসের হয়ে খেলছেন।
উন্মুক্তের পাশাপাশি যুব বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য স্মিত প্যাটেল এবং হরমিত সিং-ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটে নাম লিখিয়েছেন। ২০২১-এ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টস-এর হয়েও খেলেছেন স্মিত প্যাটেল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন