Advertisment

CSK vs RCB match report: শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই, ৬ উইকেটে জয়ী চেন্নাই

1st Match: কর্ণ শর্মার বলে ৩৭ রান (১৫ বলে) করে রজত পাতিদারের হাতে ধরা পড়েন রাচিন রবীন্দ্র। চেন্নাইয়ের রান তখন ৭১/২।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, 1ST MATCH 3

IPL-1ST MATCH: ম্যাচে আলাদা সময় আউটের মুহূর্ত। (ছবি- টুইটার)

CSK vs RCB Score, IPL 2024: টানটান উত্তেজনার মধ্যে শেষ হল সপ্তদশ আইপিএলের প্রথম ম্যাচ। প্রথমে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ১৭৩ রান তুলেছিল। জবাবে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ১৮.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে। তার জেরে চেন্নাই ৬ উইকেটে জয়ী হয়।

Advertisment

ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র। আরসিবি দীনেশ কার্তিকের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিল যশদয়ালকে। তাঁর বলেই ১৫ বলে ১৫ রান করে ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের রান তখন ৩৮ রানে ১। এরপর ক্রিজে আসেন অজিঙ্কা রাহানে। কর্ণ শর্মার বলে ৩৭ রান (১৫ বলে) করে রজত পাতিদারের হাতে ধরা পড়েন রাচিন রবীন্দ্র। চেন্নাইয়ের রান দাঁড়ায় ৭১/২।

রবীন্দ্র ফিরতেই ক্রিজে আসেন ড্যারিল মিচেল। দলের ৯৯ রানের মাথায় চেন্নাইয়ের তৃতীয় উইকেটের পতন হয়। ক্যামেরন গ্রিনের বলে ২৭ রান (১৯ বলে) করে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। তিনি যেতেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় শিবম দুবেকে। চেন্নাইয়ের চতুর্থ উইকেটের পতন ঘটে দলের ১১০ রানে। ক্যামেরন গ্রিনের বলে ২২ রান (১৮ বলে) করে রজত পাতিদারের হাতে ধরা পড়েন ড্যারিল মিচেল। এরপর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। দুবে এবং জাদেজা মিলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন।

বিরতিতে ডিজে অ্যাক্সওয়েলের বিট, চেন্নাইয়ের রাতকে রঙিন করে তোলার চেষ্টা চালিয়েছে।

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস শেষ হয় ১৭৩ রানে। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শুরুটাও ভালোই করেছিলেন প্লেসিস। আর ক্রিজের অপর প্রান্ত ধরে রেখেছিলেন কোহলি। কিন্তু, আরসিবির প্রথম উইকেটের পতন ঘটে দলের ৪১ রানে। রীতিমতো চালিয়ে খেলে ২৩ বলে ব্যক্তিগত ৩৫ রানে আউট হল আরসিবি অধিনায়ক। মুস্তাফিজুর রহমানের বলে তিনি রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন। ফাফ যেতেই ক্রিজে আসেন রজত পাতিদার। কিন্তু, তাঁকে বিনা রানেই ফিরিয়ে দেন মুস্তাফিজুর। এরপর ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু, তাঁকেও বিনা রানে ফিরিয়ে দেন দীপক চাহার। ম্যাক্সওয়েল ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মাত্র ছয় ওভারে ৪২ রানে তিন উইকেট হারায় আরসিবি।

আরও পড়ুন-  ভয়ংকর হয়ে উঠলেন মুস্তাফিজুর, তারকাদের অভাব ঢাকলেন আরসিবির কার্তিক, রাওয়াত

এরপর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন। কিন্তু, ১৯ বলে ২১ রান করে ফিরে যান বিরাট কোহলি। মুস্তাফিজুর রহমানের বলে তিনি রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন। কোহলি ফিরতেই আরসিবির রান দাঁড়ায়, ৪ উইকেটে ৭৭। এরপরে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন ক্যামেরন গ্রিন। ২২ বলে তিনি করেন ১৮ রান। গ্রিন ফিরতেই আরসিবির রান দাঁড়ায় ৫ উইকেটে ৭৮। দলের যখন এই করুণ অবস্থা, সেই সময় আরসিবির দায়িত্ব কাঁধে তুলে নেন দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াত। ২৫ বলে ৩৮ রান করেন দীনেশ কার্তিক। আর, ২৫ বলে ৪৮ রান করে আউট হন অনুজ রাওয়াত। ৫৭ বলে ৯৫ রানের জুটি গড়ে তাঁরা আরসিবিকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। যার জেরে বেঙ্গালুরুর ইনিংস শেষ হয় ১৭৩ রানে।

IPL Royal Challengers Bangalore BCCI MS DHONI Chennai Super Kings IPL 2024
Advertisment