IPL 2023,CSK vs LSG Cricket Match Report:
সিএসকে: ২১৭/৭
লখনৌ সুপার জায়ান্টস: ২০৫/৭
রানের বন্যা বইল ম্যাচে। চার-ছক্কার ফুলঝুরি। সেই ম্যাচেই লখনৌকে হারিয়ে চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেল চেন্নাই। প্ৰথমে ব্যাট করে রুতুরাজ, কনওয়ের ব্যাটিং বিস্ফোরণে ভর করে চেন্নাই ২১৭ তুলেছিল। জবাবে পাল্টা লড়াই উপহার দিলেও লখনৌ নির্ধারিত ২০ ওভারে ২০৫/৭-এ থেমে যায়।
চেন্নাই ঝড় তুললে রান চেজ করতে নেমে সাইক্লোন তুলেছিল লখনৌ। কাইল মায়ের্স ২১ বলে হাফসেঞ্চুরি করে নাভিশ্বাস তুলে দিয়েছিলেন সিএসকে বোলারদের। রাহুল (১৮ বলে ২০) এবং মায়ের্স জুটিতে পাওয়ার প্লে-তেই ৮০-র ওপর তুলে ফেলে লখনৌ। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই মায়ের্স আউট হয়ে যান। ৭৯/০ থেকে লখনৌ দুর্ধর্ষ শুরু করে ১০৫/৪ হয়ে যায় মইন আলির বোলিংয়ে।
একের পর এক উইকেট তুলে ইংরেজ স্পিনার বেপথু করে দেন লখনৌকে। মার্কাস স্টোইনিস টিকে গিয়েছিলেন। তাঁকেও ফিরিয়ে দেন মঈন। রান বন্যার ম্যাচে মঈন আলি ৪ ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। তাঁর স্পেল-ই শেষমেশ ম্যাচে ফারাক গড়ে দিল।
বিশাল রানের সামনে নিকোলাস পুরান (১৮ বলে ৩২) একা লড়ে ভরসা জোগাচ্ছিলেন। তিন ছক্কা, দুই বাউন্ডারিতে ম্যাচের রোমাঞ্চ আদায় করেছিলেন। তবে ১৬তম ওভারে তুষার দেশপান্ডেকে হাঁকাতে গিয়ে বেন স্টোকসের হাতে বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ তুলে ফেরার পরেই লখনৌয়ের সব আশা শেষ হয়ে যায়। তবু সেশদিকে লখনৌকে লড়াইয়ে রেখেছিলেন আয়ুশ বাদোনি (১৮ বলে ২৩), কৃষ্ণাপ্পা গৌতম (১১ বলে ১৭) এমনকি মার্ক উড-ও (৩ বলে ১০)। তবে টার্গেট এতটাই বড় ছিল যে আর শেষ রক্ষা করতে পারেনি কেএল রাহুলের দল।
তার আগে টসে জিতে লখনৌ অধিনায়ক কেএল রাহুল চেন্নাইকে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল। আর প্ৰথম থেকেই লখনৌ বোলারদের ওপর চড়াও হন দুই সিএসকে ওপেনার ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড। পাওয়ার প্লে-তেই দুজনে ৭৯ তুলে বড় স্কোর গড়ার প্ল্যাটফর্ম এনে দেন। প্ৰথম ম্যাচে বিষ্ফোরক ইনিংসের পর রুতুরাজ সোমবারও ৩১ বলে ৫৭ করে যান। কিউই তারকা কনওয়ে ২৯ বলে ৪৭ করেন।
তবে দুই ওপেনার আউট হওয়ার পর চেন্নাইয়ের রান তোলার গতি কিছুটা কমে যায়। শিবম দুবে (১৬ বলে ২৭) এবং মঈন আলি (১৩ বলে ১৯) দুজনেই রান তুলতে গিয়ে রীতিমতো স্ট্রাগল করছিলেন। বড় শট হাঁকাতে গিয়েই আউট হয়ে যান দুজনে। বাকি তারকারা শেষদিকে ছোটখাটো ক্যামিও খেলে দলের স্কোর ২১৭ পর্যন্ত পৌঁছে দেন। আম্বাতি রায়ডু ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে যাওয়ার পর ধোনি পরপর দু-বলে জোড়া ছক্কা হাঁকিয়ে যান।