Mustafizur Rahman Returns, IPL 2024: আইপিএল ইস্যুতে ভারতকে বিরাট কটাক্ষ করলেন বাংলাদেশের ক্রিকেট কর্তা। তাঁর দাবি, 'ভারতের থেকে শেখার কিছুই নেই।' বাংলাদেশের যে কর্তা এই মন্তব্য করেছেন, তাঁর নাম জালাল ইউনুস। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান।
জালাল এই মন্তব্য করেছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে। বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মুস্তাফিজুর বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। তিনি প্রথম পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সেই মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দিয়ে আসন্ন জিম্বাবোয়ে টি২০ দলে রেখেছে বাংলাদেশ। বিসিবি তাঁকে আগেই ফিরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু, বর্তমানে আইপিএল চলছে। তাই আরও একটু সময় মুস্তাফিজুরকে ভারতে থাকার ছাড়পত্র দিতে অনুরোধ করেছিল চেন্নাই সুপার কিংস এবং ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। সেই অনুরোধের পর মুস্তাফিজুরের ভারতে থাকার মেয়াদ মাত্র একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই মতো মুস্তাফিজুর পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ মে-এর ম্যাচে খেলবেন। কিন্তু, তার পরদিনই ফিরে যাবেন বাংলাদেশে।
সেই ব্যাপারে বাংলাদেশের সংবাদমাধ্যমকে ঢাকার মিরপুরে জালাল ইউনুস বলেছেন, 'আমরা মুস্তাফিজুরকে ১ মে পর্যন্ত ভারতে খেলতে দিচ্ছি। ও ২ মে ফিরে আসছে। তার পরের দিন থেকে ওকে এদেশে (বাংলাদেশ) পাওয়া যাবে।' ইউনুস বলেছেন, 'আইপিএলে খেলে মুস্তাফিজুরের শেখার কিছু নেই। মুস্তাফিজুরের শেখার সময় শেষ। বরং আইপিএলে এমন অনেক খেলোয়াড় আছে, যাঁরা ওঁর থেকে শিখতে পারে। মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে দিয়ে বাংলাদেশের কোনও লাভ হবে না।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কর্তা আরও বলেছেন, 'আমাদের চিন্তা মুস্তাফিজুরের ফিটনেস। ওরা ওঁর থেকে ১০০ শতাংশ নিতে চায়। ওঁর ফিটনেস নিয়ে ওঁদের মাথাব্যথা নেই, তবে আমাদের আছে। আমরা মুস্তাফিজুরকে ফিরিয়ে আনছি, তার কারণ শুধু জিম্বাবোয়ে সিরিজে খেলা নয়। তাকে এখানে আনা হচ্ছে, কারণ তাকে দায়িত্ব দেওয়া নিয়ে আমাদের পরিকল্পনা আছে। কিন্তু, ও যদি আইপিএলে খেলে, তাহলে সেই পরিকল্পনা করা সম্ভব হবে না।'
আরও পড়ুন- বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে নিশ্চিত ছাঁটাই এই ৮ তারকা! আইপিএলের মাঝেই এল ঝড় ওঠা আপডেট
আগামী ৩ থেকে ১২ মে পর্যন্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য মুস্তাফিজুর বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এর পরে ২১ মে টেক্সাসে শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি টি-২০ সিরিজ। সেখানে তিনি অংশ নেবেন।