CSK vs RCB 1st IPL match: কাউন্টডাউন শেষ। শুরু হয়ে গেল সপ্তদশ আইপিএল। শুক্রবার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলল ১৭৩ রান। টস জিতে ব্যাটিং নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
আরসিবির প্রথম উইকেটের পতন হয় ৪১ রানে। ব্যক্তিগত ৩৫ রানে (২৩ বলে) আউট হল আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মুস্তাফিজুর রহমানের বলে তিনি রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন। ফাফ যেতেই নামেন রজত পাতিদার। তাঁকেও ফিরিয়ে দেন মুস্তাফিজুর। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু, তাঁকেও বিনা রানে ফিরিয়ে দেন দীপক চাহার। ম্যাক্সওয়েল ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মাত্র ছয় ওভারে ৪২ রানে তিন উইকেট হারায় আরসিবি।
ম্যাক্সওয়েল ফিরতে নামেন ক্যামেরন গ্রিন। ১৯ বলে ২১ রান করে ফিরে যান বিরাট কোহলি। মুস্তাফিজুর রহমানের বলে তিনি রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন। এসবের মধ্যেই অবশ্য তিনি রেকর্ড করলেন। তিনি টি-২০ ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোনের সামনে ছিলেন। এজন্য মাত্র ৬ রানের প্রয়োজন ছিল বিরাটের। শুক্রবার কোহলি সেই মাইলফলক পেরিয়ে যান। কোহলি ফিরতেই আরসিবির রান দাঁড়ায়, ৪ উইকেটে ৭৭। এরপরে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন ক্যামেরন গ্রিন। ২২ বলে তিনি করেন ১৮ রান। গ্রিন ফিরতেই আরসিবির রান দাঁড়ায় ৫ উইকেটে ৭৮।
এরপর আরসিবির দায়িত্ব হাতে নেন দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াত। ২৫ বলে ৩৮ রান করেন দীনেশ কার্তিক। ২৫ বলে ৪৮ রান করে আউট হন অনুজ রাওয়াত। ৫৭ বলে ৯৫ রানের জুটি গড়ে আরসিবিকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন কার্তিক, রাওয়াত।
এসবের পাশাপাশি, বিতর্কও দানা বাঁধল প্রথম ম্যাচকে ঘিরে। দু-দলের প্লেয়াররা অনেক আগেই নেমে গিয়েছিলেন। জাতীয় সংগীতও হয়ে যায়। তারপরে আম্পায়াররা নামেন। যা নিয়ে শুরু হয় বিতর্ক।
আরসিবি একাদশ- ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, করণ শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ
আরও পড়ুন- আইপিএল মহাযুদ্ধের আগে মহাধামাকা! দর্শক নাচানো বিনোদন অক্ষয়, সোনুদের
চেন্নাই সুপার কিংস- রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাডেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থেকসানা, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান