Advertisment

Hardik Pandya: মুম্বইয়ের টানা হারে রোহিতরাই দায়ী! লখনৌ ম্যাচ হেরে হার্দিকের প্রকাশ্য নিশানায় হিটম্যান

MI vs LSG, IPL 2024: পাওয়ার প্লেতেই রোহিত-সূর্যকুমার-তিলক ভার্মা-হার্দিক আউট হয়ে যাওয়ায় ২৭/৪ হয়ে গিয়েছিল। নেহাল ওয়াদেরা, টিম ডেভিড কিছুটা চেষ্টা করলেও বাকিরা পুনরায় ব্যর্থ। ১৪৩-এ মুম্বই হোঁচট খাওয়ার পর মার্কাস স্টোইনিসের আরও একটা সুপার-ইনিংসে ভর করে লখনৌ সহজে জয়ের গন্ডি পেরিয়ে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
MI vs LSG, IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্টস

Hardik Pandya: টানা হারে প্লে অফ কার্যত শেষ মুম্বইয়ের (টুইটার)

Hardik Pandya Blasts Rohit Sharma: প্লে অফ স্বপ্ন শেষ। খাতায় কলমে এখনও মুম্বইয়ের সম্ভবনা টিকে থাকলেও নীল জার্সিধারীরা যে শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছেন, তা বলাই যায়। ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই হার। লিগ টেবিলের নয় নম্বরে। শেষ স্থানে থাকা আরসিবির ঠিক উপরেই।

Advertisment

মুম্বইয়ের সর্বশেষ হার মঙ্গলবার রাতে। লখনৌকে কার্যত ঘামই ঝড়াতে হল না হার্দিকদের হারাতে। ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল মুম্বইয়ের হেভিওয়েট ব্যাটিং।

পাওয়ার প্লেতেই রোহিত-সূর্যকুমার-তিলক ভার্মা-হার্দিক আউট হয়ে যাওয়ায় ২৭/৪ হয়ে গিয়েছিল। নেহাল ওয়াদেরা, টিম ডেভিড কিছুটা চেষ্টা করলেও বাকিরা পুনরায় ব্যর্থ। ১৪৩-এ মুম্বই হোঁচট খাওয়ার পর মার্কাস স্টোইনিসের আরও একটা সুপার-ইনিংসে ভর করে লখনৌ সহজে জয়ের গন্ডি পেরিয়ে যায়।

আর লখনৌয়ের কাছে শোচনীয় হারের পর মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সরাসরি রোহিত শর্মা সহ টপ অর্ডারকে দায়ী করলেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে হার্দিক কোনও রাখঢাক না করেই বলে দিয়েছেন, "শুরুর দিকে উইকেট হারানোর পর রিকভারি করা মুশকিল। সেটাই আমরা এদিন করতে ব্যর্থ হয়েছি। স্রেফ বল বুঝে আমাদের হিট করতে হত। আমরা সেই বলগুলোই মিস করে আউট হয়ে গিয়েছি। গোটা মরশুমটা এভাবেই কাটছে আমাদের। আমি সবসময় ভেবে এসেছি ঠিক ওপরে, আরও উপরে উঠব। খালি নিজেদের সেরাটা দিতে হবে।" এমন মন্তব্যের পরেই প্রশ্ন উঠে গিয়েছে, রোহিত শর্মারা নিজেদের সেরাটা দিতে পারছেন না, সেদিকেই কি ইঙ্গিত করতে চেয়েছেন তিনি!

এই মুহূর্তে মুম্বইয়ের যা অবস্থা তাতে প্লে অফ সম্ভবনা কার্যত শেষ। প্লে অফে কোয়ালিফাই করার জন্য ১৬ পয়েন্ট দরকার। এই মুহূর্তে মুম্বইয়ের অর্জিত পয়েন্ট ৬। বাকি সমস্ত ম্যাচ জিতলে হার্দিকরা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছবে। তারপরে একাধিক দলের হারের অপেক্ষায় থাকতে হবে মুম্বইকে। যদি একাধিক দল ১৪ পয়েন্টে ফিনিশ করে তাহলে নেট রানরেট বিবেচ্য হবে। সেক্ষেত্রে মুম্বইয়ের পরবর্তী পর্বে যাওয়ার আশা রয়েছে।

Mumbai Indians Hardik Pandya Rohit Sharma IPL IPL 2024
Advertisment