/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/CSK-GT-2.jpg)
CSK-GT: সেই বিতর্কিত ভিডিওর একটি অংশ। (ছবি-স্ক্রিনগ্র্যাব)
MS Dhoni in Chennai Super Kings: সিএসকে পেসার মাথিশা পাথিরানা ম্যাচের মধ্যেই দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির পা ছুঁয়ে প্রণামা করেছেন। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। কিন্তু, অন্য অ্যাঙ্গেল থেকে ঘটনার ভিডিও সামনে আসতেই, সত্যিটা জলের মত প্রকাশ্যে এসে গিয়েছে। প্রণামের ছবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। নতুন প্রকাশিত ভিডিওতে স্পষ্ট হয়েছে, শ্রীলঙ্কান পেসার ধোনির পা ছোঁননি। বরং, সিএসকের 'থালা'র পায়ের থেকে অনেকটা দূরে, তিনি বোলিং মার্কার নিতে কোমর ঝুঁকিয়েছিলেন।
এমনিতে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবে দর্শকদের কাছে শুধু নয়, সিএসকের খেলোয়াড়দের কাছেও সেই সম্মান পান। তাঁর প্রতি স্বদেশি থেকে বিদেশি, সব খেলোয়াড়রাই বিশেষ সম্মান দেখান। কিন্তু, সেই সম্মানকেই নেটিজেনদের অনেকে ধোনির পা ছুঁয়ে প্রণামের জল্পনায় নিয়ে গিয়েছিলেন। যার সত্যতা ফাঁস করে দিয়েছে ভিন্ন অ্যাঙ্গেল তোলা ভিডিও।
রুদ্ধশ্বাস এই ম্যাচের পর দর্শকরা এতটাই উৎফুল্ল হয়ে উঠেছিলেন যে চিপক স্টেডিয়াম ছাড়তে চাইছিলেন না। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চেন্নাইয়ের ৬৩ রানে জয়ের রেশ যেন তাঁর ম্যাচ শেষেও উপভোগ করতে চাইছিলেন। প্রথমে ব্যাট করে বেশ বড় লক্ষ্যমাত্রা খাড়া করেছিল চেন্নাই। যার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে যাত্রার শুরুটা করে দিয়েছিলেন দীপক চাহার। পাওয়ার প্লে-তে তিনি অধিনায়ক শুভমান গিল (৮) এবং ঋদ্ধিমান সাহাকে (২১) রানে ফিরিয়ে দেন।
To people who thought Pathirana was taking blessings from Thala 😂😂 pic.twitter.com/BKfQdPVx03
— 🎰 (@StanMSD) March 29, 2024
তবে, টাইটানসদের মনোবল আগেই ভেঙে গিয়েছিল। কারণ, নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র ২০ বলে ৪৬ করে আউট হওয়ার পরও চেন্নাইয়ের ব্যাটারদের দাপট অব্যাহত ছিল। রুতুরাজ গায়কোয়াড় ৪৬ করেন। সিএসকের ওপেনাররা এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন। যার ফলে বিরাট সুবিধা পাচ্ছেন তাঁদের পরবর্তী ব্যাটাররা। তিনটি ম্যাচেই ধোনি বাহিনীর ওপেনারদের পার্টনারশিপ দেখা গেল ৫০-এর ওপরে। রাচিন তো তাঁর ইনিংসে ৬টি চার, ৩টি ছয় মেরেছেন। রশিদ খান যখন রচিনকে থামান, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সিএকে তখন ৬৯/১।
আরও পড়ুন- মালিঙ্গাকে প্রকাশ্যেই ধাক্কা হার্দিকের, মুম্বই ইন্ডিয়ান্স-এর ঝড় ওঠা VIDEO ফাঁস
রাহানে বেশিক্ষণ না-থাকলেও শিবম দুবের দুর্দান্ত পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছিল সিএসকে বড় ইনিংস খাড়া করতে চলেছে। দুবের ৫০ রান এসেছে মাত্র ২২ বলে। অন্য প্রান্তটা ধরে রেখেছিলেন ড্যারিল মিচেল। শেষ পর্যন্ত ধোনিবাহিনীর ব্যাটিং দাপট থেমে যায় ২০৬ রানে। তবে, মাত্র ৬ উইকেটে। ২০ ওভারের ম্যাচে এই রানটা নেহাত কম না। ব্যাটিং করতে এসে টাইটানসের ভেঙে পড়াতেই তা স্পষ্ট হয়ে উঠেছিল।