Advertisment

CSK vs KKR Playing 11: KKR-এর প্রথম ১১-য় বাদ এই তারকা! ধোনিদের হারাতে ইমপ্যাক্ট হিসাবে চমকে দেওয়া প্ল্যানিং নাইটদের, জানুন একাদশ

IPL 2024,csk vs kkr Playing 11 Prediction: সানরাইজার্স-এর বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ইডেনে জিতে আইপিএল সূচনা করেছিল কেকেআর। তারপর আরসিবির মাঠে গিয়ে দাপট দেখানো জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর শিবির। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ইতিহাসে নজির গড়া স্কোর গড়ার কীর্তিও নাইটদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
csk vs kkr Playing 11

Kolkata Knight Riders Playing 11 Prediction: চেন্নাইয়ের বিরুদ্ধে চিদাম্বরম।স্টেডিয়ামে নামছে কেকেআর (আইপিএল)

IPL 2024 Match 22, chennai super kings vs Kolkata Knight Riders Playing XI: স্বপ্নের ছন্দে রয়েছে কেকেআর। মরশুমের শুরুতে কেকেআরের সাফল্য নিয়ে সন্দিহান ছিল অনেকেই। মিচেল স্টার্ককে নিলামের টেবিল থেকে ইতিহাস গড়া দাম দিয়ে কেনা হোক বা তরুণ অনামি ক্রিকেটারদের দিয়ে স্কোয়াড বোঝাই করা- নাইটদের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন ছিলই। তবে লিগের শুরুতেই টানা তিন জয়ের হ্যাটট্রিকে কেকেআর টুর্নামেন্টের এখনও অপরাজেয় তকমা ধরে রেখেছে একমাত্র দল হিসেবে।

Advertisment

সানরাইজার্স-এর বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ইডেনে জিতে আইপিএল সূচনা করেছিল কেকেআর। তারপর আরসিবির মাঠে গিয়ে দাপট দেখানো জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর শিবির। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ইতিহাসে নজির গড়া স্কোর গড়ার কীর্তিও নাইটদের।

কেকেআরের ব্যাটিং এবং বোলিং- দুইই অপ্রতিরোধ্যভাবে ভরসা জুগিয়ে চলেছে। ব্যাট হাতে কেরিয়ারের সেরা ছন্দে রয়েছেন সুনীল নারিন। তাঁকে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্ত পুরোপুরি খেটে গিয়েছে। নারিন ঝড়ের সামনে বিপক্ষ বোলারদের হতশ্রী দশা প্রকট হয়ে গিয়েছে। ফিল সল্ট বড়সড় ইনিংস না খেললেও পাওয়ার প্লেতে তাঁর ক্যামিও নাইটদের আস্কিং রেট মগডালে তুলে দিচ্ছে। যে পাটাতনে ভর করে পরবর্তী ব্যাটারদের বড় স্কোর জমা করতে সমস্যা হচ্ছে না। শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার মিডল অর্ডারে রান পেয়েছেন। লোয়ার মিডল অর্ডারে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং নিয়ম করে ঝড় তুলেই চলেছেন। এমনকি নীতিশ রানার জায়গায় খেলতে নামা ১৮ বছরের অঙ্গকৃশ-ও ছাপ ফেলে গিয়েছেন দিল্লি ম্যাচে।

বোলিংয়ে বৈভব অরোরা, হর্ষিত রানার মত ভারতীয় তরুণ তুর্কিরা যেমন নজরকাড়া পারফর্ম করছেন, তেমন ফর্মে ফেরার বার্তা দিয়েছেন মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তীরাও। কেকেআরের সামনে এবার চেন্নাইয়ের বাধা।

দেখে নেওয়া যাক কেমন একাদশ সাজাতে চলেছে নাইট রাইডার্স শিবির:

টপ অর্ডার: ফিল সল্ট এবং সুনীল নারিনকে এই মুহূর্তে ওপেনিং থেকে সরানোর কোনও পরিকল্পনা ই নেই কেকেআর থিঙ্কট্যাঙ্কের। সল্ট বড় স্কোর করতে না পারলেও মারমুখী সুনীল নারিনকে যোগ্য সহায়তা করছেন। দুজনেই পাওয়ার প্লেতে নাভিশ্বাস তুলে দিচ্ছেন। অর্থাৎ, রহমানউল্লাহ গুরবাজকে প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: বেঁচে গেল KKR, মুস্তাফিজ নেই ধোনির দলে! রাসেলদের থামাতে এভাবেই 'অস্ত্র জড়ো' করছে চেন্নাই

মিডল অর্ডার: চোট পাওয়া নীতিশ রানার জায়গায় খেলতে নেমেই নজর কেড়েছেন তরুণ অঙ্গকৃশ। ২৭ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংসে দলের বড় রান পাওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন। তবে দিল্লি ম্যাচে তাঁকে পরিবর্ত হিসাবে ব্যবহার করা হয়েছিল। নীতিশ রানার এখন বাইরে থাকায় চেন্নাই ম্যাচে গোটা ম্যাচেই তাঁকে রাখা হতে পারে। তাঁকে ভরসা জোগানোর জন্য মিডল অর্ডারে থাকবেন দুই আইয়ার-দাদা- ক্যাপ্টেন শ্রেয়স এবং ভেঙ্কটেশ।

লোয়ার অর্ডার: লোয়ার অর্ডারের সামর্থ্যের বিচারে এই মুহূর্তে কেকেআর টুর্নামেন্টে সবথেকে শক্তিশালী। প্রথমে ব্যাটিং করলে ডেথ ওভারে রিঙ্কু-রাসেল যেমন দলের স্কোর প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন, তেমন রান তাড়া করার ক্ষেত্রে দুজনের সামনে কোনও টার্গেট-ই নিরাপদ নয়।

বোলিং আক্রমণ:
কেকেআরের হয়ে প্ৰথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন মিচেল স্টার্ক। তবে দিল্লি ম্যাচে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় পেসার। দিল্লি ম্যাচেই স্বদেশীয় ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শকে ফিরিয়েছিলেন। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তীও। চেন্নাইয়ের স্লো পিচে কেকেআর স্পিন-নির্ভর আক্রমণ গড়েই সম্ভবত মাঠে নামবে। নারিন-বরুণ চক্রবর্তীর সঙ্গে বোলিং বিভাগে সংযোজন হতে পারে সুয়াশ শর্মার। তবে সেক্ষেত্রে ইমপ্যাক্ট পরিবর্ত হতে হবে রামনদীপ সিংকে।

কেকেআর একাদশে কোথায় বদল?

দিল্লি ম্যাচে অঙ্গকৃশকে তুলে বোলিংয়ের সময় ইমপ্যাক্ট তারকা হিসাবে নামানো হয় বৈভব অরোরাকে। সিএসকে ম্যাচে পরিস্থিতি বিচার করে অঙ্গকৃশ এবং বৈভব দুজনেই প্রথম এগারোর থাকবেন। বোলিংয়ের সময় সুয়াশকে ইমপ্যাক্ট হিসাবে ব্যবহার করা হবে। রামনদীপ সিংকে সম্ভবত বসতে হবে। বাকি একাদশ অপরিবর্তিত থাকছে।

কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ:
সুনীল নারিন, ফিল সল্ট, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

IPL KKR Kolkata Knight Riders CSK Chennai Super Kings IPL 2024
Advertisment